অনেক সময় দেখা যায় কিছু ফেসবুক পেজে যখন আপনি কোন ম্যাসেজ পাঠাবেন তখন সাথে সাথেই ম্যাসেজের উত্তর পেয়ে যাবেন, অথচ সেই পেজ অ্যাডমিন অনলাইন নেই অথবা সেই ম্যাসেজটি কেউ আপনাকে আপনাকে পাঠায়নি বরং ম্যাসেজটি স্বয়ংক্রিয়ভাবেই আপনার কাছে চলে আসছে। স্বয়ংক্রিয়ভাবে বলতে যাদের ফেসবুক পেজ আছে তাদেরকে ফেসবুক অফিসিয়ালভাবে একটি সুযোগ করে দিয়েছে আপনি যদি অনলাইনে নাও থাকেন তবুও আপনার পেজ ফ্রেন্ডদেরকে নির্দিষ্ট একটি মেজেস পাঠাতে পারবেন। কাজটি যেভাবে হবে সেটি হচ্ছে, আপনি ফেসবুক পেজে আগে থেকেই একটি ম্যাসেজ তৈরি করে রাখবেন যখন আপনার কোন পেজ ফ্রেন্ড ম্যাসেজ করবে সঙ্গে সঙ্গে আপনার তৈরি করা ম্যাসেজটি সে পেয়ে যাবে, এ দ্বারা আপনার কাস্টমারগুলো আপনার সার্ভিসের প্রতি সন্তুষ্ট থাকবে। এখানে একটি বিষয় খুব ভাল করে খেয়াল রাখতে হবে সেটি হল, আপনার তৈরি করা ম্যাসেজে যেন এমন কিছু লেখা থাকে যার দ্বারা সে বুঝতে পারে আপনি এখন অনলাইনে নেই যখন আপনি অনলাইনে আসবেন তখন তার সাথে লাইভ ম্যাসেজিং করবেন।
ফেসবুকের চমৎকার এই ফিচারটি ব্যবহার করা কাদের জন্য বেশী ভাল? এই সুন্দর ফিচারটি যাদের পেজ আছে তারা সকলেই ব্যবহার করতে পারবেন, তবে যেই সকল ব্যবহারকারীরা কোন সার্ভিস প্রদান করেন তাদের জন্য বেস্ট হবে যেমন অনলাইন ই-কমার্স যারা ব্যবসা করে, শুধু ই-কমার্স নয় আপনি যে কোন ধরনের ব্যবসা করলেই এই সার্ভিসটি অবশ্যই ব্যবহার করা আপনার ব্যাবসার জন্য ভাল হবে। এ ছাড়াও যাদের হেল্প জাতীয় কোন পেজ আছে তারাও কাজটি করতে পারেন। এখানে আমি শুধু বললাম কাদের জন্য বেশী ভাল হবে আপনি চাইলে আপনার যে কোন পেজেই কাজটি করতে পারবেন কোন সমস্যা নেই।
আমি ফয়সাল ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।