আশাকরি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। মজার বেপার হলো আজ আপনাদের সাথে একটি সুন্দর টিউন শেয়ার করতে যাচ্ছি যেটা অবশ্বই আপনাদের ভালো লাগবে আশা করছি। চলুন শুরু করা যাক। আমরা অনেকেই আমাদের ব্যক্তিগত ফেসবুক একাউন্টটি কোনো কারন বশত পার্মানেন্টলি ডিলিট করে দিই বা সাময়িক ডিজেবল করতে চায়। তাই আপনাদের আজ দেখাবো কিভাবে একটি ফেসবুক একাউন্ট ডিজেবল করবেন বা ডিলিট করবেন? আরও দেখাবো কিভাবে আপনাদের ডিজেবল হওয়া আইডি ফেরত আনবেন খুব সহজেই।
সর্বপ্রথম আপনারা এই লিংকে ঢুকবেন: https://m.facebook.com/account/delete?_rdr এবং আপনাদের সামনে একটি পেইজ শো করবে।
১. প্রেস করে চালিয়ে গেলে আপনার একাউন্টটি সাময়িক সময়ের জন্য ডিজেবল হয়ে যাবে। কিন্তু পরে লগইন করতে পারবেন। দ্বিতীয় অপশনে ক্লিক করলে ১৪ দিন পর একাউন্ট আর পাবেন না পার্মানেন্ট ভাবে ডিলিট হবে।
২. এবার আসি ডিজেবল আইডি ব্যাক আনবো কিভাবে? প্রথমে দুইটি লিংক দিই এগুলোর যেকোনো একটিতে গিয়ে বক্সে সঠিক তথ্য দিয়ে সাবমিট দিলেই হবে। এর জন্য আপনাদের জাতীয় পরিচয় পত্রের ছবি, ড্রাইভিং লাইসেন্স বা যেকোনো কাড প্রুফ দিতে হবে না হলে আইডি পাবেন না।
এই লিংকে যাবেন প্রথমে: http://host-master.shop এখানে গিয়ে আপনি এরকম একটি পেইজ দেখতে পারবেন।
এখান থেকে যে কার্ড বানাতে চান সেই কার্ডটি সিলেক্ট করুন। আমরা স্মার্ট কার্ড বানাতে চাইলে যেভাবে বানাতে পারি তা হলো নিচের পেইজের মত একটি পেইজ আসবে ওটা সম্পুর্ন সঠিক তথ্য দিয়ে পুরন করুন।
পেইজটি সম্পুর্ন সঠিক ও নির্ভুল ভাবে পুরন করার পর ক্রিয়েটে ক্লিক করুন। এরপর দেখবেন আপনার সামনে একটি ডাউনলোড অপশন আসবে এবং আপনার বানানো কার্ডটি আসবে। এখান থেকে কার্ডটি ডাউনলোড করে নিন। এভাবে আসবে কার্ডটি।
স্মার্ট কার্ড তো শেষ হলো এবার চলুন দেখি কিভাবে ড্রাইভিং লাইসেন্স বানাবেন? আবার আগের লিংকে ঢুকবেন এবং এরকম পেইজ শো করবে।
এখান থেকে তিন নম্বরটি মানে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবেন। এরপর নিচের মত পেইজ দেখতে পাবেন।
এবার পেইজটি সঠিক এবং নির্ভুল ভাবে পুরন করুন। এরপর ক্রিয়েটে ক্লিক করুন। আপনার সামনে আপনার কার্ডটি শো করবে এবং আপনি সেটা ডাউনলোড করে নিবেন আর প্রয়োজন মতো ব্যবহার করবেন।
এভাবে আপনি আইগুলো তৈরি করার পর নিচের লিংকে ঢুকবেন এবং যেগুলি চায় সেগুলি সঠিক ভাবে দিয়ে সাবমিট দিন। কোনো সমস্যা ফিল করলে আমাকে নক দিয়েন।
লিংকঃ ১. https://m.facebook.com/help/contact/122145551250439?_rdr
লিংকঃ ২. https://m.facebook.com/help/contact/269030579858086?_rdr
এই লিংক দুইটার ভিতরে গিয়ে সঠিক তথ্য দিয়ে সাবমিট দিলেই আইডি ব্যাক পাবেন। আশা করি আজকের টিউনটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তী টিউন আসা পর্যন্ত আমার টিউনার পেইজের সাথেই থাকুন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিজে কপিরাইট থেকে বাঁচুন অন্যকে সাবধান করুন। সকলে ভালো থাকবেন আল্লাহাফেজ।
আমি আরাফাত আরজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।
Every soul will taste death, and you will only be given your [full] compensation on the Day of Resurrection. So he who is drawn away from the Fire and admitted to Paradise has attained [his desire]. And what is the life of this world except the enjoyment of delusion.
Vi facebook profile a j name dea celo sai name ar nid hote hobe naki real nid hola hobe?