যারা হ্যাকিং পারেন তাদের কাছে হ্যাকিং বিষয়টি অনেক মজাদার একটি কাজ। ছোট ছোট বাচ্চাদের কম্পিউটার গেমস খেলতে যেমন ভালো লাগে, ঠিক তেমনি হ্যাকারদের কাছে হ্যাকিং বিষয়টিও এইরকমই মজাদার মনে হয়ে থাকে। আর ফেসবুক একাউন্ট হ্যাক হলে তো কোনো কথাই নেই! আজ আমি আপনাদের সামনে একটি অতি সহজ টিক্সস নিয়ে এলাম যেটি ফলো করলে আপনিও কোনো প্রকার এডভান্স হ্যাকিং দক্ষতা ছাড়াই আপনার বন্ধুর ফেসবুক পাসওর্য়াড হ্যাক করতে পারবেন। তবে এই টিউনটি শুধুমাত্র শিক্ষনীয় কাজের উদ্দেশ্যেই আমি করছি, এখানে আমি কাউকে অন্যের ফেসবুক একাউন্ট হ্যাকিং করতে উৎসাহ দিচ্ছি না। আর এই টিক্সসটি শুধুমাত্র “বিনোদনের” উদ্দেশ্যেই আপনাদের সামনে শেয়ার করা। এই পদ্ধতি সাইবার ক্যাফেতে ব্যবহার করেও মানুষ ফেসবুক একাউন্ট হ্যাক করতে পারে তাই নিজেরা সাবধান হবার জন্য এই পদ্ধতিটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, আশা করবো এই টিউনে দেখানো পদ্ধতিটি কোনো খারাপ কাজে আপনারা ব্যবহার করবেন না! উল্লেখ্য যে এই পদ্ধতিটি মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম ব্রাউজারে আমি পরীক্ষা করে দেখেছি, অনান্য ব্রাউজারে পদ্ধতি চলবে কিনা সেটা বলতে পারছিনা। তবে চলুন ভূমিকায় আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই:
অনেক সময় দেখা যায় যে আমাদের বন্ধুরা আমাদের পিসি / ল্যাপটপ ব্যবহার করে তাদের ফেসবুক একাউন্টে লগ ইন করে থাকে। এই পদ্ধতিটি শুধুমাত্র এইভাবে করতে হবে। ধরুণ আপনার বাসায় আপনার বন্ধু এসেছে, এবং আপনার বাসায় ব্রডব্যান্ড সংযোগ রয়েছে কিন্তু আপনার বন্ধুর বাসায় নেই, এবার আপনার বন্ধুটি আপনার পিসিতে বসে ফেসবুক চালাবে। এখন বন্ধুটিকে আপনার পিসিতে ফেসবুকে লগইন করার আগে আপনার কিছু কাজ করতে হবে। এগুলো হচ্ছে:
১) পিসি থেকে ব্রাউজার ওপেন করুন। লক্ষ্য রাখবেন যে ব্রাউজারটি দিয়ে বন্ধুটিকে ফেসবুকে লগইন করতে দিবেন ওই ব্রাউজারটিই চালু করবেন। ব্রাউজার ওপেন করে ফেসবুক সাইটে যান। আপনার একাউন্ট লগইন করা থাকলে লগআউট হন। এবার কিবোর্ডের F12 কী চাপুন। এতে ব্রাউজারের Developer Tools উইন্ডোজটি চালু হবে।
২) এবার Developer Tools উইন্ডোর মেন্যুবারে লক্ষ্য করুন, মেন্যুবারে Network অপশনটি পাবেন, এখানে ক্লিক করুন। নেটওর্য়াক অপশনে ক্লিক করার পর এর নিচে দেখবেন Preserve log নামের একটি চেক বক্স রয়েছে, এটায় টিক চিহ্ন দিয়ে দিন।
৩) এবার Developer Tools উইন্ডোর একদম ডান দিকে এই তিনটি ডট অপশনে ক্লিক করুন, তারপর Undock into separate window অপশনে ক্লিক করুন। এতে Developer Tools উইন্ডোটি ব্রাউজার থেকে আলাদা হয়ে যাবে। উল্লেখ্য এই উইন্ডোকে বন্ধ করে দিলে কাজ হবে না। এখানে আপনার কাজ হচ্ছে উইন্ডোকে একটিভ রাখা এবং একই সাথে আপনার বন্ধুটি যাতে এই উইন্ডোটিকে না দেখে সেটাও লক্ষ্য রাখা। তাই আপনি এই উইন্ডোকে মিনিমাইজ করে লুকিয়ে রাখতে পারেন।
৪) সব ঠিক ঠাক মতো করতে পারলে এবার আপনার বন্ধুকে আপনার পিসি দিন ফেসবুক ব্যবহার করার জন্য। সে ফেসবুকে লগইন করে যতক্ষণ খুশি ঘাটুক।
৫) এবার সে আয়েশ করে খায়েশ মিটিয়ে ফেসবুক ব্রাউজিং হয়ে গেলে অবশ্যই সে ভুলেও লগ আউট করতে ভুলবে না। তাকে লগ আউট করতে দিন, কোনো সমস্যা নেই।
৬) বন্ধুটি লগআউট করে ফেললে এবং সে চলে গেলে এবার আপনার পালা হ্যাকটি সম্পূর্ণ করার। মিনিমাইজ করা Developer Tools অপশনটিকে ম্যাক্সিমাইজ করে নিন। এবার উইন্ডোটিতে তাকালে দেখবেন যে এর ভিতর অনেকগুলো এন্ট্রি চলে এসেছে।
৭) এবার আপনাকে এই এন্ট্রিগুলোর থেকে একটি এন্ট্রিকে খুঁজে বের করতে হবে। এর জন্য CTRL + F চাপুন। এতে উইন্ডোটিতে সার্চ বক্স আসবে। সার্চ বক্সে লিখুন login.php এবং এন্টার দিন, আপনাকে লগইন এন্ট্রিকে পয়েন্ট আউট করে দিবে।
৮) login.php এন্ট্রিতে ক্লিক করার পর ডান পাশে এটি ওপেন হবে। এবং আপনি Headers, Preview, Response, Cookies এবং Timing নামের চারটি ট্যাব পাবেন। এখান থেকে হেডারস ট্যাবে ক্লিক করুন। নিচের দিকে স্ক্রল ডাউন করে যান, যেতে যেতে দেখবেন From Data নামের একটি সেকশন পাবেন, এই সেকশনের থেকে আরেকটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলেই দুটি এন্ট্রি আপনি দেখতে পাবেন email এবং pass নামের। এখানেই আপনি আপনার বন্ধুর ফেসবুক একাউন্ট লগইন করার সময় ব্যবহৃত ইমেইল / ফোন নাম্বার এবং তার পাসওর্য়াডটি পেয়ে যাবেন একদম পিউর প্লেইন টেক্সটে! (pure plain text)
৯) এবার আপনার কাজ হচ্ছে ইমেইল আর পাসওর্য়াডটি কপি করে নেওয়া! ব্যাস সহজেই হ্যাক করে ফেললেন আপনার বন্ধুর ফেসবুক একাউন্ট!
সব সময় মনে রাখবেন ফেসবুক একাউন্ট ফেসবুকের সার্ভার হ্যাক করে বা ফেসবুক হ্যাক করে কখনোই করা সম্ভব নয়। অনেকেই বলেন তাদের ফেসবুক হ্যাক হয়েছে তখন বুঝবেন যে ফেসবুকের সার্ভারের বাইরে থেকে মানে এইসব পদ্ধতিতে তাদের একাউন্ট হ্যাক হয়েছে। টিউনটি পড়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের টিউমেন্ট বক্সে করে ফেলতে পারেন! হ্যাপি হ্যাকিং!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
ভাই বন্দু তো বন্দুই..
শত্রুর fb কিভাবে হ্যাক করবো।