ফেসবুক প্রোফাইলে ফলো বাটন যুক্ত করবেন যেভাবে

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা আশাকরি সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই দেখে থাকেন, অনেক সেলিব্রিটিদের ফেসবুক প্রোফাইলে Add friend এর পরিবর্তে follow বাটন। এটি কি শুধু সেলিব্রিটিদের জন্যই?

না বন্ধুরা। এটি চাইলে যে কেউ যুক্ত করতে পারে। আপনিও চাইলে আপনার ফেসবুক প্রোফাইলে follow বাটন যুক্ত করতে পারেন। এতে করে কেউ চাইলেই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। আপনাকে ফলো করেই তাকে সন্তুষ্ট থাকতে হবে। এটি আপনি কিভাবে করবেন, সেটিই দেখাবো আজকের এই টিউনে। জানতে হলে সম্পূর্ণ টিউনটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

এটি আমি দেখাবো ফেসবুক অ্যাপ এর মাধ্যম। এজন্য আপনাকে প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ টি মোবাইল এ ইন্সটল করে নিতে হবে।

১. এবার প্রথমে চলে যান ফেসবুক অ্যাপে। এরপর উপরের মেন্যু বার থেকে setting এ।

facebook setting

২. এবার একটু নিচে আসার পর এখানে Privacy setting পেয়ে যাবেন। আপনি এখানে ক্লিক করুন।

setting

৩. এরপর এখান থেকে খুঁজে নিন Who can send friend request এবং এখানে ক্লিক করুন।

privacy setting

৪. আপনার এখানে Everyone দেখা থাকবে। আপনি এখানে Friend of Friend করে দিন। তারপর পিছনে আবার মূল setting এ চলে আসুন।

who can send friend request

৫. ফেসবুকের মূল সেটিং এ চলে আসার পর এখান থেকে আবার Public post এ চলে যান।

Main setting

৬. এরপর এখানকার সবগুলো public করে দিন। এখানে কয়েকটি অটোমেটিক public করা থাকবে। শুধু নিচের একটি friends করে দেওয়া থাকতে পারে। আপনি এটিও public করে দিন।

৭. এবার আপনার কাজ শেষ। এখন আপনি back এ চলে আসুন এবং আপনার প্রোফাইলে চলে যান।

public post

৮. এবার আপনার প্রোফাইলে three dot আইকনে ক্লিক করে View As এ ক্লিক করুন।

facebook profile follow check

৯. তাহলেই আপনি নিচের মতো আপনার প্রোফাইলে follow বাটন দেখতে পাবেন। এখন কেউ চাইলেও আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। তাকে আপনাকে ফলো করেই সন্তুষ্ট থাকতে হবে।

facebook follow button proved

আপনি আবার চাইলে যেকোন সময় এই ফলো বাটন রিমুভ করে আবার Add friend যুক্ত করে দিতে পারেন। Add friend যুক্ত করার জন্য আবার আপনাকে চলে যেতে হবে ফেসবুক সেটিং এ।

১. তারপর privacy setting এর Who can send you friend request এ গিয়ে friend of friend থেকে everyone করে দিন।

২. এরপর Public Post এ গিয়ে Public Profile Info থেকে Public থেকে Friends করে দিন। তাহলেই আপনার কাজ শেষ। এবার আপনি আপনার ফেসবুক প্রোফাইল রিফ্রেশ দিয়ে দেখুন, আবার আগের মতো Add friend অপশন যুক্ত হয়ে গিয়েছে। এখন চাইলে যে কেউ আবার আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে।

facebook public post setting

বন্ধুরা এই ছিল ফেসবুক প্রোফাইলে ফলো বাটন যুক্ত করার ছোট্ট একটি টিউন। আশাকরি টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন শেয়ার করে সাবমিট করা হয়নি। টিউন শেয়ার করে সাবমিট করুন।