ফটোশপ ছাড়াই বানিয়ে ফেলুন ফেসবুক প্রোফাইল ফ্রেম এবং শেয়ার করুন বন্ধুদের সাথে… একদম সহজে…

ইদানিং যে কোন অকেশনেই আমরা অনেককে ফেসবুকের প্রোফাইল পিকচারে নানা রকম সুন্দর সুন্দর ফ্রেম ব্যবহার করতে দেখি। যেমন ঈদ উপলক্ষ্যে অনেকেই ঈদ মুবারাক লেখা ফ্রেম আপনাদের প্রোফাইলে ব্যবহার করেছেন। এমন হলে কেমন হয় যে এই সুন্দর সুন্দর প্রোফাইল ফ্রেম গুলো আপনি নিজেই বানাচ্ছেন এবং আপনার বন্ধুরা সেগুলো ব্যবহার করছে। স্কুল কলেজ বা ভার্সিটির যে কোন অকেশনের জন্যই জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রোফাইল ফ্রেম গুলো। আর সেগুলো যদি আপনি নিজেই বানাতে পারেন তাইলে আপনার ফ্রেন্ড দের কাছে আপনার মূল্য বেড়ে যাবে কয়েকগুণ।

তো এর আগে টেকটিউনসে দেখেছিলাম ফটোশপ দিয়ে এমন ফ্রেম বানাতে। কিন্তু অনেকের কাছেই এই ফটোশপ জিনিসটা অনেক কঠিন মনে হয়। তাই আজ আপনাদের জন্য নিয়ে এনেছি একদম সহজে ফ্রেম বানানো ও তা ফ্রেন্ড দের মাঝে শেয়ার করার টিউটোরিয়াল যা যে কেউ খুব সহজেই করতে পারবেন। কোন ফটোশপ জানার দরকার নাই। প্রথমেই দেখে ফেলুন নিচের ৫ মিনিটের টিউটোরিয়াল :

ভিডিও টিউটোরিয়াল অনেকেরই বিরক্তির কারণ কিন্তু এমন অনেক কিছু অনেক সহজেই ভিডিও তে দেখানো যায় যা হাতে লিখে বা স্ক্রিনসট দেয়ে বোঝানো সম্ভব হয়না।

picmonkey.com তে যেয়ে ডিজাইন এ যান এবং এরপর রিসাইজে যেয়ে ৪০০*৪০০ সিলেক্ট করুন। এরপর ক্যানভাস কালার ট্রান্সপারেন্ট সিলেক্ট করুন। তারপর নিজের ইচ্ছা মত ডিজাইন করুন। ভিডিওতে একটা স্যাম্পল দেয়া আছে সেটি দেখে নিয়ে আপনার নিজের মত করে একটি ডিজাইন করে ফেলুন।

যদি বুঝতে অসুবিধা হয় তো টিউমেন্টে জানাবেন। সব রকমের হেল্প পাবেন আমার কাছ থেকে। ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে পারেন।

ফেসবুকে আমি

আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজে জানেন অন্যকেও সেটা জানান। আল্লাহ হাফেজ।

 

Level 0

আমি অরণ্য ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খালি ভিডিও প্রমোটের জন্যই তো টেকটিউনসে আসেন… পারেন তো টেকটিউনসে এসে এখান থেকেই যেন মানুষ শিখতে পারে সেটার ব্যবস্থা করেন।

    @মো. মুসফিকুর রহমান রুম্মান এখান থেকে ওখান থেকে এটাই কি বড় নাকি শেখা এবং শেখানো টা বড় ?? অনেকেই তো অনেক কিছু জানেন কিন্তু শেখান কয়জন?? ভিডিও প্রমোট মেইন উদ্দেশ্য না। যে টা ভিডিও ছাড়াই শেখানো সম্ভব সেটা ভিডিও ছাড়াই শেখাবো…ধন্যবাদ টিউমেন্ট এর জন্য।

দুঃখিত, কিন্তু ভিডিও প্রমোট মূল উদ্দেশ্য না হলে আপনি ভিডিও আপলোড করে দিতেন কিংবা আপলোডের অপশন না থাকলে স্টেপ বাই স্টেপ বর্ণনা করতেন। যদি আপনার হাতে সময় নাই থাকে তবে টিউন করার কি দরকার ছিল?

ভাই কি করলেন? এইটা কি টিউন হইছে নাকি প্রোমোট চাইলেন? এমনি প্রোমোট চাইলেও দেয়া যেত কিন্তু আশানুরুপ টিউন হলো না ।