আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো? আশাকরি খুব ভালোই আছো। আমিও ভাল আছি। আজকের টিউনটিতে ফেসবুক পেজে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তা এ টু জেড দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক।
১. ফেসবুক পেজে ভিডিও আপলোড : প্রথমেই ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সময় আমরা সরাসরি পেজ থেকে দিব না। গুগলের সার্চ অপশনে আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিব। তারপর ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করব। ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে আপনাদের কাঙ্খিত ফেসবুক পেইজে প্রবেশ করবেন। তারপর ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর আপলোড অপশনটি পাবেন। আপলোড অপশনে ক্লিক করার পর আপনার কাঙ্খিত ভিডিওটি আপলোড করে দিবেন। প্রথমে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আপনার ভিডিওটি আসলে কোন ল্যাঙ্গুয়েজ এ আছে সেই ল্যাংগুয়েজ টি সিলেট করবেন। তারপর ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন দিবেন।
একটা কথা সবসময় মনে রাখবেন ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন যেন একে অপরের পরিপূরক হয় অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ হয়। এরপর ভিডিও এর সাথে মিল রেখে থাম্বনেইল আকর্ষণীয় ভাবে দিবেন। আপলোড ইমেজ এ ক্লিক করে ভিডিও থাম্বনেইল সিলেক্ট করে দিন।
২. ট্যাগ এবং কোলাবোরেসন : তো থাম্বনেল করা হয়ে গেলে পরবর্তীতে আসে ট্যাগ এবং কোলাবোরেসন। আপনার ভিডিওর সাথে মিল রেখে ট্যাগ এবং কলাবারেশন সিলেক্ট করে দিন। ইউটিউব এ যেমন আমরা ট্যাগ দিয়ে থাকি। ফেসবুকেও একইভাবে ট্যাগ দেওয়া যায় তবে গের আগে হাস চিহ্ন দিতে হয়। এটাকে বলে হ্যাশট্যাগ।
৩. ট্ট্যাগ এর জন্য এপ : ট্যাগ বের করার জন্য আপনারা চাইলে র্যাপিডট্যাগ অ্যাপটি ইউজ করতে পারেন। এরপর ক্লিক করবেন নেক্সট। এরপর টিউন দিয়ে দিবেন।
৪. আপনার ফেসবুক পেজের ভিডিও টিউন: ফেসবুক আইডিতে অথবা ফেসবুক গ্রুপে টিউন শেয়ার করবেন না। কারণ ফেসবুক পেজে যে রেকমেন্ডেশন গুলো আছে অথবা অটো সাজেশন আছে সেগুলো অটোমেটিক্যালি কমিয়ে দেওয়া হয়।
আপনার ফেসবুক প্রোফাইলে অথবা গ্রুপের কোন টিউন আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন না। বিশেষ করে যখন আপনার ফেসবুক পেজ ছোট এবং নতুন তখন। যখন অনেক বড় হয়ে যাবে তখন একবার দুইবার হলেও করতে পারবেন। কিন্তু এটা করলে আপনার অডিয়েন্স রিটিউমেন্টেশন অনেক হারে কমে যাবে।
৫. টিউনের ডেসক্রিপশন: আপনার ফেসবুক পেজে ভিডিও টিউনের ডেসক্রিপশনে কোন লিংক শেয়ার করতে পারবেন না। অর্থাৎ লিংক শেয়ার করলে আপনার টিউনের রিচের যে নর্মাল স্লো আছে তা রোবট অটোমেটিক্যালি কমিয়ে দেবে। এর ফলে আপনার অডিয়েন্স রিকমেন্ডেশন কমে যাবে আর রিকমেন্ডেশন কমে গেলেই আপনার ফেসবুকের ভিজিটর কমে যাবে। আর ভিজিটর কমে গেলেই আপনার ফলোয়ার বাড়বে না ভিউ বাড়বে না। ভিউ না বাড়লে, ফলোয়ার না বাড়লে মনিটাইজেশন পাবেন না।
৬. আপনার ফেসবুক পেজের টিউনে অন্যের পেজের নাম হ্যাস ট্যাগ আকারে লিখবেন না: এই কাজটি আপনি ভুলেও করবেন না। আপনার যদি নিজস্ব আরেকটি পেজ থাকে তবে সেটিতে আপনার পেইজের নাম মেনশন করতে পারেন। আপনি চাইলে আপনার বন্ধু থেকে পারমিশন নিয়েও আপনার বন্ধুর নামে মেনশন করতে পারেন।
কিন্তু না পারমিশন নিয়ে অন্যের পেজের নাম শেয়ার করতে পারবেন না। আপনার ধরুন বড় বড় সেলিব্রেটির পেইজের নামে হ্যাশ ট্যাগ দিয়ে শেয়ার করতে পারবেন না। কারণ তারা তো আপনাকে পারমিশন দেয় নাই।
৭. ধারাবাহিকভাবে টিউন করা : আপনি ফেসবুক পেজে সাকসেস হতে চাচ্ছেন কিন্তু আপনি ধারাবাহিকভাবে টিউন করছেন না। এক্ষেত্রে আপনার টিউনের রিচ কমে যেতে পারে। ফলে ফলোয়ার এবং ভিউয়ার বাড়বে না। অবশ্যই নিয়মিত প্রত্যেকদিন চার-পাঁচটি টিউন করবেন। তাহলে আপনার পেজটি আস্তে আস্তে গ্রো করা শুরু করবে।
৮. টিউন কপি কনটেন্ট: আপনি যখন আপনার ফেসবুক পেজটি তৈরি করবেন তখন নিশ্চয়ই চেষ্টা করবেন বারবার ইউনিক কনটেন্ট শেয়ার করার। অর্থাৎ আপনার সম্পূর্ণ নিজস্ব কনটেন্ট হতে হবে। কখনোই অন্যজনের কনটেন্ট কপি করার জন্য চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আপনার পোস্টটি কখনোই গ্রো করবে না।
৯. বারবার একই টিউন শেয়ার করা : আপনার ফেসবুক পেজের পোস্টটি বারবার আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন না বা কোন সোশ্যাল মিডিয়ায় বারবার শেয়ার করতে থাকবেন না। এর ফলে এটিকে স্প্যাম হিসেবে ধরা হবে। যার ফলে আপনার ফেসবুকে রিচ বাড়বে না, ফলোয়ার পারবেনা এবং মনিটাইজেশন পাবেন না।
তো বন্ধুরা আজকে টিউনটি কেমন লাগলো জানিয়ে দিবেন। আবারো নতুন কোন টিউট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই।
আমি সজিব মাহমুদ সাইমুন। কাস্টমার কেয়ার এক্সেকিউটিভ, এশিয়া ইন্টারন্যাশনাল টেক (প্রাইভেট) লিমিটেড, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি যে দুরন্ত, দুচোখে অনন্ত,ঝরের দিগন্ত ঝুরেই সপ্ন সাজাই।