কীভাবে ফেসবুক পেইজে ফলোয়ার বাড়ানো যায়? 

Level 2
প্রথম বর্ষ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা

১. ফেসবুক পেইজে অথবা ইনস্টাগ্রামে অর্গানিকভাবে লাইক, ফলো এবং রিচ বাড়ানোর জন্য যা যা করা যেতে পারে? কিভাবে ফেসবুক পেইজে ফলোয়ার বাড়ানো যায়?

বর্তমানে ফেসবুক ইউজ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা সবাই চাই কিভাবে ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে পারি। ইনকাম করার জন্য আমরা প্রথমে একটি পেজ খুলি। এবং সেই পেইজে ভিডিও আপলোড করে অথবা বিজনেস পেইজের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে চাই। কিন্তু সঠিক গাইডলাইনের জন্য পারছি না। অর্গানিকভাবে রিচ নেই, ফলোয়ার্স নেই। আর এই রিচ, ফলোয়ার না থাকলে ফেসবুক পেইজ থেকে আমাদের টাকা ইনকাম করা সম্ভব না।  তাই আগে আমাদের জানতে হবে কিভাবে ফেসবুক পেইজে অর্গানিকভাবে লাইক, ফলোয়ার এবং রিচ বাড়ানো যায়। চলুন শুরু করা যাক। ফেসবুকে কিছু টিপস এন্ড ট্রিকস ফলো করে আপনি আপনার ফেসবুক পেইজে অর্গানিক ভাবে লাইক ফলোয়ার এবং রিচ বাড়িয়ে নিতে পারবে। নিম্নে সেই টিকস এন্ড ট্রিকস গুলো উল্লেখ্য করা হলো:

১. সেলেব্রিটিদের ফলো করা ও ইংরেজি কন্টেন্ট তৈরি করা:

আপনি যদি বড় বড় সেলেব্রিটিদের ফলো দেন, তাদের টিউনে টিউমেন্ট করেন তাহলে আপনার পেজটি তাদের ফলোয়ারদের সামনে শো করবে এবং অটোমেটিক আপনারও ফলোয়ার বাড়বে। আপনি ইংরেজিতে কন্টেন্ট বানাবেন। ভিডিওতে ট্রান্সলেশন বাংলা টেক্সট এড করে দিবেন। কারণ ইংরেজিতে কন্টেন্ট ভিডিও পৃথিবীর সব জায়গায় অর্গানিক ভাবে দ্রুত রিচ হবে। পেইজ মনিটাইজেশন থাকলে অন্য দেশগুলোর ক্লিক থেকে যত ইনকাম হবে তার এক ভাগও হবে না বাংলাদেশের ক্লিক থেকে।

২. ট্যাগ ও ইউনিক ক্যাপশন ব্যবহার করা:

instagram ফলোয়ার বাড়াতে হলে রিয়েল ভিডিও আপলোড করবেন আর ট্যাগ ইউজ করবেন। রিল্স একদিন করলে হবে না। এটা প্রতিদিন কন্টিনিউ করে যেতে হবে। ডেইলি দুই থেকে তিনটি ভিডিও আপলোড করতে হবে। এবং ফেসবুকেও প্রতিদিন ভিডিওগুলা আপলোড করতে হবে। চেষ্টা করবেন পোস্টগুলো অবশ্যই সন্ধ্যার দিকে করা। কেননা সন্ধ্যার দিকে ছবি অথবা ভিডিও আপলোড করলে রিচ ভালো হয। ইন্সটাগ্রাম এর জন্য কন্টেন্ট ঠিক রাখতে হবে কন্টেন্ট অনুযায়ী হ্যাসট্যাগ ম্যানুয়ালি রিসোর্স করে সে হ্যাসট্যাগ ব্যবহার করতে হবে এবং ফলো দিতে হবে। রেগুলার টিউন করা, কোয়ালিটিফুল পিকচার এর সাথে কোয়ালিটিফুল ক্যাপশন দেয়া। যে ক্যাপশনে মানুষ ফিডব্যাক দিবে।

৩. ভালো কন্টেন্ট তৈরি করা ও প্রতিদিন আপলোড করা:

রেগুলার টিউন, কোয়ালিটি কন্টেন্ট। কন্টেন্ট তৈরি করা এবং নিয়মিত টিউন করা ফলোয়ার বাড়ানোর সেরা উপায়। কন্টেন্টে ফোকাস করতে হবে। কন্টেন্ট ভালো থাকলে এবং রেগুলার বেসিস আপলোড করলে ভালো অর্গানিক রিচ পাবেন। অন্তত এক মাস এটা করে দেখেন। পাশাপাশি ভিডিও কন্টেন্টের জন্য এডস রান করতে পারেন।

৪. এক্টিভিটি:

আপনার পেইজে ফলোয়ার বাড়াতে চাইলে অন্যদের পেইজে ও আপনাকে একটিভ থাকতে হবে। এতে করে তাদের পেইজে আপনার পরিচিতি বাড়বে। এবং পরিচিতি বাড়লে আপনার পেইজে লাইক ফলোয়ার  বাড়বে।

৫. প্রমোট ও শেয়ার করা:

প্রমোটের মাধ্যমে অর্গানিক লাইক ফলোয়ার নিতে পারেন। অর্গানিকভাবে ফেসবুক পেজ প্রমোশন করতে পারবেন। ফেসবুক পেইজ প্রমোট করার সময় অবশ্যই অডিয়েন্স টার্গেটিং সঠিক রাখতে হবে। এবং সঠিক বয়সের অডিয়েন্সকেই টার্গেট করতে হবে। আপনাকে সময় করে নিয়মিত কতগুলো টিউন করতে হবে। শেয়ার করবেন রিলেটেড প্লাটফর্ম গুলো তে!  আপনি যত কোয়ালিটিফুল কন্টেন্ট দিবেন মানুষ তত লাইক ফলো করবে! আমরা অনেক সময় দেখতে পাই এক হাজার ফলোয়ার ১০০ টাকা এরকম অনেক টিউন আমাদের সামনে আসে। আমরা কিনতে চাই। কিন্তু এই কাজগুলো ভুলেও করা যাবে না। এগুলো পেইজের ক্ষতি করে। তাই এসব টিউন দেখলে এড়িয়ে চলতে হবে।

৬. গ্রুপ মার্কেটিং করা এবং ট্রেন্ড ফলো করা :

ভালো কন্টেন্ট নিয়ে ফেসবুক গ্রুপ মার্কেটিং করতে পারলে দ্রুত ফলোয়ার্স বাড়বে। গ্রুপ মার্কেটিং হলো ফেসবুকের বিভিন্ন গ্রুপে আপনার কনটেন্টটি প্রকাশ করা। এতে করে গ্রুপের বিভিন্ন সদস্যগণ আপনাকে আপনার পেজ গুলোকে জানবে ও চিনবে। ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কনটেন্ট তৈরি করতে পারবেন। অথাৎ ভাইরাল ও আলোচনামূলক বিষয়বস্তু নিয়ে টিউন করবেন। এতে আপনার পেইজটির রিচ ভালো হবে। অনেক সময় খারাপ কিছু থেকেও ভালো কিছু হয়। তাই চেষ্টা করবেন দর্শকদের আলোচনায় আসা যায় এমন টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করতে।  মনে রাখবেন আপনি যত আলোচনায় থাকবেন আপনার পেইজে দর্শক ততই প্রবেশ করবে।  এভাবেও আপনার পেইজের লাইক, ফলো এবং রিচ বাড়াতে পারেন।

উপসংহার

আশাকরি বুঝতে পেরেছেন। তবে যাই করুন সর্বপ্রথম আপনাকে তৈরি করতে হবে ভালো মানের কন্টেন্ট। আপনার কন্টেন্ট যত ভালো হবে আপনার ভিডিও বা পোস্টগুলোকে তত মানুষ দেখবে এবং দেখতে উৎফুল্ল হবে। তাই অবশ্যই আপনাকে আপনার কন্টেন্ট তৈরিতে ফোকাস করতে হবে।

Level 2

আমি আয়শা আক্তার দিপা। প্রথম বর্ষ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস