শত্রুর ছবি, ভিডিও ইত্যাদি ফেসবুক থেকে রিমুভ করেদিন

ফেসবুক কপিরাইট কি? অনেকের প্রশ্ন … 
উত্তরঃ ফেসবুক কপিরাইট হচ্ছে, , যদি আপনার কোন ফটো, ভিডিও বা ইত্যাদির কিছু আপনার পারমিশন ছাড়া চুরি করে তার প্রোফাইলে আপলোড করা হচ্ছে কপিরাইট।
বাংলা কথায় কারো কোন কিছু হুবহুব নকল করাই হচ্ছে কপিরাইট।
আজ যেহেতু কপিরাইট নিয়ে আলোচনা তাই এই টিউন টা মনোযোগ দিয়ে পড়বেন আশা করি। 

কপিরাইট

ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যাম। কিন্তু কিছু অসাধু লোক এর ফায়দা তুলে। তারা ভাবে তারাই কপিরাইট দিয়ে আপনার টিউন, , , উড়িয়ে দিয়ে ব্লক খাওয়াবে।
মনে রাখবেন এটা ভাচুর্য়াল জগৎ, , ,
এই জগৎ কে কত শক্তিশালী তা আপনি হয়তো জানেনা।

কেন আমি এই নিয়ে টিউন করতেছি।
আমি মনে করি আপনাদের কপিরাইট সম্পর্কে জানা উচিতে।
তবে আপনাদের কাছে রিকুয়েস্ট এই কপিরাইট দিয়ে কোন খারাপ কাজ হাসিল করার চেস্টা করবেন না।

কিভাবে কপিরাইট দেওয়া হয়

১. যদি দেখেন আপনার ছবি বা ভিডিও কোন আপনার পারমিশন ছাড়া কোথাও আপলোড করা হয়েছে।
তখন আপনাকে নিচের লিংক এ প্রবেশ করতে হবে।
copyright form

বাকি টিউটোরিয়াল গুলো ভিডিও থিকে দেখে নিন।

 

Level 1

আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস