পৃথিবীর সব থেকে ধনী মানুষ হতে চান কিন্তু আপনি সময় অতিবাহিত করছেন কি সঠিক পথে? কখনো কি শুনেছেন এই উক্তিটি “একজন ভাল শিক্ষার্থীই একজন ভাল উপার্জনকারী হয়?” আপনি যতই পড়েন ততই শিখেন এবং আপনার অভিজ্ঞতার পাল্লা বাড়তে থাকে। কিছু বই আমাদের জীবনকে পাল্টে দেয় আর কিছু বই দেখা যায় কোনো কাজেই আসছে না।
বেশি পড়েন কিংবা কম পড়েন যাই হোক না কেন পড়ে যেন আপনার জীবনে পরিবর্তন আসে আর তা যেন আপনাকে উন্নতির পথে নিয়ে যায় সেজন্য অবশ্যই কিছু বই আপনি পড়তে পারেন যে বইগুলো বিল গেটস পড়তে আপনাকে প্রস্তাব করছেন. তো আমরা কথা বলছিলাম বিল গেটস সম্পর্কে। তিনি একজন উদ্ভাবক, মানবপ্রেমিক এবং বইয়ের পোকা। বিল গেটস; অতি পরিচিত একটি নাম যিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।
তিনি তার ব্লগে সময়ের সাথে তাল মিলিয়ে পড়ার জন্য কিছু বই দেন সব সময়। আর এই গ্রীষ্মেও তিনি ৭টি বই দিয়েছেন। গ্রীষ্মে এই বইগুলো তার ব্লগে দেওয়ার নিশ্চয় কিছু কারণ ও যুক্তি আছে। আপনিও দেখে নিন বইগুলো তাপমাত্রার সাথে কতটুকু সামঞ্জস্যতা বজায় রাখছে আর আপনাকে কতটুকু আনন্দ দিতে পারে।
আমি আজিজুল হাকিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।