খুঁজে পান আপনার যে কোন দরকারি আগের মেসেজ আজকে আমরা জানব Messenger এর একটা গোপন Tricks

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন

আমরা কম বেশি সবাই  Facebook  এর  Messenger  ব্যবহার করে থাকি। আজ আপনাদের জানাব মেসেঞ্জার এর একটি গোপন TRICK

ধরুন আপনি আপনার Facebook ID দিয়ে ৫ বছর আগে কাওকে কোন একটা কথা বলেছিলেন। কিংবা অনেক দিন আগে কেও আপনাকে মেসেঞ্জারে কোন কথা দিয়েছিল। এখন আপনাকে কথা দেওয়া ব্যক্তি তার সেই কথা টা অস্বীকার করতেছে। কিংবা আপনার সেই ৫ বছর আগের মেসেজ টা কোন কারন এ দরকার পড়ল।

এখন আপনি কি করবেন?

টেনে টেনে উপর এর দিকে উঠতে থাকবেন? যতক্ষণ না পর্যন্ত আপনার কাংক্ষিত মেসেজ টি পাচ্ছেন।
এত দিনে হয়ত আরো অনেক মেসেজ করা হয়ে গেছে  তার সাথে মেসেঞ্জার এ। আপনার মেসেজটি পাওয়া একদমই অস্বম্ভব হয়ে গিয়েছে।

এমন অবস্থায় আপনি কি করবেন?

এমন অবস্থা থেকে  বাচার জন্য মেসেঞ্জার বানিয়েছে এমন একটা সিস্টেম যাতে আপনি আপনার মেসেজটী অতি সহজেই পেতে পারেন।

কথা অনেক বাড়ালাম এবার কাজের কথায় আসা যাক

  1. প্রথমত আমরা মেসেঞ্জার এ লগিন করে নেব।
  2. তারপর উপরের যে Search  Option আছে সেই খানে Click করি।

  3. search Option টি তে এখন এমন একটা Word Type করি যেটি আপনার সেই দরকারি কথা গুলোর আশাকরি।
  4. তারপর আমরা দেখতে পাব যার যার সাথে Same Word টা ব্যবহার করে কথা বলা হয়েছে সবার প্রোফাইল Show  করতেছে
  5. যার মেসেজ টি আপনি খুজছেন তার আইডিটি বেছে নিয়ে ক্লিক করুন।
  6. তারপর আপনি আপনার Word টি বযাবহার করা সব গুলো মেসেজ পেয়ে যাবেন। আপনি শুধু অই মেসেজ গুলোই দেখতে পাবেন তখন যেগুলো তে সেই  Word টি ব্যবহার করা হয়েোরকারমেসেজ এর আসেপাশের অংশ দেখে চিনে নিন আপনার কোন মেসেজ  টি দরকার। তাড়পর সেই মেসেজটিতে ক্লিক করুন আর পেয়ে যান আপনার দরকারি প্রমান।

কারও বুঝতে সমস্যা হলে Picture Follow করুন।

ভাললাগলে Trick টি শেয়ার করতে ভুলবেন না। এবং যে কোন রকম বুঝতে সমস্যা হলে টিউমেন্ট এ জানান।

ধন্যবাদ

+_+

Level 2

আমি আল মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস