আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে কীভাবে ফেসবুকে পোক দিবেন? ফেসবুকে পোক দেওয়ার সুবিধা কী? নিয়ে নতুন আরো একটি টিউনে। বর্তমান বিশ্বে প্রায় বেশিরভাগ মানুষই ফেসবুক কী? কেন ফেসবুক ব্যবহার করা হয়? তা খুব ভালোভাবেই জানি। ফেসবুক হল একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের মাধ্যমে খুব সহজে একে অন্যের সাথে যোগাযোগ করা যায়। নিয়মিত ফেসবুক তাদের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন ফিচার তাদের সার্ভিসে যুক্ত করে নিচ্ছে। ফেসবুকের অনেক অনেক সার্ভিসের মধ্যে তেমনি একটি জনপ্রিয় সার্ভিস হল ফেসবুক পোক সার্ভিস।
অনেক পুরাতন ফেসবুক ব্যবহারকারীরা সহজেই ফেসবুকে পোক করতে পারতেন। তবে ফেসবুক তাদের ব্যবহারকারীদের কথা চিন্তা করে সিকিউরিটি বাড়ানোর জন্য মাঝখানে কয়েক বছর ফেসবুক পোক নামক সার্ভিসটি বন্ধ করে রেখেছিলাম। তবে মধ্যবর্তী ফেসবুকের পোক সার্ভিসটির কিছুটা পরিবর্তন এনে তা আবারও ফেসবুকের নতুন ফিচার এর মাধ্যমে যুক্ত করা হয়। বর্তমান সময়ে ফেসবুক পোক করার বিশেষ কিছু সুবিধা রয়েছে। আবার ফেসবুক পোক করার অনেক অসুবিধাও রয়েছে তা আপনি আজকের টিউনে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ফেসবুক পোক কী এ বিষয় নিয়েই টিউন শুরু করা যাক।
পোক হল ইংরেজি শব্দ এর বাংলা অর্থ খোঁচানো। আমরা অনেকেই মনে করি পোক মানে কাউকে বিরক্ত করা। না বিষয়টি মোটেও এমন না। আমরা সকলেই জানি ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকে একটি বিশাল সামাজিক মাধ্যম হওয়ার কারণে আমাদের ফেসবুকে অ্যাকাউন্টের মাত্র একজন অথবা দুইজন বন্ধুর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। একজন ফেসবুক ইউজারের বন্ধুর সংখ্যা এক থেকে পাঁচ হাজার জন পর্যন্ত হয়ে থাকে। এত এত বন্ধুর মাঝে খুব বেশি ঘনিষ্ঠ নয় এমন বন্ধুদের খুঁজে পাওয়া বেশ মুশকিল। আবার অনেক সময় দেখা যায় অনেকের তাদের বন্ধুদের নাম মনেই রাখতে পারেন না।
কিন্তু অপর প্রান্তের বন্ধুটি চাইলে খুব সহজেই পোক করার মাধ্যমে তার অ্যাটেনশন পেতে পারেন। অনেক সময় আমরা রাস্তায় আমাদের কোন বন্ধুদের সাথে দেখা হলে অজান্তেই বলে ফেলি! Hey, কী খবর? এটি মূলত ফেসবুকের পোক করার একটি বিশেষ অংশ হিসেবে কাজ করে। তার কাছে আপনার কথা মনে না থাকা সত্ত্বেও আপনি তার কাছে পোক করার মাধ্যমে নিজের অ্যাটেনশন দিতে চাচ্ছেন। এখানে স্বয়ং আপনার নিজের ইচ্ছায় অন্য কারো অ্যাটেনশন পাওয়ার যে প্রক্রিয়াটি আপনি প্রয়োগ করলেন একেই বলা হয় ফেসবুক পোক ফিচার।
শুরুতে আমি আপনাদের সাথে বিস্তারিত বলেছি যে, ফেসবুক পোক কী? আর এটিও সাধারণভাবে বলেছি যে কেন ফেসবুক পোক করা হয়। তবে এ সেকশনে আমি কেন ফেসবুক পোক করা হয় এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ফেসবুক পোক মূলত নিজের ইচ্ছায় কারো অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করা হয়। ফেসবুক পোক ফেসবুকে অনেক পুরাতন একটি ফিচার। ফেসবুকে শুরুর অবস্থায় ফেসবুকে নতুন বন্ধু বানানো জন্য ফেসবুকের এই পোক ফিচারটি ব্যবহার করা হতো। তবে ফেসবুক তাদের ইউজারদের প্রাইভেসি বৃদ্ধি করার লক্ষ্যে ২০২০ থেকে ২০২৩ এর মাঝামাঝি কিছু সময় পর্যন্ত জনপ্রিয় এই ফেসবুক পোক ফিচারটি বন্ধ করে দেওয়া হয়।
ফেসবুকের এই পোক ফিচারটি বন্ধ করে দেওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ এই পোক ফিচারটি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বুঝতে পারে। তারপর ২০২৩ এর মাঝামাঝির পরে সময়ে ফেসবুক কর্তৃপক্ষ আবারো সিদ্ধান্ত নেয় যে তারা ফেসবুকের এই জনপ্রিয় পোক ফিচারটি আবারও ব্যাক আনবেন। সম্প্রতি ২০২৪ এ আমরা সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে বুঝতে পারি, বর্তমান সময়ে ফেসবুকের এই পোক ফিচারটি জনপ্রিয়তার শীর্ষে। কারণ এই পোক ফিচারটি ব্যবহারে বিশেষ কিছু সুবিধা রয়েছে। অন্যদিকে পোক ফিচারটি নিয়ে নানারকম মতভেদ রয়েছে। এ সকল কিছু আমরা এই টিউনে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ফেসবুকে পোক করার একমাত্র লক্ষ্য হলো নিজের ইচ্ছায় পরিচিত অথবা অপরিচিত যে কারো অ্যাটেনশন পাওয়া।
ফেসবুকে পোক করলে ব্লক সরে যায় অথবা ব্লক রিমুভ হয়ে যায় এ কথাটি নিয়ে অনেকের মাঝে মতভেদ আছে। কেউ বলে ফেসবুকে পোক করলে ব্লক সরে যায় আবার কেউ বলে না এটা শুধুমাত্র কথায় প্রচলিত এর এমন কোন কাজ হয় না। হ্যাঁ বিষয়টি আসলে এমনই। ফেসবুকে পোক করলে অ্যাকাউন্টের ওয়ার্নিং অথবা বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়ে যায় এই কথাটির এখন পর্যন্ত কোন ধরনের সত্যতা পাওয়া যায়নি। ফেসবুকে যখন পোক ফিচারটি নতুন আনা হয় তখন এটি শুধুমাত্র বন্ধুদেরকে খোঁচা দেওয়ার জন্যই বানানো হয়।
ফেসবুকে পোক সম্পর্কে ফেসবুকে অফিশিয়াল সাপোর্ট টিমের সাথে কথা বলার পর তারা জানায় যে, ফেসবুকে পোক সার্ভিসটি শুধুমাত্র ইউজারদের ব্যবহারিক সুবিধার কথা চিন্তা করেই বানানো হয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবাগকে এ ধরনের প্রশ্ন করা হলে তিনি এ সম্পর্কে কোন মন্তব্য করেন নেই। ফেসবুকের এই পোক সার্ভিস টি সর্বপ্রথম "পোক ওয়ার" নামে পরিচিত লাভ করেন। পরে এটি মনে রাখার সুবিধার্থে শুধুমাত্র "পোক" নামেই পরিচিত লাভ করে। তবে ফেসবুকের পোক সম্পর্কে "পোক করলে কি ব্লোক সরে" এই এই ধরনের কোন সত্যতা পাওয়া যায়নি। এটি শুধুমাত্র বন্ধুদের খোঁচা অথবা নোটিফিকেশন পাঠানোর জন্যই ব্যবহার করা হয়।
বর্তমান সময়ে ফেসবুকের জনপ্রিয় একটি ফিচার হলো ফেসবুকের পোক ফিচার। ফেসবুকের এই পোক ফিচারটি শুধুমাত্র বন্ধুদের খোঁচা দেওয়ার জন্য অথবা নোটিফিকেশন পাঠানোর জন্যই তৈরি করা হয়নি। ফেসবুকের এই পোক ফিচারে আরো কিছু বিশেষ সুবিধা রয়েছে। নিম্নে এর জনপ্রিয় কয়েকটি সুবিধা তুলে ধরা হলোঃ
বর্তমানে বেশ সমালোচনা একটি বিষয় হলো ফেসবুকের এই পোক ফিচার। ইন্টারনেটে বর্তমান সময়ের এই পোক ফিচার নিয়ে নানা রকম সমালোচনা চলছে। কেউ বলছে ফেসবুক পোক করলে ব্লক চলে যায়, আবার কেউ বলছে ফেসবুক পোক করলে অ্যাকাউন্টে ওয়ার্নিং রিমুভ হয়ে যায়, অনেকেই তো আবার বলেই বসেছেন ফেসবুকের পোক ব্যাক করলে নাকি বিপদে পড়বেন। তো আজকে যেহেতু আমরা পোক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, সে তো টিউনের দায়িত্ব থেকে পোক নিয়ে কিছু ভুল ধারণা দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফেসবুকের পোক নিয়ে প্রচলিত আছে এমন কয়েকটি কথা হলোঃ
বন্ধুরা আজকের টিউনে, ফেসবুকের পোক ফিচার নিয়ে যতটা সম্ভব হয়েছে বিস্তারিত আলোচনা করেছি। যদিও ফেসবুকের এই পোক ফিচারটি ততো বেশি ব্যবহার হয় না। কারণ পুরাতন অবস্থায় যখন ফেসবুকে এই পোক ফিচারটি ছিল তখন বর্তমান সময়ের মত কারো এত বেশি মাথাব্যথা ছিল না। তবে আপনি একটি বিষয়ে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন বর্তমান সময়ে ফেসবুকের পোক ফিচার কতটা জনপ্রিয়। আজকাল ফেসবুকে প্রবেশ করলেই নিউজফিডে শুধু ফেসবুকের পোক ফিচার নিয়ে কত ধরনের কথা চলছে।
সেই কথাগুলোর মধ্যে কিছু কথা সত্য, কিছু কথা আবার শুধুই মনগড়া। অনেকে আবার ফেসবুকের পোক ফিচার নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে ফেসবুকের ইউজারদের মনের ভিতর একটি ভয়েস সৃষ্টি করছে। তাই ভাবলাম আজকে আর অন্য কোনো বিষয় নয়। আজকে আমি ফেসবুকের এই পোক ফিচার নিয়েই বিস্তারিত আলোচনা করে ফেসবুকের পোক ফিচার সম্পর্কে ভুল তথ্যগুলো আপনাদের জানিয়ে দেবো। আশাকরি আজকের টিউনের পর আমার প্রচেষ্টা সার্থক। এছাড়াও আজকের টিউনের ফেসবুকের পোক ফিচার বিষয় নিয়ে কারো কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। আপনার করা মন্তব্যটি গঠনমূলক হলে তা অবশ্যই আমি আমার টিউনে যুক্ত করে নেব।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, কীভাবে ফেসবুকে পোক দিবেন? ফেসবুকে পোক দেওয়ার সুবিধা কী? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।
আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।