কিভাবে আপনি ফেসবুকের সব কিছু ব্যাকআপ করে নিবেন?

কিভাবে আপনি ফেসবুকের সব কিছু ব্যাকআপ করে নিবেন?

হ্যালো বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন।
আমাদের আজকের টপিকটি হচ্ছে কিভাবে আপনি ফেসবুকের সব কিছু ব্যাকআপ করে নিবেন?

ফেসবুকের ব্যাকআপ বলতে এখানে আমি বোঝাচ্ছি, ফেসবুকের ফটো, বা ভিডিও অর্থাৎ আপনি যে ফোটো ও ভিডিও গুলো ছেড়েছেন, সেগুলো ব্যাকআপ করে নিতে পারবেন। এছাড়া আপনি আরো অনেক কিছু ব্যাকআপ করে নিতে পারবেন, যেমন-মেসেজ ব্যাকআপ, আপনি যে মেসেজগুলো করেছেন, সেগুলোর ব্যাকআপ করে নিতে পারবেন।

এছাড়া বলতে চাই, ফেসবুকে আপনি যা যা করেছেন, আপনি প্রায় সবগুলোর ব্যাকআপ করে নিতে পারবেন। আজকের এই টিউনে আমি আপনাকে সেটাই দেখাবো। তো বন্ধুরা আপনারা এই টিউন টি অত্যন্ত মনোযোগ সহকারে পড়বেন, তাহলে বিষয়টি পুরোপুরি বুঝতে পারবেন।

এখানে আমি আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে দিব কিভাবে কি করতে হবে।

ধাপ ১
প্রথমেই আপনি চলে যাবেন ফেসবুকে। তারপর সেখানে লগইন করবেন। আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন।

ধাপ ২
এরপর আপনাকে যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর দেখতে পাবেন একটি অপশন Your Facebook Information. এখানে আপনাকে ক্লিক করতে হবে।

ধাপ ৩
তারপর আপনি একটি অপশন দেখতে পাবেন, Download Your Information, সেখানে View তে ক্লিক করবেন।

তো বন্ধুরা আপনাকে বলতে চাই, এখানে আপনি চাইলেই কিন্তু আপনারা সব কিছুই ব্যাকআপ করতে পারেন  এখানে আপনি সব ধরনের অপশন গুলো পাবেন। এগুলো হচ্ছে আপনার একটিভিটি যা আপনি চাইলেই ব্যাকআপ করে নিতে পারবেন।

যেমন-

Post
Photos and Videos
Comments
Likes and Reactions
Friends
Stories
Following and Followers
Messages
Groups
Pages
Events
Profile Information
Marketplace
Payment History
Saved items and Collections
Your Places
Apps and Websites
Portal
Other activity ইত্যাদি

এগুলো ছাড়াও আপনি Search History, Location, About You, Security and Login Information ইত্যাদি ব্যাকআপ নিতে পারবেন। অর্থাৎ আপনি যা যা ব্যাকআপ নিতে চান, তা সবগুলোই আপনি এখানে পাবেন। আপনি আজ পর্যন্ত ফেসবুকে যা যা করেছেন, তার সবকিছু চাইলেই ব্যাকআপ নিতে পারবেন।

ব্যাকআপ নেওয়াটা খুবই সহজ বন্ধুরা। আপনারা খুব সহজেই ব্যাকআপ নিতে পারবেন। আপনি চাইলে তারিখটাও পরিবর্তন করতে পারেন। মানে হলো আপনি কোন তারিখে কি কি করেছিলেন, সেগুলোর লিস্ট আপনার কাছে চলে আসবে। আর আপনি খুব সহজেই সেগুলো ব্যাকআপ নিতে পারবেন। এছাড়াও রয়েছে আপনি কোন ফরমেটে সেগুলো ডাউনলোড করতে চান, সেই অপশন আছে এবং আপনি চাইলেই সেগুলো বিভিন্ন কোয়ালিটি অনুসারে ডাউনলোড করতে পারবেন।

কিভাবে ব্যাকআপ নিবেন?
আপনি যদি চান, তাহলে সব কিছুই ব্যাকআপ নিতে পারবেন। কিন্তু আপনি যদি কিছু নির্দিষ্ট ফাইল ব্যাকআপ নিতে চান, তাহলে সেগুলো আপনাকে Manually Select করতে হবে।

এখন আপনাকে যা করতে হবেঃ
আমি এখানে মনে করেন Photos and Videos ব্যাকআপ নিতে চাই, তাহলে আমি এটা সিলেক্ট করবো তারপর Create File ক্লিক করবো। তারপর আপনার সামনে একটি মেসেজ আসবে, সেখানে আপনাকে বলা হবে যে আপনার ফাইলটি তৈরি হতে কিছু সময় লাগবে। যখন আপনার ফাইল রেডি হবে, তখন আপনার ফাইলটি আপনি ডাউনলোড করতে সক্ষম হবেন।

ব্যাকআপ ফাইল ডাউনলোড করবেন কিভাবে?
যখন আপনার ফাইল ডাউনলোড করার জন্য রেডি হয়ে যাবে, তখন আপনাকে Available Copies এ ক্লিক করতে হবে। সেখানে গিয়ে আপনি আপনার ফাইল ডাউনলোড করতে পারবেন।

অনেক সময় আপনার ফাইলটি Pending অবস্থায় থাকতে পারে, চিন্তার কোনো কারন নাই, আপনার ফাইলটি যখন রেডি হয়ে যাবে, তখন আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন।

নিচের ভিডিওটি দেখুন আশা করি আপনার কোন ধরনের সমস্যা হবে নাঃ

https://www.youtube.com/watch?v=szW8KVX7RkQ

তো বন্ধুরা এই ভাবে আপনারা ফেসবুক থেকে যেকোনো কিছু ব্যাকআপ করে নিতে পারবেন। যদি এই সম্পূর্ণ পোস্টটি আপনার কোনো উপকারে আসে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের পোস্টটি কেমন হয়েছে তা জানাবেন। ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি প্রতাপ বর্মন। , Student, Mymensingh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a part-time blogger and a YouTuber. I love to write about anything related to technology. You can visit my website https://www.spytechy.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস