Facebook messenger থেকে লগআউট করুন। কোনো Data Clear করা লাগবেনা।

আমরা অনেকেই মেসেঞ্জার ব্যবহার করি। কিন্তু মাঝে মাঝে লগআউট করার প্রয়োজন হয়। তখনই প্রধান সমস্যা দেখা দেয়। অনেক খোঁজা খুঁজি করেও লগআউট  অপশন খুঁজে পাওয়া যায় না। মনে হয় মেসেঞ্জার থেকে লগআউট করা যায় না। আবার যারা কিছুটা এডভান্সড লেভেলের ব্যবহারকারী তারা কোনো উপায় না পেয়ে সেটিংস>এপপ্স>মেসেঞ্জার এ গিয়ে ডাটা ক্লিয়ার করেন। কিন্তু এতে সত্যিকার অর্থেই লগআউট হয় না। তাই কিভাবে মেসেঞ্জার থেকে লগআউট করা যায় সেটা অজ্ঞাত থেকে যায়। অনেক বকবক করলাম। তো চলুন শুরুকরা যাক কিভাবে লগআউট করবেন।

## 1। ফেসবুক এ লগিন করুন। যেখান থেকে খুশি (ব্রাউজার, এপপ্স ইত্যাদি)

## 2। তারপর Active seasons এ যান। Active season খুঁজে পাবার জন্য ফেসবুক এর  Settings> Security তে যান।

## 3। দেখবেন কিছু ডিভাইস এই লিস্ট দেয়া আছে। সবগুলা রিমোভ করে দেন।

## 4। দেখবেন মেসেঞ্জার থেকে নোটিফিকেশন এসেছ। এবং সেটা লগআউট হবার নোটিফিকেশন।

## 5। যদি আগে থেকেই জেনে থাকেন তাহলে কোনো প্রকার টিউমেন্ট করবেন না।

আমার টিউন এ কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুলভ দৃষ্টি তে দেখবেন।
☺☺☺☺☺

##☺এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ। কপি পেস্ট থেকে দূরে থাকুন। নিজের সৃজনশীলতাকে কাজে লাগান। প্রযুক্তির সাথে থাকুন, টেকটিউনস এর সাথে থাকুন।

 200 শব্দ পূরণের জন্য আবার লিখলাম।

আমরা অনেকেই মেসেঞ্জার ব্যবহার করি। কিন্তু মাঝে মাঝে লগআউট করার প্রয়োজন হয়। তখনই প্রধান সমস্যা দেখা দেয়। অনেক খোঁজা খুঁজি করেও লগআউট  অপশন খুঁজে পাওয়া যায় না। মনে হয় মেসেঞ্জার থেকে লগআউট করা যায় না। আবার যারা কিছুটা এডভান্সড লেভেলের ব্যবহারকারী তারা কোনো উপায় না পেয়ে সেটিংস>এপপ্স>মেসেঞ্জার এ গিয়ে ডাটা ক্লিয়ার করেন। কিন্তু এতে সত্যিকার অর্থেই লগআউট হয় না। তাই কিভাবে মেসেঞ্জার থেকে লগআউট করা যায় সেটা অজ্ঞাত থেকে যায়। অনেক বকবক করলাম। তো চলুন শুরুকরা যাক কিভাবে লগআউট করবেন।

## 1। ফেসবুক এ লগিন করুন। যেখান থেকে খুশি (ব্রাউজার, এপপ্স ইত্যাদি)

## 2। তারপর Active seasons এ যান। Active season খুঁজে পাবার জন্য ফেসবুক এর  Settings> Security তে যান।

## 3। দেখবেন কিছু ডিভাইস এই লিস্ট দেয়া আছে। সবগুলা রিমোভ করে দেন।

## 4। দেখবেন মেসেঞ্জার থেকে নোটিফিকেশন এসেছ। এবং সেটা লগআউট হবার নোটিফিকেশন।

## 5। যদি আগে থেকেই জেনে থাকেন তাহলে কোনো প্রকার টিউমেন্ট করবেন না।

আমার টিউন এ কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুলভ দৃষ্টি তে দেখবেন।
☺☺☺☺☺

##☺এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ। কপি পেস্ট থেকে দূরে থাকুন। নিজের সৃজনশীলতাকে কাজে লাগান। প্রযুক্তির সাথে থাকুন, টেকটিউনস এর সাথে থাকুন।

Level 2

আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস