দিনভর স্ট্যাটাস আপডেট থেকে ছবি আপলোড সবই করেন। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার টাইমলাইনটা না দেখলে যেন ভালোই লাগে না। তবে নিত্যদিন ফেসবুক ব্যবহার করলেও অনেকেই জানেন না এই সোশ্যাল মিডিয়ার অনেক খুঁটিনাটি।
কত অপশন রয়েছে সেটিংসে
সেকথাও অনেকেরই অজানা।
ধরা যাক, কেউ যদি কোনো ছবিতে টিউমেন্ট করতে চান, তাহলে কষ্ট করে টিউমেন্ট বক্সে ক্লিক না করলেও হবে।
কি বোর্ডে c প্রেস করলেই খুলে যাবে টিউমেন্ট বক্স। আবার শুধু s দিলেই কোনও টিউন শেয়ার হয়ে যাবে আপনার ওয়ালে। এমনই একাধিক শর্ট কাট রয়েছে। লাইক করা কিংবা সার্চ করাও হবে শুধু একটা সুইচেই। জেনে নিন সেইসব শর্ট কাট:
j, k — Scroll between
News Feed stories
p — Post a new status
L — Like or unlike the selected story
c — Comment on
the selected story
s — Share the selected story
o — Open attachment of the selected story enter
এতো গেল কোনো একটি লেটার দিয়ে যেগুলি করা যাবে। এছাড়াও যে কোনওসফটওয়্যারে যে ধরনের শর্টকাট ব্যবহার করা হয়,
সেরকম কিছু পদ্ধতিও রয়েছে। যাতে এক নিমেষেই আপনি পৌঁছে যাবেন ফ্রেন্ডলিস্টে। তার জন্য FRIENDS অপশন খুঁজে ক্লিক করার প্রয়োজন পড়বে না। একনজরে দেখে নিন সেগুলি:
Alt + Shift + 0 — Help
Alt + Shift + 1 — Home
Alt + Shift + 2 — Timeline
Alt + Shift + 3 — Friends
Alt + Shift + 4 — Inbox
Alt + Shift + 5 — Notifications
Alt + Shift + 6 — Settings
Alt + Shift + 7 — Activity Log
Alt + Shift + 8 —About
Alt + Shift + 9 —Terms
Alt + Shift + m —New Message
ব্যস, দেরি না করে চটপট এই শর্ট
কাটগুলি ব্যবহার করে দেখুন। ভালো লাগলে শেয়ার দিয়ে বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু।
আমি আমির হামজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।