এক ক্লিকে ফ্রেন্ড লিষ্টে থাকা সবাইকে গ্রুপে ইভাইট করুন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম প্রিয় টেকটিউনস কমিউনিটি। আমি মেহেদী। টিউনের নাম দেখেই বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি।
আপনি যদি এই ট্রিক্স নিয়ে পি এইচ ডি করে থাকেন তাহলে টিউনে আসার দরকার নাই। কারণ আমি আপনাকে শিখাতে চাইছি না। যারা একান্তই নতুন একমাত্র তাদেরকেই শিখাতে আসছি। সুতরাং নেতা গিরি দেখাবেন না। অগ্রিম ধন্যবাদ দিলাম।

কি ভাবে এক ক্লিকে ফ্রেন্ড লিষ্টে থাকা সকল বন্ধুদের গ্রুপে ইভাইট করবেন

মজার একটা টিউন। একটু আগে একটা টিউন করে বসে আছি। ভালো লাগলো না। ইচ্ছা করলো আরেকটা টিউন করে ফেলি। কি আর করার বসে পড়লাম আবার একটা টিউন লিখতে।
এটা মূলত নতুন গ্রুপ এডমিনদের জন্য যে আমি টিনের শুরুতেই বল নিয়েছি।
প্রতিনিত নতুন নতুন ইউজার ফেইজবুকে যোগদিচ্ছেন। অনেক অনেক ট্রিক্স শেয়ার করছেন। কেউ শিখছেন। হ্যাঁ আমি চেষ্টা করলাম কিছু শেখানোর।
চলুন এবার কাজে নেমে পড়ি।

যা যা লাগবে আপনারঃ

  • একটা গুগোল ক্রম ব্রাউজার
  • ইন্টারনেট সংযোগ 🙂 সহ কম্পিউটার
  • একটা ফেইজবুক আইডি
  • আপনার একটা ফেইজবুক গ্রুপের এডমিন থাকা লাগবে

ব্রাউজার থেকে ফেইজবুকে লগিন করে ফেলুন এবং গ্রুপে চলে যান।
গ্রুপে গিয়ে CTRL+SHIFT+Iপ্রেস করুন।
নিচের ফটো দেখুন

এর পর এই ফটো দেখুন এবং এখানে কোড টা পেস্ট করে এণ্টার চাপুন।

তাহলে এই রকম দেখতে পারবেন।

এই ভাবে আপনি আপনার বন্ধুদের গ্রুপে এড করতে পারবেন।

কোড ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সতর্কতাঃ

আপনি কোড টা ব্যবহার করলে ফ্রেন্ড এড ব্লক খাবেন। সুতরাং কাজ করুন সাবধানে।
তবে এই ব্লক ৭ দিন কার্যকর থাকবে এর পর আবার আনব্লক করে দেবে। আপনি আবার ট্রাই করতে পারেন। ধন্যবাদ।

যে কোনো প্রয়োজনে আমাকে পাবেনঃ

আমি গুগোল প্লাসে
আমি টুইটারে টুইট করুন
আমি ফেইসবুকে মেসেজ করুন
আমার ভিডিও ইউটিউবে পেতে সাবস্ক্রাইক করুন।

ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি ক্ষমাদৃষ্টিতে দেখেন আশা করি। খোদা হাফিজ।

Level 8

আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস