আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?
আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটা জটিল টিপস,
কিভাবে ফেসবুকে কম সময়ে ১০০ ফ্রেন্ড রিকুয়েস্ট নিবেন,
টিউনা তাদের জন্য সবচেয়ে বেশী উপকার হবে,
যারা ফেসবুকে লাইক টিউমেন্ট কম পান,
এক কথায় ফেমাস না,
যদি লাইক টিউমেন্ট এই না পাওয়া যায়, তাহলে কারেই বা ভালো লাগবে,
কথা বাড়াবনা টিউন বড় হয়ে যাবে,
চলুন কাজে লেগে যাই,
প্রথমে Crhome বা puffin ব্রাওজার দিয়ে আপনার আইডি লগীন করুন,
তারপরে এখানে যান Everyone. করে দিন।
এবার ভিডিওটি দেখুন আর কাজ করুন,
চ্যানেলটি Subscribe করতে ভুলবেন না।
আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
কারো কাছে আমি মহৎ, কারো কাছে আমি তুচ্ছ! যার মানসিকতা যেমন, তার কাছে আমিও তেমন!