ফেসবুকের ডিলেট হওয়া মেসেজ ফিরিয়ে আনুন

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানের জনপ্রিয় একটি অনলাইন যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। বর্তমানে মেসেজিং এর জন্যও অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট হলো এই ফেসবুক। মুহূর্তেই একজন আরেকজনের সাথে সহজেই যোগাযোগ করার সেরা একটি মাধ্যম হিসাবে ফেসবুকের ব্যবহার অনেক বেশি হয়ে থাকে। অনেকে আবার অনেক সময় বন্ধুদের সাথে কথা বলার কনভেনশন গুলো ডিলেট করে ফেলে। এবার থেকে ফেসবুকের ডিলেট হওয়া মেসেজ রিকভার করতে পারবেন।

বন্ধুরা ফেসবুক অনেক বেশি ব্যবহার হওয়ার কারণে আমরা সবাই ফেসবুককে মেসেজিং মাধ্যম হিসাবেই ব্যবহার করে থাকি। আমাদের সাথে আমাদের অনেক বন্ধুদের গুরুত্বপূর্ণ অনেক কথাই হয়ে থাকে। বিভিন্ন কারণে আমরা আমাদের বন্ধুদের গুরুত্বপূর্ণ মেসেজগুলো ডিলেট করে ফেলি অথবা আমাদের মেসেজ পাঠিয়ে সেটি আবার ডিলেট করে ফেলে৷ বন্ধুরা আপনি কি জানেন ফেসবুকের পাঠানো মেসেজগুলো ডিলেট করার পরেও রিকভার করা যায়? হয়ত জানেন না, হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুকের ডিলেট হওয়া মেসেজ ফিরিয়ে আনবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টিউন -

১. কাজটি শুরু করার আগে আপনাদের ফোনে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ইনস্টল করে নিবেন। ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ছাড়া আপনারা এই কাজগুলো করতে পারবেন না। তাই অবশ্যই ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আপনাদের ফোনে ইন্সটল করে নিবেন।

২. এবার আপনারা যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলেট করা মেসেজ বা ডিলেট করা কনভারশন রিকভার করতে চান সেই ফেসবুক একাউন্ট টি আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিতে লগ-ইন করে নিবেন।

৩. তারপর আপনার বাম কোণের একদম উপরে অ্যাকাউন্ট মেনুবার অপশনে ক্লিক করুন।

৪. এবার আপনারা স্ক্রোল করে একটু নীচ থেকে Settting And Privacy অপশনে ক্লিক করবেন।

৫. তারপর আপনারা আবারো নীচ থেকে Setting অপশনে ক্লিক করবেন।

৬. এবার আপনারা স্ক্রোল করে একদম নিচে আসবেন। নিচে আসার পর Download Your Information অপশনে ক্লিক করুন।

৭. তারপর Continue অপশনে ক্লিক করবেন।

৮. এবার আপনাদের ইনফরমেশনগুলো ডাউনলোড করার জন্য ফেসবুকের কাছে রিকোয়েস্ট করতে হবে৷ যাতে ফেসবুক আপনার চাহিদা অনুযায়ী সকল ডকুমেন্টস তৈরি করতে পারে। তো এর জন্য আপনারা আবারো Request A Download অপশনে ক্লিক করবেন।

৯. তারপর আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট এর সাথে যুক্ত থাকা সকল অ্যাকাউন্ট এর লিস্ট দেখতে পারবেন। সেগুলো সবগুলোতে টিক-মার্ক দেওয়া থাকবে। আপনাদের যেগুলোর দরকার নাই সেগুলো থেকে টিক মার্ক রিমুভ করে দিবেন। আর যে অ্যাকাউন্ট থেকে মেসেজ রিকভার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে ব্লু টিক মার্ক দিয়ে রাখবেন এবং Next এ ক্লিক করবেন।

১০. এবার আপনারা নীচ থেকে Select Types Of Information অপশনে ক্লিক করবেন।

১১. তারপর একটু নীচ থেকে Message অপশনটি সিলেক্ট করে দিবেন আর নীচ থেকে Next অপশনে ক্লিক করবেন।

১২. এবার আপনারা একদম নীচ থেকে Submit Request অপশনে ক্লিক করবেন।

১৩. কাজগুলো সব ঠিকঠাক ভাবে করা হয়ে গেলে একদম উপরে Done অপশনে ক্লিক করুন।

এবার আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার রিকোয়েস্ট করা ফেসবুকের সমস্ত মেসেজগুলো ডাউনলোড করার জন্য ফেসবুক তা HTML ফাইল আকারে রেডি করবে। ফেসবুকের কাজগুলো সম্পূর্ণভাবে করা হয়ে গেলে ফেসবুক আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনি আপনার ডিলেট হওয়া মেসেজ সহ যাবতীয় সমস্ত মেসেজগুলো ডাউনলোড করার পারমিশন পেয়ে যাবেন। সবগুলো প্রসেস কমপ্লিট ৫/১০ মিনিটের মতো লাগতে পারে৷

১৪. তো বন্ধুরা দেখুন আমাদের মেসেজ ফাইলটি তৈরি হয়ে গেছে, আপনাদের ফাইলটিও তৈরি হওয়ার পর ফেসবুক থেকে ঠিক এইরকম একটি কনফার্ম নোটিফিকেশন শো করাবে।

১৫. এবার আপনারা নোটিফিকেশনে ক্লিক করে আপনাদের HTML আকারের মেসেজ ফাইলটি Download অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন।

তারপর আপনারা ফাইলটি আপনাদের ফাইল ম্যানেজারের HTML ভিউ আকারে ওপেন করবেন। সেখানেই আপনাদের সমস্ত মেসেজ ডিটেইলস দেখতে পারবেন।

বন্ধুরা এভাবেই আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলেট করা মেসেজ বা মেসেজ কনভারশন রিকভার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলেট করা মেসেজ বা মেসেজ কনভারশন রিকভার করবেন? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস