আস্সালামুআলাইকুম টেকটিউনসবাসী,
আগে সম্পূর্ণ টিউনটি পড়ে নিবেন তারপরে কাজ শুরু করবেন। আজকে এই টিউনের মাধ্যমে আপনারা জানতে পারবেন ফেসবুকে কে কে আপনাকে আনফ্রেন্ড করেছে। এছাড়াও জানতে পারবেন কে কে আপনাকে ব্লক মেরেছে। তাছাড়াও জানতে পারবেন কে কে তার নিজের আইডি ডিয়্যাক্টিভেট করে রেখেছে। উক্ত কাজগুলো করার সাথে সাথেই আপনি রিয়্যাল টাইম নটিফিকেশনের মাধ্যমে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজে ঢুকে পড়ি,
এটি দেখার নিয়ম গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্স ব্রাউজারের জন্য একই। তো প্রথমে দেখাচ্ছি এর ফিচারগুলো গুগল ক্রোমে,
নিচের আমার ফেসবুকের স্ক্রিনশর্ট দেখতে পাচ্ছেন। এতে নটিফিকেশন, ম্যাসেজ ও ফ্রেন্ড রিকুয়েস্ট ছাড়াও অতিরিক্ত আরেকটা আইকোন দেখা আচ্ছে যেদি দিয়ে আপনি উক্ত অসাধ্য সাধন করতে পারবেন। 😆 তো সেখানে ক্লিক করছি,
তাহলে নিচের মত এরকম পেজ আসবে যেখানে দেয়া থাকবে নতুন কে কে ফ্রেন্ড যুক্ত হল, কে কে তাদের আইডি ডিয়্যাক্টিভেট করেছে কিংবা আপনি কতজন বন্ধু হারিয়েছেন ইত্যাদি। তো লেট'স গো সি হু'তে ক্লিক করে চলুন দেখি কি আসে।
নিচের ইমেজে দেখতে পাচ্ছেন কে কে তাদের আইডি ডিয়্যাক্টিভেট করেছে, স্ক্রোল করে নিচের দিকে যাই এবার,
নিচের ইমেজে দেখতে পাচ্ছেন, কে কে আমাকে আনফ্রেন্ড করেছে 😥
আচ্ছা, বেশ কিছু ফিচার ইতোমধ্যে দেখে ফেলেছেন। তো চলুন দেখি এবার কিভাবে আপনিও দেখবেন। গুগল ক্রোম যারা ব্যবহার করেন তারা এই এক্সটেনশনটি অ্যাড করে নিন। মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা এই অ্যাড অনটি অ্যাড করে নিন। উক্ত অ্যাড অন কিংবা এক্সটেনশনটি কিভাবে কাজ করে তার ডেমো দেখতে চাইলে এই ভিডিওটি দেখুন।
অ্যাড করা হয়ে গেলে নিচের চিত্রের মত বুকমার্ক মেনুতে দেখতে পাবেন।
এখন আপনার ফেসবুকে প্রবেশ করলেই নতুন নটিফিকেশন আইকোন দেখতে পাবেন সেখানে ক্লিক করলেই জানতে পারবেন উক্ত সকল ফিচারগুলো। এখন আপনাকে কেউ আনফ্রেন্ড বা ব্লক করার সাথে সাথেই অনটিফিকেশোন চলে আসবে।
সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে করার জন্য আপনাদের জন্য উপরে ভিডিও দিয়ে দিয়েছি তাইলে দেখে দেখেও করতে পারেন।
তো এই টিউনটি যদি আপনার উপকারে এসে থাকে আর যদি মনে করেন এটি অন্যদের জন্য হেল্পফুল হবে তাহলে অবশ্যই টিউনটি শেয়ার করবেন। টেকটিউনসের সাথেই থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...
প্রিয় মোঃ আব্দুল কাওসার,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।