সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। ফেসবুকে নিজেকে আলাদা দেখতে অনেকেই নিজের নামকে ফেসবুকে সিঙ্গেল করতে চায়।ফেসবুকে নিজের নাম সিঙ্গেল করে রাখলে অন্যর চেয়ে একটু আলাদা সম্মান পাওয়া যায়।এখন আর আগের মত নেই আমি যখন সেই ২০১৩ সালে ফেসবুক সিঙ্গেল নাম করি তখন আমি খুব কমই দেখছি ফেসবুক সিঙ্গেল নাম।এখন অবশ্য দিন পাল্টাইছে এখন সবাই আপডেটেড তাই এখন প্রায় অনেকের এর আইডি ফেসবুক সিঙ্গেল নাম।
নিচের চিত্রের দিকে ভালো করে তাকান দেখেন এই চিত্রে কিন্তু একটি ওয়ার্ড এর নাম অর্থাৎ সিঙ্গেল নাম
আসলে আমরা স্বাভাবিক প্রক্রিয়াই ফেসবুকে সিঙেল নাম করতে পারি না।সত্যি কথা বলতে কি বাংলাদেশে বসে সম্ভব ও না ফেসবুকে সিঙ্গেল নাম করা। তাই আমরা ফেসবুক সিঙ্গেল নাম করতে বিভিন্ন পথ অবলম্ভণ করি।তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্বতি হচ্ছে INDONESIA IP দিয়ে করা।আজকের টিউনে আমি কিভাবে INDONESIA IP দিয়ে করতে হয় তা দেখাবো।তবে বলে রাখি আমি এই কাজটি Mozila Firefox দিয়ে করব।অনেকে ভাবতে পারে Mozila Firefox তো কম্পিউটার আপ্স তাদের বলব Mozila firefox Android ও পাওয়া যায় গুগল প্লেস্টোর থিকে নামাই নিতে পারেন।
যদি আপনার কাজ দেখেন হচ্ছে না তাহলে অন্য proxy address নিয়ে কাজ করবেন।বার বার ট্রাই করবেন হয়ে যাবে।
যদি টিউটোরিয়াল পড়ে বুঝতে সমস্যা হয় তাহলে বলব ভিডিও টিউটোরিয়াল আছে সেটা দেখুন নিচ থেকে তাহলে আর সমস্যা থাকবে না।
এরকম আরও সুপার টিপস পেতে আমার YouTube Channel টি সাবস্ক্রাইব করুন এবং টেকটিউনস এর সাথেই থাকুন ভালো কিছু পেতে
আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় ওমর ফারুক,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।