ফেসবুকে রিচ বাড়ানোর উপায়

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন
Level 6
শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর

ফেসবুকে রিচ বাড়ানোর উপায় নিয়ে বর্তমানে অনেকেই চিন্তিত। বর্তমানে ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। কমবেশি সবাই চায় তার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেইজ বা ফেসবুক টিউন রিচ হোক। ছড়িয়ে যাক নিজের চিন্তা ভাবনা, নিজের গুন ও সফলতা সবার দোর গোড়ায়। ফেসবুক ব্যবহার করে নিজেকে সেলিব্রিটি করে তুলছে অনেকেই। অনেকে দাঁড় করিয়ে নিচ্ছে নিজের সফল বিজনেস।

কিন্তু বর্তমানে ফেসবুক রিচ নিয়ে সমস্যায় পড়ছে অনেকেই। সারাদিন রাত ফেসবুকে সময় দিয়েও কোনো কাজ হচ্ছে না। খরচ করতে হচ্ছে ডলার, তবুও ভালো সাড়া মিলছে না। তাই জেনে নিন ফেসবুকে রিচ বাড়ানোর উপায় সম্পর্কে। কিছু বিষয়ের ওপর বিশেষ ভাবে গুরুত্ব দিলে অর্গানিক ভাবেই ফেসবুক রিচ বেড়ে যাবে।

রিচ কী?

ফেসবুক রিচ এর সংজ্ঞা

ফেসবুকে রিচ বাড়ানোর উপায় জানার আগে জেনে নিতে হবে রিচ কী। আপনার ফেসবুক আইডি, পেইজ বা টিউন কতজন মানুষের কাছে পৌঁছালো এই হিসাবটাই হলো রিচ। আপনার টিউন বা আইডি যতো বেশি মানুষ দেখবে আপনার রিচ ততো বাড়বে। রিচ বাড়লে আপনার টিউন বা আইডি জনপ্রিয় হবে।

মুলত টিউন বা পেইজ অথবা আইডি অন্যের কাছে পৌঁছানোটাই হলো রিচ। সবাই চায় তার প্রোফাইল এর রিচ বাড়ুক। আরও আরও মানুষ তার টিউন দেখুক। টিউন রিচ বাড়লে টিউনের লাইক কমেন্টও বাড়বে। পেইজের ও আইডির ফলোয়ার সংখ্যা বাড়বে। এর ফলে মানিটাইজেশন ওপেন করা সহজ হবে।

আইডির রিচ বাড়ানোর উপায়

ফেসবুক আইডির রিচ বাড়াবেন যেভাবে

বর্তমানে ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড ফিচার চালু হয়েছে। ফলে আইডির মাধ্যমে মানিটাইজেশন অন করে ডলার ইনকাম করা সম্ভব হচ্ছে। তাই আইডির রিচ বাড়ানোর জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে। জেনে নিন ফেসবুক আইডির রিচ বাড়ানোর উপায়।

১. প্রোফাইল সেটআপ

আপনার আইডিতে যদি মেটা পলিসি অনুযায়ী সকল সেটআপ সঠিক হয় তাহলে রিচ বাড়াতে সুবিধা হয়। দর্শক যদি আপনার প্রোফাইল দেখে স্পষ্ট ধারনা না পায় তবে ফলো বাটনে ক্লিক করার আগ্রহ দেখাবে না। তাই প্রোফাইল পিকচার থেকে শুরু করে প্রোফাইলের নাম ও অন্যান্য তথ্য সঠিকভাবে সেটআপ করুন।

২. তথ্যমূলক কনটেন্ট তৈরি করুন

দর্শক যখন দেখবে আপনার আইডিতে দেয়া কনটেন্ট তাদের উপকারে আসছে তখন তারা সেচ্ছায় আপনার প্রোফাইলে এনগেজড থাকবে। পাশাপাশি পরিচিত দেরও সাজেস্ট করবে আপনার প্রোফাইলের কনটেন্ট দেখতে।

৩. নিয়মিত টিউন করুন

ফেসবুক প্রোফাইলে একটিভ না থাকলে রিচ ধীরে ধীরে কমতে থাকবে। একসময় আপনার ফলোয়াররা আপনার আইডির প্রতি আগ্রহ হারাবে। ফলে পরবর্তী টিউন গুলোতে রিচ কম হবে।

৪. বিভিন্ন জনপ্রিয় গ্রুপে একটিভ থাকুন

ফেসবুক আইডিতে নিয়মিত টিউন করার পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় গ্রুপে নিয়মিত টিউন করুন। যে গ্রুপর প্রতি আপনার আগ্রহ আছে সেসব গ্রুপে একটিভ থাকুন। এতে ঐ গ্রুপের বৃহৎ কমিউনিটিতে আপনার পরিচিতি বাড়বে। এতে আপনার আইডির রিচ বাড়বে। সেই সাথে আইডির ফলোয়ার সংখ্যাও বাড়বে।

এই ছিল ফেসবুক আইডির রিচ বাড়ানোর উপায় সম্পর্কে। আরও কোনো টিপস আপনার জানা থাকলে এই টিউনে টিউনমেন্ট করে জানাতে ভুলবেন না।

ফেসবুক টিউনে রিচ বাড়ানোর উপায়

ফেসবুক টিউনে যেভাবে রিচ বাড়াবেন

দেখা যায় ফেসবুক আইডি কিংবা পেইজে ফলোয়ার অনেক আছে, কিন্তু টিউন করলে রিচ হয় না। এই সমস্যা থেকে বেড়িয়ে আসতে নিচের উপায়গুলো অনুসরণ করতে পারেন।

১. সাথে সাথে রেসপন্স করুন

অনেকেই মনে করেন ফেসবুকে টিউন করলাম মানেই দায়িত্ব শেষ। কিন্তু এটা ভুল ধারনা। আসল কাজ শুরু হয় ফেসবুকে টিউন করার পরেই। ফেসবুকে পোস্টটি করার পরে মোবাইল হাতে নিয়ে বসে থাকুন। টিউনে টিউমেন্ট আসার সাথে সাথে রেসপন্স করুন। টিউমেন্টের রিপ্লাই করতে থাকুন। এতে ফেসবুক মেটা পলিসি অনুযায়ী আপনার পোস্টটিকে গুরুত্বপূর্ণ মনে করবে। ফলে টিউন তুলনামূলক বেশি রিচ হবে।

২. আনকমন বিষয় নিয়ে টিউন করুন

টিউন করার জন্য এমন টপিক খুঁজুন যে বিষয়ে এর আগে কেউ টিউন করেনি। নতুন বিষয়ের ওপর দর্শকদের একটু বেশিই আকর্ষণ থাকে। এতে করে টিউনের রিচ অর্গানিক ভাবেই বৃদ্ধি পাবে।

৩. কপি পেস্ট থেকে বিরত থাকুন

আপনার আইডি কিংবা পেইজের টিউন রাখবেন একদম ইউনিক। অন্য কোনো পোর্টাল থেকে কপি করে কোনো কনটেন্ট টিউন করা উচিত নয়। এতে আপনার টিউনের প্রতি একটি নেগেটিভ ধারনা চলে আসবে। ফলে রিচ কমে আসে। তাই টিউন রিচ করার জন্য কপি পেস্ট মুক্ত ইউনিক কনটেন্ট তৈরি করুন।

পেইজের রিচ বাড়ানোর উপায়

ফেসবুক পেইজে যেভাবে রিচ বাড়াবেন

ফেসবুক পেজের মাধ্যমে অনেকেই সফল বিজনেস দাড় করিয়ে ফেলেছে। আবার ফেসবুক সেলিব্রিটিদেরও প্রত্যেকের অফিসিয়াল পেইজ রয়েছে। এই পথে এগিয়ে যেতে চাইছে অনেকেই। কিন্তু ফেসবুক পেজের রিচ যেন কিছুতেই বাড়ছে না। কোনো ভাবেই দর্শকদের এনগেজড করা যাচ্ছে না। বিগিনারদের এই ধরনের সমস্যায় সবথেকে বেশি পড়তে হচ্ছে। জেনে নিন ফেসবুক পেইজের রিচ বাড়ানোর কয়েকটি কার্যকরী টিপস সম্পর্কে।

১. কনটেন্টে বৈচিত্র্য আনুন

পেইজে শুধু নিয়মিত টিউন করলেই হবে না, টিউনের কনটেন্টে আনতে হবে বৈচিত্র্যতা। নিত্য নতুন কনটেন্ট পেইজে আসতে থাকলে অর্গানিক ভাবেই পেইজে দর্শক এনগেজড হতে থাকবে।

২. সঠিক সময়ে টিউন করুন

একটু পর পর আপডেট না দিয়ে দিনের নির্দিষ্ট একটি সময়ে নিয়মিত টিউন করুন। কয়েকদিন টিউন করার সময় খেয়াল করুন আপনার পেইজে কখন টিউন করলে তুলনামূলক বেশি রিচ হয়। ঠিক সেই সময়ে নিয়মিত টিউন করুন। এতে নতুন নতুন লোকজন পেইজের সাথে এনগেজড হবে।

৩. ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে কনটেন্ট তৈরি করুন

সোস্যাল মিডিয়ায় একেক সময় একেক ট্রেন্ডের ঝড় উঠে যায়। আর এই ট্রেন্ড ফলো করেও পেইজের যে কোনো একটি টিউন ভাইরাল হয়ে যায়। এভাবে ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়ে পেইজের রিচ বাড়াতে পারবেন। এজন্য ট্রেন্ড ফলো করে নিত্য নতুন কনটেন্ট তৈরি করতে হবে।

৪. শুধু টেক্সট কনটেন্টকে না বলুন

বর্তমানে টেক্সট এর থেকে ভিডিও ও ছবির ওপরে দর্শকের আকর্ষণ বেশি থাকে। তাই টেক্সট কনটেন্ট এর পাশাপাশি ভিডিও ও ফটো কনটেন্ট এর ওপর গুরুত্ব দিন। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও কনটেন্ট এর ওপর ভিত্তি করেই পেইজ ভাইরাল হয়ে যায়।

ফেসবুকে রিচ বাড়ানোর উপায় সম্পর্কে এই ছিল আজকের আয়োজন। আশাকরি টিপস গুলো অনুসরণ করে একটু হলেও আপনার ফেসবুক রিচ বাড়বে। তবে মনে রাখবেন নিয়মিত একটিভ থাকার বিকল্প নেই।

Level 6

আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস