আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই টিউন হতে আমরা শিখব কিভাবে একটি ফেসবুক পেজ verify করবেন ফ্রিতে। ভেরিফাই মানে কি? নীল এবং সাদা কালার বিশিষ্ট ঠিক চিহ্ন। হ্যা। তাহলে এবার কাজের কথায় আসি।
1) বিখ্যাত ব্যক্তি এবং পাবলিক পরিসংখ্যান - ক্রীড়া, মিডিয়া, রাজনীতি ও বিনোদন।
2) গ্লোবাল ব্র্যান্ড এবং ব্যবসা।
3) সরকারি কর্মকর্তাদের।
তাই আপনি যদি ঐ উপরে আরও কোনো অন্তর্গত, আপনি আপনার ফেসবুক পেজ যাচাই করতে পারবেন।
1) জন্ম সনদ।
2) পাসপোর্ট।
3) ড্রাইভার লাইসেন্স।
1) ফেসবুক পেজ "About" কমপ্লিট করুন।
2) অফিসিয়াল ওয়েবসাইট যোগ করে রাখুন।
1. অটোমেটিক ভেরিফিকেশন।
2. প্রমাণসহ ফর্ম পূরণ করে ভেরিফিকেশন করতে পারবেন।
3. ম্যানুয়াল ভেরিফিকেশন (by taking help of near by Fb offices) (This method mostly works for only people/artists/celebrities/businesses who already have some fame)
যেভাবে ভেরিফাই করবেন:
আবার ভেরিফাই হলে আপনি জানতে পারবেন।
কিছু ভুল ধারণা:
কেউ কেউ বলে পেজ ভেরিফাই করার পেজে অনেক ফ্যান থাকা চাই। কিন্তু এটা ভুল। আপনার পেজের ফ্যান ১,০০০ হলেও আপনি ভেরিফাই করতে পারবেন।
টিউনটি পূর্বে প্রকাশিত হয় আমার ব্লগে
পড়ার জন্য ধন্যবাদ।
আমি হাবলু উসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হাবলু উসামা। আমার সম্পর্কে বিস্তারিত জানতে হলে: এখানে ক্লিক করুন। ধন্যবাদ!
ভেরিফাই করলে লাভটা কি….জানালে খুশি হব।