কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। টেকটিউনসে এটা আমার প্রথম টিউন। আশা করি ভাল লাগবে। ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ।
কোপা আমেরিকা ২০১৭ ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আমাদের ফেভারিট টিম কে নিয়ে ফেসবুকে টিউন দিচ্ছি। আর ফেসবুকে এই নিয়ে চলছে তুমুল উত্তেজনা। তো চলুন দেখি আমরা যে যে দল সাপোর্ট করি সেই দলের লোগো আমাদের প্রোফাইলে কিভাবে এড করব?
এটা টেকটিউনসে + ট্রিকবিডিতে করা আমার টিউন। এর স্বত্বাধীকারী আমি কেউ কপি করবেন নাহ। গুগল এ সার্চ দিলেই কপি বের হবে
(যারা পারেন নাহ বা সমস্যা হচ্ছে তাদের জন্য। পারলে
আপনার জন্য নাহ।)
আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি। যার যেটা ভাল লাগে সেটা ব্যবহার করুন।
এবার আপনার মনমত ছবি সিলেক্ট করুন। টিম/দল পরিবর্তন করতে বাটন ক্লিক করুন। ছবিতে দেখানো হল। তারপর Use as Profile Picture তে ক্লিক করলেই সেভ হয়ে যাবে।
এটা খুব সহজ। আপনার বন্ধু যে এটা পরিবর্তন করেছে তার প্রোফাইলে যান। তারপর Try it এ ক্লিক করেন। তারপর Use as Profile Pictureতে ক্লিক করলেই সেভ হয়ে যাবে।
আশা করি সবার ভাল লেগেছে। ভাল লাগলে টিউমেন্ট করে জানাতে ভুলবেন নাহ। এতে আশা করি আরো টিউন লিখার উতসাহ পাব। সবাইকে আবারো অনেক ধন্য বাদ।
আমি মোঃ শাকিবুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র