আসসালামু আলাইকুম।
সবাইকে আমার সালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন।
বর্তমান যুগে আমাদের আর কিছু থাক বা না থাক অন্তত দুইটা তিনটা করে ফেসবুক আইডি আছে। দেখা যায় কেউ একটা আইডি চালান কিন্তু শখের বসে ফেইক আইডি খুলেও চালান। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় অর্জিনাল আইডির চেয়ে ফেইক আইডিটারই গুরুত্ব বেশি হয়ে যায়। তাই অবশ্যই নতুন কোনো আইডি খুলার আগে চিন্তা ভাবনা করে খুলাই ভালো। যাই হোক আজকের টপিক টা হলো আমরা পার্মানেন্টলি ডিজেবল আইডি কিভাবে ব্যাক করব? আইডি ব্যাক করার জন্য অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি। তবে অনেক সময় আইডি ডিজেবল হলেও সঠিক কাগজ পত্র দিয়ে সাবমিট করলেও আইডি ব্যাক আসেনা। আবার ফেসবুকের নতুন অত্যাচার কপিরাইট আইন, কপিরাইটে ডিজেবল হলে আইডি আর কোনো ভাবেই রিকোভার করা সম্ভব না সেটা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন।
আসুন আজ আমরা দেখব কিভাবে আমরা ফেসবুক পার্মানেন্টলি ডিজেবল আইডি রিকোভার করব। আর কি কি করলে আমাদের আইডি কপিরাইটে ডিজেবল হলেও তা রিকোভার করা সম্ভব।
আসুন দেখে নেই দেখার জন্য এখানে ক্লিক করুন। এবং ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট করবেন।
আর কোনো সমস্যা হলে জানাবেন চেস্টা করব সমাধান দেবার।
আমি তাহশিক সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।