ফেসবুকের ফ্রেন্ডলিস্টের ডিসেবল হয়ে থাকা আইডিগুলোকে বিদায় করে দিবেন যেভাবে।

ফেসবুক ফ্রেন্ডলিস্টে এমন অসংখ্য আইডি আছে, যেগুলা ডিসেবল, ফটোভেরিফাই, নেমভেরিফাই সহ অনেক কারনে ব্লক হয়ে পরে আছে।

কিন্তু সহজেই এইসকল আইডি
ফ্রেন্ডলিস্ট থেকে রিমুভ করা
যায়না।
যার কারনে ইনএকটিভ ফ্রেন্ডের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে।
মুলকথাঃ অনেক সময় দেখেন আপনার ফেরেন্ড ৪০০০ কিন্তু ফেরেন্ড গুলো একটা একটা করে গুনে দেখলেন মাএ ৩০০০ ফেরেন্ড দেখাচ্ছে।
ঐ বাকি ১০০০ হলো ডিএকটিভ আইডি, যেগুলো অনেক দিন আগে নষ্ট হয়ে গেছে।
আজ আমি আপনাদেরকে শেখাবো, কিভাবে
খুব সহজে আর কম সময়ে ব্লক হয়ে থাকা ফ্রেন্ডগুলাকে ফেসবুক থেকে বিদায় করা যায়।
এর জন্য অবশ্যই কম্পিউটার প্রয়োজন। প্রথমে Chrome Browser ওপেন করো।
Browser এর উপরে ডান পাশে সেটিং এ ক্লিক কর, more tools নামে একটা অপশন আছে।
ওখান থেকে extensions এ ক্লিক করলেই এখানে একবারে নীচে Get more extensions আসবে।
উপরে Search the store এখান থেকে টাইপ কর, “Facebook disabled friends removal”
সার্চে রেজাল্ট আসলেই Add to
chrome এ ক্লিক করে এড করে
নাও।
এরপর Chrome Browser
থেকে একবারে বের হয়ে যাও।
তারপর আবার অপেন করে, তোমার ফেসবুকে লগিন করে Friends লিস্টে যাও।
এখন তোমার Chrome Browser এর উপরে ডান পাশে মানুষের ছবির মতো একটা Icon দেখতে পাবে, ওটাতে যাও।
নতুন একটা লেখা আসবে। ”Remove Disabled Accounts” এই লেখার উপর ক্লিক করে ১ মিনিট ওয়েট কর।
সব ধরনের ব্লক হয়ে থাকা আইডিগুলো ফ্রেন্ডলিস্ট থেকে
ডিলেট হয়ে যাবে এবং কতগুলো আইডি রিমুভ হয়েছে সেটাও দেখা যাবে।

 শর্টকাট পদ্ধতিতে বন্ধ করুন আপনার কম্পিউটার

 ডিলেট হয়ে যাওয়া ফেসবুক মেসেজ ফিরিয়ে আনবেন যেভাবে
 দেখুন কি কি ভাবে আপনি ইউটিউব থেকে আয় করতে পারবেন

ব্লু হোয়েল নির্মাতার তিন বছরের কারাদন্ড, ফিলিপ বুদেকিন নিজেও একজন মানসিক রোগী।

 

 

Level 0

আমি আমির হামজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস