ফেসবুকে লগিন করুন ইমেইল এবং ফোন নাম্বার ছাড়া

কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে ইমেইল এবং ফোন নাম্বার ছাড়া প্রবেশ করবেন? ফেসবুকের ইমেইল এবং ফোন নাম্বার ভুলে গেছেন বাট পাসওয়ার্ড মনে আছে তাদের জন্যই আজকের টিপস।

প্রথমে আপনি বন্ধুর অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফেসবুকে প্রোফাইলে যাবেন, যাওয়ার পর উপর থেকে Custom Url-টা কপি করে নিবেন। অর্থাৎ http://www.facebook.com/friendshimul এখান থেকে শুধু শেষের অংশটুকু (friendshimul) কপি করে নিবেন।

তারপর পূনরায় ফেসবুকে প্রবেশ করুন এবং Email Or Phone-এর জায়গায় আপনার কপিকৃত কাষ্টম Url- পেষ্ট করুন। এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

দেখবেন আপনার ফেসবুক অপেন হয়ে গেছে।

যাদের ফেসবুকে কাষ্টম Url সেট করা নাই।

আবার অনেকেরই ফেসবুকে অ্যাকাউন্টে কাষ্টম Url সেট করা থাকে না।

তো যাদের অ্যাকাউন্টে কাষ্টম Url সেট করা নাই তারা আপনার বন্ধুর অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন, যাওয়ার পর উপর থেকে Profile id কপি করে নিবে। (& এর আগ পর্যন্ত)

ভিডিও টি দেখুন আর যদি কোন কিছু জানার থাকে বা বলার থাকে তা হলে ইনবক্স এ মেসেজ করতে পারেন বা এই ভিডিওটির নিচে টিউমেন্ট করতে পারেন।

যে কোনো প্রয়োজনে আমাকে পাবেনঃ

আমার ফেসবুক আইডি।

আমার ফেসবুক পেজ

আমার ফেসবুক গ্রুপ

আমার ব্লগ

আমার ভিডিও ইউটিউবে পেতে সাবস্ক্রাইব করুন।

আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।

Level 3

আমি শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস