ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলেট করার উপায়

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। আমাদের আজকের টিউনের বিষয় হলো ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলেট করা নিয়ে। ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলেট করা আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে কারণ যেকোনো কারণে একজন ব্যক্তির ফেসবুক ব্যবহারের প্রতি মানসিক পরিবর্তন আসতে পারে। আপনি এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলেট করার উপায় সম্পর্কে অবগত হতে হবে৷ যাতে পরবর্তী আপনার এমন কোনো সমস্যায় না পরতে হয়।

একজন মানুষের তার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলেট করার পিছনে বিশেষ কিছু কারণ থাকতে পারে। কারণগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এসব কারণের জন্যই মূলত একজন ব্যক্তি তার ব্যবহার করা শখের ফেসবুক অ্যাকাউন্টটি পারমানেন্ট ডিলেট করার সিদ্ধান্ত নিয়ে থাকে।

  1. সময়ের গুরুত্ব: ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে একজন ব্যক্তির সারাদিনে প্রায় অর্ধেক সময় নষ্ট হতে পারে। আপনি যদি মনে করেন ফেসবুকে আপনার মূল্যবান সময় অতিরিক্ত ক্ষয়ক্ষতি করছে, এতে আপনার কর্মজীবনে বা শিক্ষাজীবনের ক্ষতির কারণ গেছে। তবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত নিতে পারেন। এই সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ জীবনকে অনেক উন্নতি করবে।
  2. নিজের গোপনীয়তা: ফেসবুক তাদের প্রতিটি ইউজার অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে তা থার্ড পার্টি Ads পার্টনারের কাছে বিক্রি করে। এতে তারা খুব সহজেই আপনার চাহিদা মতো প্রডাক্ট আপনাকে সাজেস্ট করতে পারে। ফেসবুকের এমন কাজের জন্য আপনার গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠলে, তবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলিট করা উচিত।
  3. প্রয়োজনের তাগিদে: ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সামাজিক মাধ্যমে আপনার জীবনের কিছু গোপনীয় বা গুরুত্বপূর্ণ জিনিস অন্যের মাঝে শেয়ার করা অথবা আপনার দরকারি সেই গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করা অথবা আপনি যখন মনে করেন ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করা আপনার জীবনে সাধারণত আর কোনো প্রয়োজন নেই তখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলেট করা উচিত।

তো বন্ধুরা আপনি কি সিদ্ধান্ত নিলেন? আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলেট করতে চান? আপনি আপনার এই সিদ্ধান্ত নিশ্চিত হলে আপনি আপনার বিভিন্ন ইনফরমেশন, চ্যাট, ফটো, ভিডিও এবং অন্যান্য সমস্ত গোপনীয় ডকুমেন্টস স্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন। যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলেট করেন।

বিদ্রঃ মনে রাখবেন, একবার আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলিট করলে আপনি আর আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস পাবেন না। আপনি আপনার সেই ফেসবুক অ্যাকাউন্ট এর যাবতীয় সকল ডকুমেন্টস হারিয়ে ফেলবেন। মনে রাখবেন, ডিলিটকৃত অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব নয়, তাই সাবধানে নির্বাচন করুন।

এতসব জানার পর তবুও আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলেট করতে চাইলে নিজের প্রসেসগুলো ফলো করুন৷ আশাকরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলেট করতে সক্ষম হবেন।

১. কাজটি করার জন্য প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন।

২. এবার উপরে ড্রপডাউন মেনুতে ক্লিক করুন এবং "Settings & Privacy" অপশনে যান।

৩. তারপর আবারো "Settings" অপশনটিতে ক্লিক করুন।

৪. এবার "Your Facebook Information" সেকশনে চলে যান।

৫. তারপর "Deactivation and Deletion" অপশনে চলে যান।

৬. এবার আপনি "Delete Account" অপশনটিতে ক্লিক করুন।

৭. তারপর "Continue to Account Deletion" অপশনটি সিলেক্ট করুন।

৮. এবার আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন এবং ক্যাপচা চাইলে ক্যাপচা পূরণ করুন।

৯. তারপর "Delete Account" বাটনটি ক্লিক করুন।

ব্যাস আপনার অ্যাকাউন্টটি আগামী (৭২) ঘণ্টার মধ্য পারমানেন্ট ভাবে ডিলেট হয়ে যাবে। এই। এই পদক্ষেপগুলি অনুসরণ করার ফলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। যার ফলে আপনি আর সেই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না।

তো বন্ধুরা এভাবেই আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলেট করতে পারবেন। বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলেট করার উপায়! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস