আজ খুবই গুরুত্তপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো। যোগাযোগের একটি অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক। এখনকার এই তথ্য প্রযুক্তির দুনিয়ায় ফেসবুক নাম শুনেনি বা চালায় না এমন লোক খুঁজে পাওয়া যাবে কিনা মনে হয় না। ছোট বড় সবাই ফেসবুকের সাথে যুক্ত। তবে একটা সমস্যা হচ্ছে আমাদের একাউন্ট অনেক সময় হ্যাক হয়ে যায় যার ফলে আমাদের পরতে হয় বিভিন্ন সমস্যা। একটা একাউন্টে আমাদের অনেক পার্সোনাল ডকুমেন্টস থাকতে পারে। তো আজ আপনাদের বলবো কিভাবে হ্যাক হয় ফেসবুক এবং কি করলে হ্যাক থেকে আপনার একাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন।
কালের পরিবর্তনের সাথে সাথে ফেসবুকও অনেক এডভান্সড যে কারনে এখন আর আগের মত যে কারো আইডি হ্যাক করা সম্ভব হয়ে ওঠে না। আর যদিও কারো একাউন্ট হ্যাক হয় সেটা তার নিজের ভুলের কারনেই। যেমন নরমাল পাসোয়ার্ড ইউজ করা বা নিজের নাম বা নাম্বার দিয়েই পাসোয়ার্ড দেয়া৷ আরেকটা বেপার হচ্ছে আপনার জন্ম তারিখ ও সাল৷ আইডি হ্যাক এর জন্য এটি একটি গুরুত্ত্বপূর্ণ ভুমিকা পালন করে। আপনার জন্ম সাল এবং তারিখ মাস যদি পাবলিক করা থাকে তাহলে আপনার নাম দিয়ে হ্যাকার একটি ফ্যাক ডকুমেন্টস বানিয়ে আপনার আইডিটি হ্যাক করে নিতে পারে আর এটিই এখন প্রচলিত আছে।
তো চলুন এবার দেখি কি করলে হ্যাক থেকে আইডি রক্ষা করতে পারবেন?
©পাসোয়ার্ড - আপনার আইডির পাসোয়ার্ড নাম্বার নাম এবং কোন স্যম্বল ইউজ করুন যেমন Techtunes2748$&
এই সব পাসোয়ার্ড হ্যাক করা সম্ভন না৷
© এবার আসি জন্ম তারিখ ও সাল।
আপনার আইডি থেকে জন্ম তারিখ ও সাল অনলি মি করে রাখুন এতে করে কেও আপনার নাম দিয়ে ফেইক আইডি কার্ড বা কোন ডকুমেন্টস বানাতে পারবে না।
এখন অনেকেই বলতে পারেন ভাই আমার সব কিছুই ঠিক তারপরেও কিভাবে হ্যাক হল?
এখন কথা হচ্ছে ভিকটিম আপনার আইডি হ্যাক করার জন্য অবশ্যই নজর রাখবে৷ খেয়াল করুন প্রতি বছর আপনার জন্মদিনে আপনার বয়স সহ সব কিছুই লিস্টের সবাই দেখতে পারে তখন আপনার অনলি মি করা জন্ম সাল ও অকেজো হয়ে গেলো। তাই প্রতি বছর জন্মদিনে সালটা পালটে দিবেন। তারিখ ও মাস যেহেতু একই রাখতে হবে শুধু জন্ম সালটা পালটে দিবেন তাহলে ভিকটিম আপনার জন্ম তারিখ ও মাস জানলেও কত সাল সেটা জানতে পারবে না। যাদের জন্ম সাল পালটানো যাচ্ছে না তারা টিউমেন্টে জানাবেন আমি পরের টিউনে দেখিয়ে দিব কিভাবে যত ইচ্ছা তত বার জন্ম সাল পরিবর্তন করা যায়।
পোস্টটি ভাল লাগলে সবাই আমার এই ছোট ওয়েবসাইটটি ঘুরে আসবেন আমার ওয়েবসাইট mohinbd24.com
আমি মোঃ মহিন উদ্দিন। Content creator, Blogger, Patuakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু জানতে এবং কিছু জানাতে ☺ আমার পোস্ট গুলো আপনার ভাল লাগলে আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন - www.mohinbd24.com