ফেসবুকে প্রফেশনাল মোড কীভাবে চালু করবেন?

Level 6
শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর

ফেসবুক একাউন্ট এর প্রফেশনাল মোড সম্পর্কে হয়তো কমবেশি সবাই শুনে থাকবেন। কিন্তু অনেকেই হয়তো এই ফিচারটি সম্পর্কে ভালোভাবে এখনও জানেন না। আপনি হয়তো চাইছেন নিজের ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করতে। কিন্তু ফেসবুকে কীভাবে প্রফেশনাল মোড অন করতে হয় এটা হয়তো বুঝতে পারছেন না। যারা এরকম একটি সমস্যার মধ্যে আছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল টিউনের আয়োজন করা হয়েছে।

আজকের টিউনে আমি আপনাদের শেখাবো কীভাবে ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল মোড অন করতে হয়। আরও জানতে পারবেন ফেসবুকে প্রফেশনাল মোড অন করলে আপনি কী কী সুবিধা পাবেন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক।

প্রফেশনাল মোড কী?

প্রফেশনাল মোড এর সংজ্ঞা

ফেসবুকে প্রফেশনাল মোড অন করার উপায় সম্পর্কে জানার আগে চলুন জেনে নেয়া যাক প্রফেশনাল মোড আসলে কী। প্রফেশনাল মোড ফেসবুকের এমন একটি ফিচার যার মাধ্যমে একটি সাধারণ ফেসবুক প্রোফাইলকে পেইজের মতো করে ফেলা যায়। অর্থাৎ ফেসবুক পেইজে আপনি যে সকল সুযোগ সুবিধা পাবেন তার সকল সুবিধা আপনি প্রোফাইলের মাধ্যমেই পেতে পারেন যদি আপনার প্রফেশনাল মোড অন করা থাকে৷ মজার বিষয় হলো ফেসবুক পেইজের বিশেষ কিছু সীমাবদ্ধতা আছে যা প্রোফাইলে থাকবে না।

প্রফেশনাল মোড অন করলে আপনার ফেসবুক প্রোফাইল দেখতে পেইজে মতো হবে। পাশাপাশি পেইজের মতো ফেসবুক প্রোফাইল থেকেও আপনি আয় করতে পারবেন৷ প্রোফাইলে বিজ্ঞাপণ চালু করতে পারবেন। তাছাড়াও আপনার প্রোফাইলের পুরো গেটআপ পরিবর্তন হয়ে যাবে।

ফেসবুকে প্রফেশনাল মোড অন করার টিউটোরিয়াল

যেভাবে ফেসবুকে প্রফেশনাল মোড অন করবেন

ফেসবুকে প্রফেশনাল মোড অন করা একদমই সহজ একটি প্রক্রিয়া। কয়েকটি স্টেপ ফলো করলেই আপনি এটা করতে পারবেন। তাহলে চলুন ফেসবুকে প্রফেশনাল মোড অন করার টিউটোরিয়ালটি শুরু করা যাক।

১. ফেসবুকে প্রফেশনাল মোড অন করার জন্য প্রথমে আপনাকে ফেসবুক App এ ঢুকতে হবে। মেইন ফেসবুক App অথবা ফেসবুক লাইট যে কোনো একটা ওপেন করলেই হবে। আর ঐ App এ আপনার ফেসবুক একাউন্ট লগইন করে নিবেন৷ আমার ফেসবুক লাইট ডাউনলোড করা আছে তাই ফেসবুক লাইটে ক্লিক করে প্রবেশ করছি।

ফেসবুক Apps এ ক্লিক করুন

২. আমার একাউন্ট আগে থেকেই লগইন করা ছিল তাই সরাসরি হোম পেইজে চলে এসেছে। হোম পেইজে দেখবেন ওপরে বাম দিকে আপনার প্রোফাইল পিকচার যুক্ত একটি ছোট আইকন আছে। ঐ পিকচার এর ওপর ক্লিক করতে হবে। স্ক্রিনশট দেখে নিন।

প্রোফাইল পিকচার আইকনে ক্লিক করুন

৩. প্রোফাইল পিকচার যুক্ত আইকনে ক্লিক করলে আপনার পুরো প্রোফাইলটি সামনে চলে আসবে। এবার ডানদিকে ওপরে দেখবেন তিনটি ডট চিহ্ন আছে। স্ক্রিনশটে আমি মার্ক করে দিয়েছি। ঐ ডট চিহ্নে ক্লিক করবেন।

থ্রি ডটে ক্লিক করুন

৪. ডট চিহ্নের ওপর ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সবগুলো অপশন ভালোভাবে খেয়াল করুন। দেখুন লেখা আছে Turn on Professional Mode। এই লেখাটির ওপর ক্লিক করুন।

Professional Mode অপশনে ক্লিক করুন

৫. এরপর আপনার সামনে আরেকটি নতুন পেইজ চলে আসবে। বরাবর নিচের দিকে দেখুন Turn on লেখা একটি নীল বাটন আছে। ঐ অপশনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন হয়ে যাবে।

Turn on অপশনে ক্লিক করুন

৬. এরপর ব্যাক করে চলে আসুন। দেখবেন আপনার প্রোফাইলের আগের মোড নেই। প্রফেশনাল মোড অন হয়ে গেছে। স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের আগের মোড পরিবর্তন হয়ে প্রফেশনাল মোড অন হয়েছে।

প্রফেশনাল মোড চালু হয়েছে

উপরোক্ত নিয়মে একদম সহজেই আপনি আপনার ফেসবুক প্রোফাইল এর প্রফেশনাল মোড অন করতে পারবেন।

ফেসবুকে প্রফেশনাল মোড কেন অন করবেন?

যে কারণে প্রফেশনাল মোড অন করবেন

প্রফেশনাল মোড এর উল্লেখযোগ্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। প্রফেশনাল মোড অন করা থাকলে আপনি পেইজের মতো প্রোফাইলও একটি ড্যাশ বোর্ড পাবেন৷ এখানে আপনি আপনার প্রোফাইলের ফলোয়ার, টিউন রিচ, দর্শক এনগেজড কতোটা হলো তা সহজেই বুঝতে পারবেন। তাছাড়া প্রতিটা টিউন কতজন লোকের কাছে রিচ হলো তা দেখতে পারবেন।

পেইজের মতো প্রোফাইলে ভিডিও আপলোড করে ও বিজ্ঞাপণ যুক্ত করে আয় করতে পারবেন। পাশাপাশি প্রফেশনাল মোড ফিচারে ফলো অপশন চালু করা থাকে বিধায় প্রতিনিয়ত আপনার ফলোয়ার বাড়তে থাকবে। আর ফলোয়ার সংখ্যা প্রোফাইলের ওপরে দেখা যাবে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের খুঁটিনাটি সুযোগ সুবিধা পাবেন প্রফেশনাল মোড অন করার মাধ্যমে।

শেষকথা

আশাকরি ফেসবুকে প্রফেশনাল মোড অন করার বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। চাইলে টিউটোরিয়ালটি ফলো করে আপনি আপনার প্রোফাইলে প্রফেশনাল মোড অন করতে পারেন।

Level 6

আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস