এবার হলোকাস্ট নিয়ে সমালোচনার মুখে জাকারবার্গ

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে। ‘কেমব্রিজ অ্যানালিটিকা’ কেলেঙ্কারি থেকে শুরু হয়ে এবার ভুয়া খবর নিয়ে জাকারবার্গের মন্তব্য।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ফেসবুকে ভুয়া খবর ছড়ানো নিয়ে এক মন্তব্য করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

১৮ জুলাই, বুধবার প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোডের কারা সুইসারকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, 'ফেসবুক প্ল্যাটফর্মে বিতর্কিত ভুয়া তথ্য হলেও হলোকাস্ট অস্বীকারের মতো বিষয়গুলো রাখা হবে।

হলোকাস্ট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি ধর্মাবলম্বীদের ওপর চালানো গণহত্যা।

জাকারবার্গ বলেন, 'ফেসবুক প্ল্যাটফর্মে কন্সপাইরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব থাকবে। ফেসবুক এগুলো সরাবে না বড়জোর এগুলো যাতে বেশি মানুষের কাছে না যেতে পারে তার ব্যবস্থা নেবে। '

জাকারবার্গ বলেন, ‘দিন শেষে বিতর্কিত পোস্টগুলো ফেসবুক সরাবে না। কারণ, একেক মানুষের কাছে একেক জিনিস ভুল মনে হতে পারে। আমার মনে হয় না তারা ইচ্ছাকৃতভাবে এ ধরনের ভুল করে। ’

জাকারবার্গের ওই মন্তব্যে গণমাধ্যম ও অনেক ফেসবুক ব্যবহারকারী সমালোচনা করেছেন।

ইনফোওয়্যার্স নামের একটি ষড়যন্ত্র তত্ত্ব প্রকাশিত সাইটের কনটেন্ট ফেসবুকে রাখার বিষয়টি নিশ্চিত করার পরে জাকারবার্গ রিকোডকে সাক্ষাৎকার দেন। ওই সাইটের বিরুদ্ধে নানা ভুয়া খবর ছড়ানোর অভিযোগ রয়েছে।

তবে জাকারবার্গ এও বলেছেন, ভবিষ্যতে সহিংসতার ঘটানোর মতো কোনো টিউন আসলে ফেসবুক তা সরিয়ে নেবে। তবে সন্দেহমূলক হলে তা বিবেচনা করা হবে।

Level 3

আমি শামীম আলরাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস