আজকাল আমাদের সবারই প্রায় ফেসবুক অ্যাকাউন্ট আছে, অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কেউ হ্যাক করে ফেলে, কিংবা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।
এজন্য ফেসবুকে নিরাপত্তা ব্যবস্থা জোরালো ভাবে নিশ্চিত করা প্রয়োজন।
এজন্য ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অ্যাথেনটিকেশন চালু করলে অ্যাকাউন্টটি আর হ্যাক করা যাবেনা, কারণ এই সেবাটি চালু করলে কেউ যদি আপনার অ্যাকাউন্টে লগইন করতে চেষ্টা করে, কিংবা সে যদি আপনার আইডির ইমেইল ও পাসওয়ার্ড জেনেও থাকে তবুও আইডিতে লগইন করতে পারবেনা।
কারণ টু ফ্যাক্টর অ্যাথেনটিকেশন চালু করলে লগইন করার সময় ৬ সংখ্যার একটি কোড এর প্রয়োজন হয়, সেটা যে নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অ্যাথেনটিকেশন চালু করবেন সেই নাম্বারে মেসেজের মাধ্যমে আসে।
এবার আসি কীভাবে এই সেবাটি চালু করবেন?
টু ফ্যাক্টর অ্যাথেনটিকেশন চালু করার জন্য আপনার ফেসবুক প্রোফাইল থেকে Settings and privacy অপশনটিতে প্রবেশ করতে হবে, এরপর আবার Settings এ প্রবেশ করতে হবে, এরপর Security and login এ প্রবেশ করলে দেখবেন যে Two Factor Authentication নামে একটি অপশন আছে, সেখানে প্রবেশ করে আপনার মোবাইল নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অ্যাথেনটিকেশন চালু করতে পারবেন।
এরপর আপনার আইডি নিরাপদ থাকবে,
এই লেখাটি পড়ে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটি দেখতে পারেন, আশাকরি এরপর আর কোনো সমস্যা হবে না।
আমি মহিউদ্দিন রমজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।