আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবার আপনাদের জন্য নতুন একটি টিউন নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। ফেসবুক আমাদের সকল এক্টিভিটি রেকর্ড করে আপনি জানেন কি? এটি কিভাবে বন্ধ করবেন দেখুন? নিচের ইসকিনশট ফলো করুন!
থ্রি ডটে ক্লিক করুন
সেটিংস এ ক্লিক করুন
ফেসবুক ইনফরমেশন এর অফ ফেসবুক এক্টিভিটি তে ক্লিক করুন
ম্যানেজ ইয়োর ওফ ফেসবুক এক্টিভিটি তে ক্লিক করুন
মেনেজ ফিউচার এক্টিভিটি তে ক্লিক করুন
যেখানে দেখানো হচ্ছে এখানে যাবেন
এটাতে ক্লিক করুন
টার্ন অফ করে দিলেই কাজ শেষ।
সারকথাঃ বর্তমানে সোশাল নেটওয়ার্ক এর জনপ্রিয় সাইট গুলোর মধ্যে ফেসবুক অন্যতম। এর প্রতিষ্ঠাতা মার্ক যুকারবার্গ সহ তার কিছু বন্ধু। তরা যখন ফেসবুক আবিষ্কার করেন তখন তারা কলেজ ছাত্র ছিলেন। বর্তমানে বাংলাদেশে এর জনপ্রিয়তা বেশ বাড়ছেই। আমরা ফেসবুক ব্যবহার করছি কিন্তু এর গোপন বিষয় গুলো জানছি না। সেগুলির মধ্যে একটি সম্পর্কে আজ আমরা জানলাম সেটি হলো ফেসবুকের ফিউচার এক্টিভিটি। এটির মাধ্যমে ফেসবুক কতৃপক্ষ আপনার সব কার্যকলাপ রেকর্ড করছে। আপনি কোথায় কি করছন সব তারা সংরক্ষণ করে রাখছে। ফলে আপনার গোপনীয়তা রক্ষা হচ্চে না। এটি চলতে থাকলে আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তার মধ্যে কিছু হলো আপনি যদি ফেসবুকে কোনো টিউন বা টিউমেন্ট করেন। তা যদি ফেসবুক স্টান্ডার এর বিরুদ্ধে যায় তাহলে আপনার আইডি ওরা ডিজেবল করে দিবে। আবার দেশের বিরুদ্ধে বা কোনো অমত পোষন এর বিরুদ্ধে যায় তবে আপনি সমস্যায় পড়তে পারেন।
যেভাবে আপনার ফেসবুকে নিরাপদ ফেসবুকিং করবেনঃ ফেসবুকে সবসময় দেশ বিরোধী, ধর্মবিরোধী টিউন থেকে বিরত থাকুন। আপনি কোনো টিউন করলে তাতে বাচ্চা, রক্তমাখা ছবি, কোনো সুপার স্টার বা পশুপাখির ছবি দিবেন না। এতে রিপোর্ট করলে আপনার আইডি ডিজেবল হতে পারে। আপনার প্রোফাইল এর নাম স্টাইলিশ থেকে বিরত থাকুন। নিজের রিয়েল নামই দিবেন। আবার প্রোফাইল ছবিতেও নিজের ছবি দিবেন। কোনো মিথ্যা খবর লিখবেন না বা লাইক টিউমেন্ট করবেন না। প্রোফাইল এ বেশি টিউন শেয়ার থেকে বিরত থাকুন। অতিরিক্ত লিংক যুক্ত টিউন করবেন না বা শেয়ার করবেন না। আপনার প্রোফাইল ব্যবহার করে কাউকে গালাগালি বা হুমকি দিবেন না।
যেভাবে আপনার একাউন্ট এর সিকিউরিটি দিবেনঃ আপনার প্রোফাইল লক করে রাখুন। আপনার টাইমলাইন ট্যাগ বন্ধ রাখুন। আপনার জিমেইল, মোবাইল নাম্বার, জন্ম তারিখ এগুলো সব হাইড করে রাখুন। আপনার আইডির এক্সেস বন্ধ রাখুন। আপনার আইডিতে টু স্টেপ ভেরিফিকেষন চালু রাখুন। আপনার আইডির সবকিছু অনলিমি করে রাখবেন। প্রোফাইল পিকচারে গার্ড চালু রাখুন। ভিডিও অটো প্লে বন্ধ রাখুন।
আজকের টিউন এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। করও বুজতে সমস্যা হলে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আশা করি সবার বেশ উপকারেই আসবে পোষ্টটি। নিজে কপিরাইট এড়িয়ে চলুন এবং অন্যকে এড়িয়ে চলতে উপদেশ দিন। পরবর্তী টিউনের জন্য অপেক্ষা করুন এবং আমার টিউনার পেজের সাথেই থাকুন আল্লাহাফেজ।
আমি আরাফাত আরজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।
Every soul will taste death, and you will only be given your [full] compensation on the Day of Resurrection. So he who is drawn away from the Fire and admitted to Paradise has attained [his desire]. And what is the life of this world except the enjoyment of delusion.
Great