ফেইসবুক ভিআইপি অ্যাকাউন্ট: এমনিতে একটি সাধারণ ফেসবুক একাউন্ট তো আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে, তবে আপনি কি জানেন, ফেসবুকে একটি ভিআইপি অ্যাকাউন্ট বানানো সম্ভব।
অনেকেই ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক এর সাথে জড়িত এই নতুন শব্দটির বিষয়ে শুনেছেন, তবে এই Facebook VIP account আসলে কি, সেটা স্পষ্ট ভাবে অনেকেই জানেননা।
তাই, এই আর্টিকেলের মাধ্যমে আমরা ফেসবুক এর ভিআইপি অ্যাকাউন্ট মানে কি বুঝায় এবং কিভাবে তৈরি করবেন এই ধরনের একটি একাউন্ট, সেই প্রত্যেক বিষয়ে আলোচনা করতে চলেছি।
আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা কি কি শিখবেন?
তাহলে চলুন, এক এক করে প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করে নেই।
ফেইসবুক ভিআইপি অ্যাকাউন্ট কি?
একটি Facebook VIP account মূলত একটি সম্পূর্ণ professional account যেটা একটি সাধারণ ফেইসবুক একাউন্ট থেকে সম্পূর্ণ আলাদা।
এই ভিআইপি অ্যাকাউন্ট এর ডিজাইন দেখতে আলাদা তবে অধিক সুন্দর হয়ে থাকে।
VIP account এর look মূলত আলাদা হয়ে থাকে এবং এক্ষেত্রে বিভিন্ন আলাদা আলাদা official look এবং design আমরা দেখতে পাই।
তাই, একটি ফেইসবুক এর ভিআইপি একাউন্ট এর মূল বিষয়টা হলো, এর মাধ্যমে আপনারা নিজের ফেইসবুক প্রোফাইল টিকে অধিক আকর্ষণীয় এবং সুন্দর করে তুলতে পারবেন।
এমনিতে শুনতে এবং বুঝতে যতটা সহজ তেমনি এই ধরনের ভিআইপি অ্যাকাউন্ট বানানোর প্রক্রিয়াটি কিন্তু তেমন সহজ না।
Facebook VIP account তৈরি করার জন্য কিসের প্রয়োজন?
নিজের জন্য একটি Facebook VIP account তৈরি করার জন্য সবচেয়ে আগে আমাদের কাছে কিছু জরুরি জিনিস গুলো অবশই থাকতে হবে, কেবল তখনি আমরা VIP account তৈরি করতে পারবো।
যা যা লাগবে সেগুলো হলো,
১. আপনার একটি সাধারণ ফেইসবুক একাউন্ট থাকতে হবে
Facebook এর মধ্যে VIP account বানাতে হলে সবচেয়ে আগেই আপনার একটি সাধারণ না নরমাল একাউন্ট অবশই থাকতে হবে। কেবল তখনি আপনি নিজের প্রোফাইলে VIP account লিখতে পারবেন।
যদি আপনার একটি normal Facebook account নেই, তাহলে অবশই আপনাকে প্রথমেই একটি ফেইসবুক একাউন্ট তৈরি করে নিতে হবে।
২. একটি smartphone বা computer যেখানে internet এর সুবিধা রয়েছে
দ্বিতীয়তে আমাদের প্রয়োজন হবে একটি mobile phone বা computer এর যেখানে ইন্টারনেট এর কানেক্টিভিটি রয়েছে।
কেননা, ফেইসবুক হলো একটি অনলাইন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, আর তাই ফেইসবুক ওপেন করে সেখানে ফের বদল করার ক্ষেত্রে আমাদের একটি computer device এবং internet অবশই প্রয়োজন হবে।
৩. Web browser
মনে রাখবেন, শেষে Mobile বা computer যেটাই ব্যবহার করছেন, সেখানে ওয়েব ব্রাউজার বা Facebook app অবশই থাকতে হবে।
আপনার মোবাইল বা কম্পিউটারে Google chrome, Firefox বা অন্য যেকোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারবেন।
মোবাইল দিয়ে ভিআইপি অ্যাকাউন্ট কিভাবে বানাবেন?
চলুন, এবার আমরা সরাসরি জেনেনেই নিজের ফেইসবুক প্রোফাইলে সুন্দর সুন্দর ভিআইপি ডিজাইন কিভাবে যোগ করতে পারবেন।
আপনারা দুটো মাধ্যমে একটি ফেইসবুক এর ভিআইপি একাউন্ট তৈরি করতে পারবেন।
চলুন, আমরা নিচে দুটো মাধমের বিষয়েই বিস্তারিত ভাবে আলোচনা করে নেই।
১. Add bio এর মাধ্যমে Facebook এর VIP তৈরি করুন
যদি সব থেকে সোজা এবং সরল মাধ্যমে VIP account বানাতে চাইছেন, তাহলে add bio এর মাধ্যমে একাউন্ট তৈরি করুন।
Step ১.
মোবাইলে Web browser এর মধ্যে গিয়ে Facebook এর ওয়েবসাইটে প্রবেশ করুন এবং নিজের একাউন্টে লগইন করুন। আপনি চাইলে Facebook app ব্যবহার করতে পারেন।
Step ২.
সরাসরি নিজের profile এর মধ্যে click করুন এবং এবার নিজের profile picture এর নিচে add bio এর একটি option দেখতে পাবেন যেখানে আপনাকে click করতে হবে।
Step ৩.
এবার আপনার সামনে একটি blank box রয়েছে যেখানে আপনাকে আপনার bio লিখতে বলা হচ্ছে।
Step ৪.
এবার আপনাদের Facebook VIP text কপি করে সেই Bio Box এর মধ্যে paste করতে হবে এবং “save” এর অপশনে ক্লিক করতে হবে।
(Note: Bio box এর মধ্যে পেস্ট করার জন্য আপনাদের কিছু VIP text, symbols বা stylish bio design text গুলোর প্রয়োজন হবে যেগুলো ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন। )
শুধু এতটুকু করলেই আপনার profile সাধারণ Facebook profile থেকে একটি VIP একাউন্টে রূপান্তরিত হয়ে যাবে।
২. Add work এর মাধ্যমে Facebook এর মধ্যে VIP account লিখুন
এবার সফলতাপূর্বক আপনি আপনার সাধারণ ফেইসবুক একাউন্ট টিকে Facebook VIP Account এর মধ্যে convert করে নিয়েছেন।
Computer বা laptop দিয়ে Facebook এর VIP account তৈরি করুন
এমনিতে দেখতে গেলে ফেইসবুক মোবাইল ভার্সন এবং কম্পিউটার ভার্সন দুটোতেই প্রায় এক ভাবেই এক স্টেপস গুলো ফলো করে একাউন্ট সেটিং করা সম্ভব।
তবে যদি আপনারা একেবারে স্পষ্ট ভাবে স্টেপস গুলো জেনেনিতে চাইছেন তাহলে স্টেপস গুলো নিচে বলে দেওয়া হয়েছে।
আজকে আমরা কি শিখলাম?
তাহলে, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা ফেইসবুক ভিআইপি অ্যাকাউন্ট কি এবং VIP account কিভাবে বানাতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম।
আশা করছি আজকের আমাদের আর্টিকেলটি আপনাদের অবশই পছন্দ হয়েছে। যদি আর্টিকেল ভালো লেগে থাকে তাহলে অবশই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।
এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরনের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে টিউমেন্ট করে অবশই জানাবেন।
আমি জোবায়ের পারভেজ হিমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।