বাংলাদেশ থেকে যেভাবে দেখবেন Facebook Trends, আর জেনে নিন Facebook এ থাকা আজকের Trending টপিক গুলা with Android ইউজার।

বাংলাদেশ থেকে যেভাবে দেখবেন Facebook Trends, আর জেনে নিন Facebook এ থাকা আজকের Trending টপিক গুলা with Android ইউজার।

সবাইকে সালাম জানিয়ে সুরু করলাম, কেমন আছেন সবাই আশাকরি ভালো আছেন।

আমার আগের করা কিছু টিউনঃ

 

আজকে একটি বিষয় সেয়ার করতে চাচ্ছি হইতো অনেকে যানান আবার হয়তো অনেক যানেন না।
আমার এই টিউন শুধু যারা যানেন না তাদের জন্য।

আমার প্রয় সবাই ফেসবুক ব্যবহার করি। কিন্তু একটা বিষয় কেও খেয়াল করেছেন কিনা জানিনা আর সেটা হচ্ছে Facebook Trends.

আজকাল Social Media তে কোন না কোন বিষয় হট টপিক Trending থাকেই। যেমন: Twitter Trends, Google Trends, YouTube Trends আর ফেসবুকের এই trends আছে যেটা USA বা অন্য যে কোন Country তে শো করে কিন্তু আমারদের বাংলাদেশ ছারা।

তো আজকে আমি দেখাবো কীভাবে বাংলাদেশি আইডি থেকে এই Facebook Trends দেখা যায় তাও আবার আপনার Android ফোন দিয়ে। তো চলুন সুরু করা যাক।

উপরের এই ভিডিওতে দেখানো হয়ছে কীভাবে এই কাজ টি করবেন।

জনপ্রিয় নতুন কিছু সফটওয়্যার এর পেইড ভার্সন ফ্রীতে পেতে আমার এই Programming Art চ্যানেল টি দেখতে পারেন, ভালো লাগলে Like, Comment এবং Subscribe করবেন।

Social নেটওয়ার্ক সম্পর্কিত সকল Trick and Tips শেয়ার করা হয় আমার এই চ্যানেলে।

YouTube Channel - Trick and Tips

আবার হইতো নতুন কোন টিউন নিয়ে আপনারদের সামনে হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকবেন সে কামনায়। আল্লাহ্‌ হাফেজ।

Level 0

আমি মোঃ রিয়াজ উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবার থেকে একটু আলাদা করে চিন্তা করতে কেন জানি ভালো লাগে। ভালো লাগে নতুন কিছু শিখতে। নতুন কিছু জানতে। সেই জানা শিখা থেকে কিছু অন্য কে জানাতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস