শিশুদের জন্য লল অ্যাপের পরীক্ষা করছে ফেইসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক শিশুদের জন্য নতুন একটি অ্যাপ পরীক্ষা চালাচ্ছে।

লল’ বা এলওএল নামের অ্যাপটি দিয়ে ব্যবহারকারীরা ফেইসবুকে রসাত্মক মিম তৈরি করতে পারবে বলে জানিয়েছে ফেইসবুক

মাধ্যমটির এক মুখপাত্র লল অ্যাপ পরীক্ষার কথা প্রযুক্তি সাইট টেকক্র্যাঞ্চকে নিশ্চিত করেছেন।

যদিও কর্তৃপক্ষ খুব ছোট পরিসরে চালাচ্ছে। তবে এখনো ধারণাটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

নতুন ওই লল হাব হবে হাসির ভিডিও এবং জিফের মতো। যাতে ভিন্ন ভিন্ন শ্রেণীতে মিম ভাগ করা হয়েছে। যাতে থাকছে, আপনার জন্য, প্রাণী, ব্যর্থতা এবং তামাশার মতো বিষয়।

বর্তমানে স্কুলের ১০০ শীক্ষার্থীর কাছে প্রাইভেট বেটা হিসেবে চালু করা হয়েছে লল, ফেইসবুকের কর্মীদের সঙ্গে এটি পরীক্ষা করতে বাবা-মায়ের অনুমতিতে ফিচারটি প্রকাশ না করার চুক্তি স্বাক্ষর করেছেন তারা।

কিশোর-কিশোরীদের মধ্যে বেশি জনপ্রিয় ফেইসবুকের ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। এবার ফেইসবুকের এসব গ্রাহককে টানতে চাচ্ছে তারা।

এর আগেও ফেইসবুক ছোট ভিডিওর জন্য ‘ল্যাসো’ অ্যাপ আনলেও খুব একটা জনপ্রিয় করতে পারেনি।

নতুন অ্যাপ লল আলাদাভাবে আনবে নাকি ফেইসবুক অ্যাপে কোন ফিচার হিসেবে আনা হবে তা জানায়নি কর্তৃপক্ষ।

Level 2

আমি ওয়েব মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি রাকিব। ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস