কিভাবে আপনার ফেসবুকের সকল ফ্রেন্ডকে গ্রুপে এক ক্লিকে এড করবেন?

Level 2
Credit Checking Cum-Sayerat Assistant, ICT Section, DC Office, Naogaon., Naogaon

আশা করি সবাই ভাল আছেন। আপনাদের ভাল থাকার প্রত্যই নিয়েই আজ আমার টিউটোরিয়াল শুরু করতেছি। আমরা সবাই কেউ না কেউ ফেসবুক চালাই। এক কথায়, ফেসবুক ছাড়া আমাদের জীবন অচল। এখানে আছে অনেক খবরের সাথে বিভিন্ন টিপ্স, পরীক্ষার প্রস্তুতি ইত্যাদি। আপনার আমার সখ আছে যে ফেসবুকে কিভাবে গ্রুপ তৈরি করে এখানে মেম্বার এড করা যায়। সবাই গ্রুপ তৈরি করতে জানলেও গ্রুপে মেম্বার না থাকার কারনে আপনার দেওয়া টিউনগুলি সবার কাছে যায় না। ফেসবুকে আপনার অনেক ফ্রেন্ড আছে কিন্তু সেগুলো এক এক করে এড করতে আপনার আমার অনেক সময় লাগবে। সব ফ্রেন্ডদের এক সাথে এড করার একটা জাভা স্ক্রিপ্ট আছে। এর দ্বারা আপনি সহজেই আপনার সব ফ্রেন্ডদের এড করতে পারবেন। চলুন শিখে নিই :-ধাপ -১:প্রথমে আপনার ফেসবুকএকাউন্টে লগইন করুন।

ধাপ -২:যে Group এ add করতে চান সেই Group টিতে যান (আমি আমার Group *সাধারন জ্ঞান চর্চার আসর* এ গেলাম)।

ধাপ -৩:এবার কিবোর্ড এর (CTRL+SHIFT+K) চাপুন অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে "Inspect Element" এ ক্লিক করুন তারপর  "Console" ক্লিক করবেন, সবার নিচে নিচের কোডগুলি পেস্ট করুন। যদি পেস্ট না হয় তাহলে "allow pasting" লিখবেন। তাহলেই কাজ হবে। একটা উইনডো আসবে,  নিচের কোডগুলো পেস্ট (CTRL+V) করে Enter চাপুন।

Download code from here

এখন দেখবেন নিছের মত একটা উইনডো এসেছে, কতজন Friend add হচ্ছে তা সেখানে দেখাবে।
সাবধান, এই কাজটি বেশি করবেন না। কারন ফেসবুক আপনাকে ব্লক করতে পারে। ব্লক হলে এই স্ক্রিপ্ট আর কাজ করবেনা। তাই ব্লক সিগনাল দিলে স্টপ করে দিন।

ফ্রেন্ড এড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।ব্যাস কাজ শেষ।আজ এই পর্যন্তই।

ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না।

টিউন টি সবার আগে আমার ব্লগে প্রকাশিত।

Level 2

আমি মোঃ জিল্লুর রহমান। Credit Checking Cum-Sayerat Assistant, ICT Section, DC Office, Naogaon., Naogaon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Md.Zillur Rahman, born in 1991, is one of the first children of two children in a small family consists of five members. Born in a poor family, I face a very miserable condition from outset of my bringing up until maturity. Being a very depraved child in the poor family...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস