বিসমিল্লাহির রহমানির রাহিম, আশাকরি মহান সৃষ্টি কর্তার রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।
বর্তমান এই যুগে প্রায় বেশির ভাগ মানুষের হাতে রয়েছে স্মার্টফোন। যাদের হাতে স্মার্টফোন রয়েছে তাদের মধ্যে ফেসবুক করে না এমন মানুষ একেবারেই স্বল্প। নিজের ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে অনেক সমস্যায় ভুগতে হয়, এই সমস্যা থেকে বাঁচতে আমি ফেসবুকের সেরা পাঁচটি স্টেপ নিয়ে আলোচনা করব আজকের এই টিউনে। তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।
আপনার ফেসবুক আইডিতে অবশ্যই Strong Password ব্যবহার করবেন, আপনারা হয়ত অনেকেই বুঝতে পারছেন না যে আসলে Strong Password কি? আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়েছেন আপনার ফোন নম্বরের কোন একটা অংশ অথবা কোন ছোট সংখ্যা দিয়েছেন সাথে কিছু নাম্বার এরকম ভাবে আপনি আপনার পাসওয়ার্ড দিয়েছেন কিন্তু আপনি যখন একটা Strong Password দিবেন তখন কিছু ছোট হাতের সংখ্যা হবে কিছু নাম্বার হবে কিছু বড় হাতের সংখ্যা হবে কিছু চিহ্ন হবে এরকম চিহ্ন ছোট হাতের, বড় হাতের এবং কিছু সংখ্যা দিয়ে মিনিমাম ৮ সংখ্যার একটি Password দিবেন তাতেই আপনার পাসওয়ার্ড Strong হবে আর এটা যেকোনো হ্যাকার এত সহজে হ্যাক করে নিতে পারবে না।
১. প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন।
২. তারপর আপনার ফেসবুক প্রোফাইলের চলে যাবেন।
৩. উপরে ডান পাশে একটি সেটিংস আইকন পেয়ে যাবেন এটার উপর ট্যাপ করবেন।
৪. এবার Password And Security একটি অপশন পাবেন এটার উপর ক্লিক করবেন।
৫. তারপর আপনার সামনে Two Factor একটি অপশন চলে আসবে এটার উপর ক্লিক করবেন।
৬. তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করে দিবেন।
পরবর্তীতে যখন কেউ আপনার আইডি লগ-ইন করতে চাইবে তখন অবশ্যই আপনার সিমে একটি কোড আসবে, এই কোড যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি আপনার আইডিতে প্রবেশ করতে পারবে না। যেহেতু সিম আপনার, আইডি ও আপনার তাই হ্যাকার যদি পাসওয়ার্ড নিয়েও যায় তারপরে ও কিন্তু সিমে আসা কোড যেহেতু দিতে পারবে না তাই আপনার আইডিও ব্যবহার করতে পারবে না, তাই আপনার আইডি কিন্তু নিরাপদ থাকবে।
যখন আমরা কোন ওয়েবসাইট লগ-ইন করতে যাই, তখন আমরা দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য ফেসবুক আইডি ব্যবহার করি, এটা কিন্তু মারাত্মক একটা ভুল, এখানে কিন্তু হ্যাকাররা ফাঁদ পেতে থাকে, তাই আমি আপনাদের সাজেস্ট করব যেকোনো সাইটে অথবা যেকোনো অ্যাপে রেজিস্ট্রেশন করতে ফেসবুক আইডি ব্যবহার করবেন না। আপনাদের যদি লগইন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ই-মেইল দিয়ে লগ-ইন করে নিবেন, এতে কিন্তু আপনার ফেসবুক আইডি ১০০% নিরাপদ থাকবে।
১. প্রথমে আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে।
২. তারপর ফেসবুক প্রোফাইলে চলে যেতে হবে।
৩. এবার Settings আইকনে ক্লিক করতে হবে।
৪. তারপর এখান থেকে Password And Security অপশনে চলে যাবেন।
৫. Password And Security তে চলে যাওয়ার পর Your Important Security তে চলে যাবেন।
৬. এবার আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখান থেকে Login Alerts এটার উপর ট্যাপ করে দিবেন।
৭. এখান থেকে এগুলো আপনি চালু করে দিবেন।
এটা চালু করার পর, কেউ যদি আপনার আইডিতে প্রবেশ করার চেষ্টা করে অথবা আপনার আইডি হ্যাক করার চেষ্টা করে তাহলে আপনার কাছে Alert আসবে আপনি সতর্ক হয়ে যেতে পারবেন।
১. প্রথমে আপনি আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন।
২. তারপর প্রোফাইল আইকনে ক্লিক করবেন।
৩. তারপর এখান থেকে Settings আইকনে ক্লিক করবেন।
৪. Personal And Account Information এটার উপর ট্যাপ করে দিবেন।
৫. এখান থেকে Contact Info তে ক্লিক করবেন।
৬. তারপর আপনার সামনে ই-মেইল যুক্ত করার অপশন চলে আসবে আপনি একটা অথবা দুইটা মেইল যুক্ত করে দিবেন।
মেইল যুক্ত করার পর আপনার ফেসবুক আইডি যদি হ্যাকার হ্যাক নিয়েও যায় তারপরেও আপনার ইমেইলে একটা মেইল আসবে যে আপনার আইডিতে পাসওয়ার্ড সহ কি কি চেঞ্জ হয়েছে, আপনি যদি মনে করেন যে এটা আপনি করেন নি তাহলে অনেক ইনফরমেশন দিয়ে আপনার আইডি ফিরিয়ে আনতে পারবেন।
ফেসবুকের যে পাঁচটি স্টেপ নিয়ে আলোচনা করলাম আপনারা যদি এগুলো ঠিকঠাক মতো সেট করে রাখতে পারেন তাহলে কেউই আপনার আইডি হ্যাক করে নিতে পারবে না, আর যদি হ্যাক করে নিয়েও যায় তাহলে পাঁচ নাম্বারে যে স্টেপ নিয়ে আলোচনা করেছি এটার মাধ্যমে আপনি আপনার আইডি ফিরিয়ে আনতে পারবেন। আপনার মেইল যদি যুক্ত করা না থাকে তাহলে কিন্তু আপনার সামনে আর কোন অপশন খোলা থাকবে না। আজকের এই পাঁচটি স্টেপ ভালো করে ফলো করে আপনার ফেসবুক আইডিকে নিরাপদ রাখুন। আমার মনে হয় এই পাঁচটি স্টেপ আপনার ফেসবুক আইডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশাকরি আপনাদের কাছেও আজকের এই টিউন ভালো লাগবে।
আজকের মতো এখানেই বিদায় নিলাম, ফিরে আসবো আবারও নতুন কোন টিউন নিয়ে, এতক্ষণ ধৈর্য সহকারে এই টিউন দেখার জন্য ও টেকটিউনস এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই খোদা হাফেজ
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.