সামাজিক মাধ্যমে শিশুর হয়রানি হচ্ছে।

সামাজিক মাধ্যমগুলোতে হরহামেশা নানা রকম হয়রানির শিকার হচ্ছে শিশু-কিশোররা।
সম্প্রতি এই ব্যাপারে দিনাজপুরের দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির এক ছাত্রী বলে, "ফেইসবুকে অনেক সময় অপরিচিত মানুষ বন্ধু হওয়ার জন্য অনুরোধ পাঠায়। গ্রহণ না করলে খুব বাজে বার্তা পাঠায়।"

ও আরো বলে, "বন্ধু তালিকার অনেকেই মাঝে মাঝে চ্যাটে বাজে প্রস্তাব দেয়।"

হ্যালোতে প্রকাশিত ইউনিসেফের এক জরিপে দেখা গেছে, ১৮ বছর বয়সীদের ৮০ শতাংশ বিশ্বাস করে তরুণ প্রজন্ম অনলাইনে যৌন নির্যাতনের ঝুঁকিতে রয়েছে।

এই জরিপে অংশ নেওয়া ১০ জনের মধ্যে পাঁচ জন মনে করে তাদের বন্ধুরা ইন্টারনেট ব্যবহারের সময় ঝুঁকিপূর্ণ আচরণে অংশ নেয় বলে প্রতিবেদনে বলা হয়।

অষ্টম শ্রেণি পড়ুয়া অণু জানায়, কয়েক দিন আগে তার এক বান্ধবীর ছবি দিয়ে এক বখাটে ফেইসবুকে আইডি খোলে। সেখান থেকে নানা আপত্তিকর টিউন দেয়। এতে মেয়েটিকে নানাভাবে হেনস্তা হতে হয়।

শুধু মেয়েরা নয় ছেলেরাও হয়রানির শিকার হয় বলে জানালেন দাউদপুর ডিগ্রি কলেজের এক ছাত্র।

তিনি বলেন, "বেশ কিছুদিন আগে ফেইসবুকে এক মেয়ের সঙ্গে পরিচয় হয় আমার। ধীরে ধীরে বন্ধুত্ব। সেখান থেকেই প্রেম।

“কিছুদিন যাওয়ার পর আমার সন্দেহ হলে ব্যাপারটা বন্ধুদের সঙ্গে আলোচনা করি। ওরাই প্রথম ধরিয়ে দেয় আসলে ওই আইডিটা এক ছেলে চালাত।"

এ ব্যাপারে অভিভাবকের চিন্তারও কমতি নেই। ইন্টারনেটে শিশুরা কী করছে না করছে এ নিয়ে খুব চিন্তিত থাকেন আফরোজা খাতুন।

ছেলে সারাক্ষণ ফেইসবুকে সময় নষ্ট করছেন অভিযোগ করে তিনি বলেন, "কত ধরনের মানুষ এখানে আছে। কার মনে কি আছে তা তো জানি না। বিপদে ফেলে দিতে পারে ছেলেকে।"

নিজের ভালো বুঝতে শেখার আগ পর্যন্ত শিশুদের সামাজিক মাধ্যমে না আসাই মঙ্গল বলে মনে করেন তিনি।
আরো পড়ুন।

Level 0

আমি মোঃ আবদুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

আগে ভালভাবে শিখে নিই তারপর অপরকে শিখায়।অল্প বিদ্ধা ভয়ংকর। আমি ইসলামিক পোস্ট বেশি করি কারণ এই বড় ওয়েবসাইটে অনেক মুসলিম ভাই/বোন আসে তারা শিখতে পারবে।আমার ইসলামিক সাইটের নাম www.islampriyo.org প্রতিদিন ইসলামিক পোস্ট করা হয়। I Love TechTunes


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস