Facebook এর Theme বা Background পরিবর্তন করবেন কিভাবে।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকুন এটাই কামনা করছি। আমরা যারা Facebook use করি তাদের একটা মজার বিষয় নিয়ে লিখতে বসলাম। আমরা অনেকেই জানি যে ফেসবুকের যে থিম বা ব্যকগ্রাউন্ড আছে তা হয়ত পরিবর্তন করা যায় না। আজ  আমি কিভাবে ফেসবুকের থিম পরিবর্তন করা যায় তা নিয়ে একটা ভিডিও তৈরী করেছি। নিচে ভিডিও আছে দেখে নিতে পারেন।

প্রথমে আপনি Google Chrome ব্রাউজার ওপেন করুন। এখন ব্রাউজারের ডান পাশে দেখুন ডট ডট  একটা আইকন আছে। সেখানে ক্লিক করে Settings ক্লিক করুন। এবার দেখুন বাম পাশে Extensions নামে একটা অপশন আছে সেখান থেকে আপনি Stylish নামে একটা Addons ডাউনলোড করুন এবং ইন্সষ্টল করুন। এবার আপনার ফেসবুকে লগইন করুন দেখবেন ডানপাশে একটা Style নামে লগো আসছে। এই লগোতে ক্লিক করে আপনি দেখবে অনেক ডিফল্ট থিম আছে। যে কোন একটি থিম আপনি সিলেক্ট করে ইউজ করতে পারেন। আর ইচ্ছে করলে আপনি বিভিন্ন ধরনের থিম গুগুল থেকে ডাউনলোড ও করে নিতে পারেন।

বুঝতে সমস্যা হলে ভিডিওটা দেখে নিতে পারেন।

যারা এখনও আমার চ্যানেলে Subscribe করেননি তার এখনই Subscribe করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। কারন আমি নিয়মিত ভাবে নতুন নতুন ভিডিও আপলোড করি। আর এই নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

আমার YouTube Channel

আমার আরো কিছু টিউন প্রয়োজন হলে দেখে নিতে পারেন :

Windows 10 Desktop Customize করার ১০টি গুরুত্বপূর্ন টিপস। আপনার অবশ্যই জানা দরকার।

Windows 10 কে কিভাবে Hotspot বানাবেন এবং Internet Share করবেন Mobile or অন্য PC তে

Windows 10 এ Start Menu কিভাবে Customize করবেন। windows 10 ব্যবহারকারীদের জন্য।

Windows 10 এর নতুন ফিচার Night Light একটিভ করবেন কিভাবে !

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অন্যরা অামার প্রোফাইল কেমন দেখবে?

    আপনি যে থিম ব্যবহার করবেন অন্যরা সেই প্রোফাইল ই দেখবে।