ফেসবুকের Post মুছে ফেলতে নতুন আইন জারি!

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম!

অবৈধ টিউন সরিয়ে ফেলার জন্য ফেসবুক কিংবা এ ধরনের অন্যান্য অ্যাপ ও ওয়েবসাইটকে নির্দেশ দেওয়া যাবে মর্মে গতকাল বৃহস্পতিবার আইন জারি করেছেন ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত। শুনানিতে আরও জানানো হয়, ব্যবহারকারীরা সব টিউন রিপোর্ট করবে, সে অপেক্ষায় না থেকে বরং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর উচিত নিজ উদ্যোগে অবৈধ টিউন খুঁজে তা মুছে ফেলা। এদিকে ফেসবুক বলছে, এই নির্দেশ বাক্স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে। প্রতিষ্ঠানটি এই শুনানির বিপক্ষে আবেদন করতে পারবে না।

মামলাটি কী নিয়ে?
অস্ট্রেলীয় রাজনীতিবিদ ইভা গ্লয়িশনিগ-পিয়েশ্চেক সম্পর্কে ফেসবুকে এক অবমাননাকর টিউন নিয়ে এই মামলার সূচনা। অস্ট্রেলিয়ার আদালত থেকে বলা হয়েছে, ওই টিউন তাঁর সুনাম ক্ষুণ্ন করেছে। ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী ব্যবহারকারীর অবৈধ টিউন যতক্ষণ না পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের গোচরে আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের দায়ী করা যাবে না। আর গোচরে এলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলতে হবে।
শুনানির গুরুত্বপূর্ণ তিনটি দিক হলো—
ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ যদি এমন কোনো টিউন খুঁজে পায়, যা ওই দেশের আদালতের নিয়ম অনুযায়ী অবৈধ, তবে ওই ওয়েবসাইট বা অ্যাপকে তা সরিয়ে ফেলার নির্দেশ দিতে পারবে।
কোনো অবৈধ টিউনের একই বার্তার অন্যান্য টিউন সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া যাবে।
গোটা বিশ্ব থেকেই সে অবৈধ টিউন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া যাবে, যদি সে দেশের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় চুক্তি থেকে থাকে।
সূত্র: বিবিসি

টিউনটি পড়ার জন্য জাকাল্লহ্!

এটা আমার প্রথম টিউন ছিলো।

সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করার সুযোগ পাই!

 

Level 1

আমি আহমেদ আরিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

You are your most trusted friend in your life.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস