সরাসরি Facebook থেকে শিডিউল টিউন নাও দেওয়া যেতে পার। তবে আমরা buffer.com ব্যবহার করে Facebook Schedule Post দেবো। চলুন দেখে নেওয়া যাক।
প্রথমে যেকোন ব্রাউজার থেকে buffer.com লিখে সার্চ দিন। সার্চ করার পর একটি পেজ ওপেন হবে, সেখানে Get Started for Free লেখা নামে একটি বাটন দেখা যাবে, ক্লিক করুন। ক্লিক করার পর আপনি চলে যাবে পরের স্টেপে। নিচের ছবিতে লক্ষ করুন।
উপরের মার্ক করা অংশে Create Account With Facebook লেখা আছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবিটির মতো একটি পেজ চলে আসবে কিংবা ফাংশান ক্ষেত্রে অন্যও আসতে পারে। নিচের ছবিতে লক্ষ করুন।
উপরের ছবিটির লাল মার্ক করা অংশে আপনাকে Email address or phone number এবং password দিয়ে Log in বাটনে ক্লিক করুন। আর যদি আগেথেকেই ওই ওয়েব ব্রাউজারে ফেচবুক চালু থাকে, সেক্ষেত্রে এ স্টেপটি আসবেনা, বরং আপনার কাছে অথিন্টকেশন চাইবে। ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। ঠিক নিচের ছবিটির মতো।
উপরের ছবিটিতে ভালো ভাবে দেখুন। সেখানে একটি ঘর দেখা যাবে, সেই ঘরে টিউন অথবা পিকচার অ্যাড করুন। অ্যাড করার পর লাল মার্ক করা Add To Queue এর পাশে আইকন আছে,সেখানে ক্লিক করার পর নিচে কিছু অপশন চলে আসবে। সেখানে লাল মার্ক করা Schedule Post লেখা অপশন আছে,ক্লিক করুন। Schedule Post এ ক্লিক করার পর আপনি কত তারিখে বা কোন সময়ে শিডিউল করবেন, সেখানে ডেট,তারিখ,দিন বসিয়ে দিন। দেওয়া হয়ে গেলে Schedule লেখাই ক্লিক করুন। আপনার শিডিউল টিউন রেডি হয়ে যাবে।
নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমার ইউটিউব চ্যালেনটি subscribe করুন। যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান। যদি কোনো প্রকার ভূল হয়ে থাকে টিউটোরিয়ালটিতে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আজ এই পর্যন্তই টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। 🙄 🙄
আমার পূর্বের টিউন গুলো নিচে দেয়া হল:
আমি কাজল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই সাইট email pass দিয়ে login করতে বলে, মানে heck হওয়ার একটা সম্ভবনা আছে। site থেকে post না করে bangladeshi সাইট থেকে post করুন। http://fbadd.ga