সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট Deactivate করবেন যেভাবে

আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট Deactive করবেন সেই উপায় আজকে আপনাদের দেখাবো।

Facebook অ্যাকাউন্ট Deactivate এবং Deletion এর পার্থক্য

এখন আপনাদের মধ্যে Deactivate এবং Deletion এর পার্থক্য একটু ব্যাখ্যা করি। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট Deactivate করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাময়িকভাবে আর ফেসবুকে দেখা যাবে না, আপনি কার কার সাথে চ্যাট করেছেন, আপনি কি কি ফেসবুকে Post করেছেন তা আর ফেসবুকে কেউ দেখতে পাবে না, এমনকি আপনার নাম দিয়েও যদি কেউ ফেসবুকে সার্চ করে তাহলেও আপনার অ্যাকাউন্ট দেখতে পাবে না, কিন্তু আপনি যখন আপনার ফেসবুক নাম্বার এবং ফেসবুক এর পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন সাথে সাথেই কিন্তু এই অ্যাকাউন্ট লগইন করা যাবে।

অনেকেই আছে যে সামনে তারপরীক্ষা অথবা কোন একটি কারণে সে চাচ্ছে যে তার ফেসবুক অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ থাকুক, অথবা এমন ও অনেকেই আছেন যারা চাচ্ছেন যে কোন একটি কারণে কেউ যেন তার ফেসবুক অ্যাকাউন্ট এর মাধ্যমে তাকে না চিনতেপারে তার জন্য তার ফেসবুক অ্যাকাউন্ট Deactivate করে রাখতে হবে।

এরকম কেউ যদি তার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে সমস্যায় পড়েন তাহলে আশাকরি আজকের টিউন দেখে ফেসবুক অ্যাকাউন্ট Deactivate করতে পারবেন।

যেভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট Deactive করবেন

১. প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুকে।

২. ফেসবুক অ্যাপ ওপেন করার পর ওপরের ডান পাশে দেখতে পাবেন ফেসবুক প্রোফাইল, এই প্রোফাইলের উপরে করতে হবে।

৩. তারপর আবারও একই জায়গায় উপরের ডান পাশে সেটিংস আইকন নামে একটি অপশন পাবেন এটার উপর ট্যাপ করবেন।

৪. সেটিংস আইকনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এই পেজে কয়েকটি অপশন থাকবে এখান থেকে আপনাকে Personal Details এর উপর ক্লিক করতে হবে।

 

৫. Personal Details এ ক্লিক করার আবারও একই অপশন খুঁজে পাবেন তার একটু নিচে স্ক্রল করলেই, এটার উপর ট্যাপ করবেন।

৬. তারপর আপনার সামনে কয়েকটি অপশন শো হবে এখান থেকে সবার নিচে একটি অপশন দেখতে পাবেন Account Ownership And Control এই অপশনের উপর ক্লিক করবেন।

৭. Account Ownership And Control এর উপর ক্লিক করার পর আপনার সামনে আবারো দুটি অপশন শো হবে এখান থেকে নিচে যে অপশন রয়েছে, Deactivation Or Deletion এটার উপর ক্লিক করবেন।

৮. Deactivation Or Deletion এর উপর ক্লিক করার পর আপনার ফেসবুক প্রোফাইল আপনার সামনে শো হবে, আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলের ক্লিক করতে হবে।

৯. তারপর আপনার সামনে আবারও ২টি অপশন শো হবে এখান থেকে প্রথমে যে অপশন রয়েছে Deactivate Account এই অপশনের উপর ক্লিক করতে হবে।

তার নিচে আরেকটি অপশন রয়েছে Delete Account এটা আসলে কি এই নিয়ে টিউনের শেষে বিস্তারিত আলোচনা করব। আমরা যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট Deactivate করব তাই প্রথমে যে অপশন রয়েছে এটার উপর ক্লিক করব।

১০. Deactivation Account সিলেক্ট করে একেবারে নিচে একটি অপশন দেখতে পাবো Continue এটার উপর ক্লিক করবেন।

১১. এবার এখানে আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট Deactivate করতে যাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে।

১২. ফেসবুকের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে থাকা Continue এর উপর ট্যাপ করতে হবে।

১৩. এখন ফেসবুক আপনার সামনে কয়েকটি অপশন দিয়ে দিবে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে কি কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট Deactivate করতে চাচ্ছেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো যেকোনো একটি সিলেক্ট করলেই চলবে কোন সমস্যা নেই।

১৪. আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট Deactivate করার কারণ দেওয়ার পর নিচে Continue একটি অপশন পাবেন এটার উপর ট্যাপ করে দিবেন।

১৫. এবার আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এই পেজ স্ক্রল করে একেবারে নিচে চলে যাবে, নিচে যাওয়ার পর একটি অপশন পাবেন Deactivate My Account এটার উপর ক্লিক করবেন।

তারপর কিছুক্ষণ লোড নিবে, কিছুক্ষণ লোড নেওয়ার পর সেই অ্যাকাউন্ট অটোমেটিক ডিলিট হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাপ থেকে এবং এই অ্যাকাউন্ট Deactivate হয়ে যাবে।

আশাকরি আজকের এই টিউন সবার উপকারে আসবে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে ভালো থাকুন সবাই খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস