মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ বা ছবি ফিরিয়ে আনুন মাত্র ৫ মিনিটে

Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

অনেক সময় দেখা যায় ভুলে অথবা সিক্রেট কোনো কারণে আমাদের মেসেঞ্জার এর চ্যাট ছবি অথবা ভিডিও ডিলিট হয়ে যায়। যেগুলো পরবর্তীতে অনেক বেশি প্রয়োজন হয়ে পরে। চিন্তা করার কোনো দরকার নাই। এখন থেকে আপনি চাইলে ডিলিট হওয়া সেই মেসেজ চ্যাট ছবি অথবা ভিডিও খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

কিভাবে মেসেজ গুলো ফিরিয়ে আনবেন সেটা দেখানোর আগে আপনাদের সুবিধার জন্য বলে রাখি আমি কাজটা সম্পন্ন করার জন্য ব্রাউসার থেকে ফেইসবুকটা ব্যবহার করবো। আপনারা চাইলে আপনাদের মোবাইলে থাকা ফেইসবুক সফটওয়্যারটা ব্যবহার করেও কাজটা করতে পারেন। তবে আমার দেখানো প্রসেস এর সাথে কিছুটা পার্থক্য থাকবে। যখন কোন কিছু পার্থক্য থাকবে তখন আমি আপনাদেরকে সেটা বলে দিবো।

প্রথমেই আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে ফেইসবুকটা ওপেন করুন।

ফেইসবুক থেকে ছবিতে দেখানো নিয়মে সেটিংস অপসন এ যান।

এখানে প্রথমে Your Facebook Information এ ক্লিক করুন। তারপর Download your information অপশনে ক্লিক করুন। যারা মোবাইল থেকে কাজটা করতেছেন তাদের জন্য বলে রাখি আপনার সেটিংস এ যাওয়ার পরে সরাসরি Download your information এই অপসনটা পাবেন। সেখানে ক্লিক করে পরের অংশটা চালিয়ে যান।

কিছুটা নিচে আসলে Request Copy নাম এ একটি অংশ দেখতে পাবেন। সেখানে প্রথমে লেখা আছে Date range। এই লেখার নিচে থাকা বক্সে ক্লিক করুন। তারপর সামনে একটি ক্যালেন্ডার ওপেন হবে এখানে আপনাকে বলে দিতে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মেসেজ এর রিকভারি করতে চান। সেটি সঠিক ভাবে সিলেক্ট করে update বাটনে ক্লিক করুন। বাকি সেটিং গুলো যেভাবে আছে সেভাবে থাকবে। আরেকটু নিচে আসলে আপনি অনেক অপসন দেখতে পাবেন যেগুলোর তথ্য আপনি ডাউনলোড করতে পারবেন। আমাদের যেহেতু এত গুলোর দরকার নাই তাই Deselect all বাটনে ক্লিক করবো। তারপর Messages অপশনের পাশে থাকা বক্সে ঠিক দিবো। সব কিছু ঠিক থাকলে উপরে থাকা Create File বাটনে ক্লিক করুন।

আপনাদের সামনে এই রকম একটি মেসেজ আসবে। এর মানে হচ্ছে আপনি যে রিকোয়েস্টটা করেছেন সেটা তারা পর্যালোচনা করতেছে। এখানে কিছুটা সময় নিবে। পর্যালোচনা সম্পন্ন হলে দেখবেন মেসেজটা চলে গেছে। তারপর Request Copy এর পাশে থাকা Available Copies এর সাথে একটা 1 লেখা আছে। Available Copies ট্যাবে ক্লিক করুন।

এখন আপনি চাইলে আপনার মেসেজ গুলো ডাউনলোড করতে পারেন। তার জন্য Download বাটনে ক্লিক করুন।

download বাটনে ক্লিক করার পরে যদি উপরের মতো কোনো উইন্ডো আসে তাহলে সেখানে আপনি আপনার ফেইসবুক এর পাসওয়ার্ডটি দিয়ে Submit বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ফাইল গুলো ডাউনলোড হবে zip ফাইল আকারে। zip ফাইল কি আশাকরি সবাই জানেন। আর যারা জানেন না তাদের জন্য বলতেছি zip একটি ফাইল এর ফরমেট। বলতে পারেন ইমেজ এর যেমন png jpeg ফরমেট রয়েছে সেইরকম একটি ফরমেট। আপনি কম্পিউটার ব্যবহার করলে ফাইল গুলো ওপেন করতে কোনো প্রকার সমস্যা হবে না। আপনি যদি মোবাইল ব্যবহার করেন তাহলে সমস্যা হলেও হতে পারে। যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে প্লে স্টোরে থেকে rar নামে একটা সফটওয়্যার রয়েছে সেটা ইনস্টল করে নিন। তারপর সেই সফটওয়্যার এ প্রবেশ করে zip ফাইল ওপেন করুন।

ওপেন করার পরে আমার বলা নিয়মে ফোল্ডার গুলোতে প্রবেশ করুন। messeges -> inbox -> এখানে আপনার ফ্রেন্ডদের নাম অনুযায়ী ফোল্ডার থাকবে সেখান থেকে যার মেসেজ দেখতে চাচ্ছেন তার নামের ফোল্ডারে প্রবেশ করুন -> এখানে message_1 নাম একটি ফাইল থাকবে সেখানে ক্লিক করে ফাইলটা ওপেন করুন। তাহলে আপনি তার সাথে করা মেসেজ গুলো সুন্দর ভাবে দেখতে পাবেন।

এভাবেই সহজে আপনি ডিলিট হয়ে যাওয়া মেসেজ গুলো ফিরিয়ে আনতে পারবেন। আর যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্ট করে জানান। আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ।

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস