পাসওয়ার্ড ফিরিয়ে আনার দু’টি সহজ উপায়

আমরা  অনেক সময় নিজেদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যাই। আপনি দুই প্রক্রিয়ার দ্বারা আপনার পাসওয়ার্ড ফিরে পেতে পারেন।

দুটোতেই আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন এই বলে এগিয়ে যেতে হবে। আর ভিন্ন উপায় নেই।

একটা করা যায় ইমেইল দিয়ে আর অন্যটা করা যায় মোবাইল নাম্বার দিয়ে। আপনি ফেবু চালাচ্ছেন কিন্তু যে আইডিটা চালাচ্ছেন তার পাসওয়ার্ড আপনর মনে নাই, খাই ফেলছেন ।

এখন আপনার অবশ্যই উচিত আপনার আইডির পাসওয়ার্ড রিকভার করে ফেলা। নাহয় আইডি হারাতে পারেন।

কারন আপনি লগ আউট না দিলেও অনেক সময় সার্ভারের প্রবলেমের কারনে আইডি অটো লগ আউট হয়ে you must log in first দেখায়।

ব্যস, তখন নিজের মাথায় তবলা বাজানো ছাড়া আর কিছু করার থাকবেনা। পাসওয়ার্ড সহজে ফিরিয়ে আনার জন্য ভিডি ওটি দেখুন।

চলতি আইডির ক্ষেত্রে, , , আপনার আইডির পাসওয়ার্ড রিকভার করার জন্য প্রথমে আপনি আপনার একাউন্টের about এ যা। সেখানে যে মেইল এড্রেসটা সেট করা আছে, সেই মেইলের পাসওয়ার্ড মনে আছে কিনা চিন্তা করে দেখুন।

অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সংযুক্ত জিমেইল কিংবা ইয়াহু যে মেইল আইডিটা আছে তার মেইল পাসওয়ার্ডটা আপনার মনে আছে কিনা ভাবুন মিয়া।

মনে থাকলে তো খুব ভাল। আর এটাও মনে না থাকলে এত টেনশিত হবার কিচ্ছু নাই। উপায় এখনো অনেক আছে ।

যেহেতু মেইল পাসওয়ার্ড জানেন না তাহলে এবার আপনি আপনার ফেবু প্রফাইলের মোবাইল নাম্বার অপশানে যান। এটা অত্যন্ত সহজ পদ্ধতি…

সেখানে যদি কোনো নাম্বার সেভ করা থাকে তো ঐ নাম্বারটা আপনার কাছে কিনারে আছে কিনা খোঁজ খবর নেন।

থাকলে তো ভালো। আর যদি নাম্বারটা আপনার ধারে কাছে না থাকে তাহলে আপন আরেকটা নাম্বার যেটা আপনার কাছে আছে সেটা এখন প্রোফাইলে Add করে নিন।

একটা ম্যাসেজ আসবে সেখানে একটা কোডও থাকবে সেটা দিয়ে নাম্বারটাকে এবার কনফার্ম করে ফেলুন।

অথবা, , , পাসওয়ার্ড সহজে ফিরিয়ে আনার জন্য ভিডি ওটি দেখুন।

আরেকটি ইমেইল এড্রেস যেটার পাসওয়ার্ড আপনার মনে আছে সেটা পনি about থেকে E-mail এ গিয়ে Add করে নিন। এড্রেসটাতে একটা মেইল যাবে E-mail confirmation করার জন্য। সেখান থেকে আপনার ইমেইলটা আপনি কনফার্ম করে নিন।

নতুন ইমেইলটা কনফার্ম হয়ে গেলে আগের ইমেইলটা ডিলেট করে দিতে পারেন, সমস্যা নাই।

এবার আপনি নিশ্চিন্ত মন ফেবু লগ আউট করে দিতে পারেন।

এখন, , , ,

যাদের ইতিমধ্যে পাসওয়ার্ড ভুলে যাবার কারনে আর আইডি recover করতে পারেননি তারাও একটু খেয়াল করুন।

আপনি ফেবুর প্রথম পৃষ্ঠা থেকে forgotten password? অপশানে ক্লিক করুন।

পরবর্তী পেজে একটা বক্স দেখাবে সে বক্সটাতে আপনার ফোন নাম্বার কিংবা মেইল যে কোনো একটা লিখে সার্চ দিন।

দেখবেন আপনার আইডিটা খানে শো করছে।

এবার কন্টিনিউ করুন।

পরের পেজে ফোন নাম্বারে নাহয় ইমেইলে টিক দিয়ে কন্টিনিউ করুন ।

তাহলে আপনার ফোনে কিংবা মেইলেযেটা আপনি টিক দিয়েছিলেন সেটাতে একটা বার্তা আসবে আর সেখানে একটা কোডও থাকবে।

ওই কোডটা এন্টার করার জন্য পরের পজে একটা ছোট বক্স পাবেন। সেখানে six digit এর কোডটা লিখে এগিয়ে যান।

এবারের নতুন পেজটাতে আপনি new password এবং confirm password ঘর দুটোতেই একই পাসওয়ার্ড লিখুন। সেভ করুন আর বাকি কাজগুলোও করে নিন…

ব্যস, হয়ে গেল। কাজ শেষ। এবার আইডি নশ্চিন্তে চালাতে থাকুন।

আশা করি, আপনি খুব সহজে এসব খন করে ফেলতে পারবেন।

আর যদি করতে ভয় পান তাহলে এ ব্যাপারে অভিজ্ঞ পরিচিত কারো সাহায্যও নিতে পারেন।

চাইলে কিছু বলতে পারেন

পাসওয়ার্ড সহজে ফিরিয়ে আনার জন্য ভিডি ওটি দেখুন।

http://www.youtube.com

যারা এই পোস্টটি মনদিয়ে পরলেন তাদের অনেক ধন্যবাদ।

আমি নিয়মিত নানান টিপস ও কৌশল আপনাদের জানানোর জন্য একটি Online Help Center নামে ইউটিউবে চ্যানেল তৈরী করেছি আপনার সেটা দেখে আশাকরি উপকৃত হবেন আমার ভুল হলে মাফ করবেন. আমি সবুজ আহম্মেদ সুমন.আল্লাহ হাফেজ।

আরো দেখুন-
বাংলা ফন্ট সমস্যার সমাধান-
ফেইসবুক একাউন্ট খুলুন-
ফেইসবুক বাঁচান-
জিমেইল একাউন্ট খুলুন-

Level 2

আমি সুমন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস