আসসালামু আলাইকুম,
আশা করি সকলেই টেকটিউনসের সাথে ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ফেসবুক পেজের টিউন এবং ফটোতে অটো লাইক এবং অটো টিউমেন্ট নিবেন। আপনারা অনেকেই নিজেদের প্রোফাইলের স্ট্যাটাসে অটো লাইক, অটো টিউমেন্ট নিতে পারেন। কিন্তু নিজের ফেসবুকের পেজের টিউনে অটো লাইক, অটো টিউমেন্ট নেওয়া যায় কি? হ্যা, নিশ্চয় যাবে। এমকি একই পদ্ধতি অনুসরণ করে নিজের ফেসবুক গ্রুপের টিউনেও অটো লাইক, অটো টিউমেন্ট নেওয়া সম্ভব।
ফেসবুক অটো লাইকার ওয়েবসাইট আপনার সকল গোপনীয় তথ্য নিয়ে রাখে। কেউ যদি একটা অটো লাইকার অ্যাপ বানায় আর আপনি যদি তা আপনার আইডিতে পারমিশন দেন তাহলে তার নিকট আপনার আইডি হ্যাক করা কোনো ব্যাপার নয়। তাই যেকোনো অটো লাইকার সাইটকে নিজের আইডিতে পারমিশন দিতে নেই।
নিরাপদে ফেসবুক পেজের জন্য অটো লাইক, অটো টিউমেন্ট পেতে হলে প্রথমে নতুন একটা ফেসবুক আইডি খুলুন। সেই নতুন আইডিকে আপনার যেই পেজের জন্য অটো লাইক নিবেন সেই পেজের এডিটর বা অ্যাডমিন বানিয়ে দিন। এছাড়া প্রতিবার অটো লাইক বা অটো টিউমেন্ট নেওয়ার পর নিচের পদ্ধতিটি অনুসরণ করুন: https://facebook.com > Settings & Privacy > Apps > Logged in with Facebook > SHARING WITH FRIENDS > এবার যেই অ্যাপকে আপনি অটো লাইকের জন্য পারমিশন দিয়েছিলেন সেই অ্যাপে ক্লিক করুন (যেমনঃ HTC Sense,
Marketplace) > তারপর Remove App বাটনে ক্লিক করুন। তাহলে সেই অ্যাপটা আপনার আইডির ক্ষতি করতে পারবে না।
অনেকেই আছেন যাদের পেজে প্রচুর ফ্যান আছে কিন্তু তাদের পেজের টিউনে লাইক, টিউমেন্ট সে অনুসারে পড়ে না। তাদের জন্য অটো লাইক এবং অটো টিউমেন্ট হতে পারে একটা বড় সমাধান।
নিচের ভিডিও টিউটোরিয়ালটা দেখুনঃ
ধন্যবাদ।
আমি হাবলু উসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হাবলু উসামা। আমার সম্পর্কে বিস্তারিত জানতে হলে: এখানে ক্লিক করুন। ধন্যবাদ!
টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।