আপনি কি জানেন সাইবার স্টকিং কী? (ফেসবুক হ্যাকিং)
ব্যস্ত সময়ে ভার্চুয়াল সম্পর্কই এখন যোগাযোগের অন্যতম সেতু। ফেসবুক সহ বিভিন্ন সোস্যাল নেটওয়ার্কে বাড়ছে বন্ধুর
সংখ্যা। বাড়ছে বিপদও। এই ফেসবুককে কাজে লাগিয়েই আপনার ওপর গোপন নজরদারি চালানোর প্রযুক্তি বের করে
ফেলেছে আপনারই অচেনা বন্ধুটি। ধরুন ফেসবুকে একটা সেলফি টিউন করেছেন। অজানা বন্ধুর থেকে
মেসেজ এল, লাল টুপিটা দারুন হয়েছে আপনিও মনে মনে খুশি হলেন, কিন্তু পরের মেসেজটা দেখেই চোখ কপালে ওঠার
জোগাড়। শিরদাঁড়া বেয়ে নেমে গেল ঠান্ডা স্রোত। মেসেজে
লেখা, নিক্কো পার্কে কী করছ? এখানেই অবাক হওয়ার পালা।
সেলফিতে তো আপনি কোথায় আছেন তা একবারও কোথায় বলেন নি। যে আপনাকে মেসেজ পাঠিয়েছে তার সঙ্গেও আপনার কোনও দিন দেখা হয়নি। তাহলে আপনি কোথায় আছেন কী করে জানতে পারল ফেসবুকের অজানা বন্ধু? তাহলে কি ফেসবুকের এই বন্ধু আপনাকে ফলো করছে? আপনি কোথায় আছেন তাও সে জানতে পেরে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে? ফেসবুকে নজরদারি চালানোর এই ঘটনাকেই সাইবার বিশেষজ্ঞরা বলছেন সাইবার
স্টকিং। সাইবার স্টকিং কী? সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সাইবার বিশেষজ্ঞরা বলছেন, নয়া প্রযুক্তি কাজে লাগিয়ে আপনার পিছু নিতে পারে ফেসবুক হ্যাকাররা ফেসবুকে ভিউ টু অল অপশন অবিলম্বে বন্ধ করুন। সাইবার স্টকিং অপরাধ।
আইপিসি
৩৫৪ ডি ধারায় সাইবার স্টকিং বা পিছু নেওয়া শাস্তিযোগ্য
অপরাধ। ফেসবুক, ইন্সট্রাগ্রামে মেয়েদের প্রোফাইলে অযাচিত
টিউমেন্ট করাও এই আইনের আওতায় পড়ে। কী করবেন? স্থানীয় থানা বা লালবাজারের সাইবার পুলিস স্টেশনে ফোন করুন। পুলিস দ্রুত ব্যবস্থা নেবে। তাই চোখ কান খোলা রাখুন।
বাংলালিংক বন্ধ সিমে ৪৯ টাকায় ৫ জিবি এবং ৩ মাস ফেসবুক ফ্রি
ভাল লাগলে আমাদের সাইটে ঘুরে আসবেন http://www.mohinbd24.com
আমাদের ফেসবুক পেজ
আমি মোঃ মহিন উদ্দিন। Content creator, Blogger, Patuakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু জানতে এবং কিছু জানাতে ☺ আমার পোস্ট গুলো আপনার ভাল লাগলে আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন - www.mohinbd24.com