বেশকিছুদিন হলো সবাই খেয়াল করে থাকবেন ফেসবুকে আগে যেমন আইডি Deactivate করলে কেও আইডি সার্চ রেজাল্ট এবং অন্য কথাও দেখতে পেতোনা। কিন্তু এখন সেটা মেসেঞ্জারে দেখা যীয় এবং মেসেঞ্জারে মেসেজ ও করা যায়।
এটার কারন হলো ফেসবুক নতুন একটি ফিচার আপডেট করেছেন সেটি হলো আইডি ডিয়েক্টিভেট করলেও সবাই মেসেন্জারে ওই Id সার্চ করে খুঁজে না পেলেও আগে মেসেজ করা থাকলেই মেসেজ করতে পারবেন।
আর এই অপশন এর জন্য সবাইকে ভুক্তে হয় সেই জন্যই আজের এই টিউনি তো কথা না বাড়িয়ে কাজের কথা আসি
প্রথমে নিজের ফেসবুক আইডিটি ব্রাউজার এর মাধ্যমে Deactivate করতে হবে।
তারপর মেসেঞ্জারে গিয়ে মেসেন্জার থেকে ও আইডি Deactivate করতে হবে
কিভাবে করবেন সেটির ভিডিও দেওয়া হল
কোন কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই টিউমেন্টে জানাবেন ধন্যবাদ
আমি মারিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।