টিউনের বিরুদ্ধে প্রতিবাদ। টিউনঃ ফেসবুককে সম্পর্কে আজানা সব কিছু জানুন!

আপডেটঃ প্রতিবাদের পর টিউনটি অপসারন করা হয়েছে। তারপরও একজন অসৎ টিউনার সম্পর্কে জানতে চাইলে এখনো টিউনটি পড়ে দেখতে পারেন। টিউনটি ডিলেট করার পরও আপনারা সেটি দেখতে পারেন এই লিঙ্ক থেকে। http://webcache.googleusercontent.com/search?q=cache:yzzl_AiQsiEJ:www.techtunes.io/facebook/tune-id/414000+&cd=1&hl=en&ct=clnk&gl=bd

 

টিটির প্রথম পেজে একটি টিউন আছে যার শিরোনামঃ ফেসবুককে সম্পর্কে আজানা সব কিছু জানুন! (শিরোনামেই ভুল আছে "ফেসবুককে") লিঙ্কঃ https://www.techtunes.io/facebook/tune-id/414000

সেই টিউনারটি সম্পূর্ণ টিউনটি কপি পেস্ট করেছেন। টিউনটা বিভিন্ন সোর্স থেকে কপি পেস্ট করা হয়েছে। প্সোরমাণ হিসাবে সোর্স গুলো নিচে দেয়া হল।

* প্রথম সূচনাটি তিনি কপি করেছেন এই লিঙ্ক থেকে। লিঙ্ক গুলো ব্যাক লিঙ্ক করে দেয়া হয়েছে। লিঙ্ক

* "ইতিহাস" অংশটিও আগের লিঙ্কের "ইতিহাস" সেকশন থেকে কপি করা হয়। লিঙ্কের জন্য এখানে ক্লিক করুন 

* "বাবস্থাপনা" অংশটিও একই লিঙ্কের "বাবস্থাপনা" সেকশন থেকে কপি করা হয়েছে। লিঙ্কের জন্য এখানে ক্লিক করুন 

* "মার্ক জাকারবার্গ ২৮% শেয়ার" এটা কোন সেকশনের টাইটেল হয় নি। এই অংশটি কপি করা হয় এই লিঙ্কের প্রথম অংশ  থেকে।

* "প্রারম্ভিক জীবন" অংশটি একই লিঙ্কের "প্রারম্ভিক জীবন" অংশটি থেকে কপি করা হয়। লিঙ্ক 

* "সম্মাননা" অংশটি একই লিঙ্কের "সম্মাননা" অংশটি থেকে কপি করা হয়। তারপর শেয়ারের অংশটি তিনি কেন দিয়েছেন তিনি জানেন। এটা বিষয়ের সাথে মিল যায় না। এটা হওয়ার কথা ছিল "বাবস্থাপনা" অংশে। এটা কপি করা হয়েছে এই লিঙ্কের বাবস্থাপনা সেকশন থেকে কপি করা হয়েছে। লিঙ্ক

* "আয়" অংশটি তিনি কপি করেছেন একই লিঙ্কের "আয়" সেকশন থেকে। লিঙ্ক

* "স্টক ইতিহাস" অংশটি তিনি কপি করেছেন একই লিঙ্কের "স্টক ইতিহাস" সেকশন থেকে। এমনকি তিনি ছবিটিও সেখান থেকে নিয়েছেন। লিঙ্ক

* "একত্রীকরণ এবং অধিগ্রহণ" অংশটি তিনি নিয়েছেন একই লিঙ্কের "একত্রীকরণ এবং অধিগ্রহণ" সেকশন থেকে। লিঙ্ক

* "অফিস" অংশটি তিনি কপি করেছেন একই লিঙ্কের "অফিস" সেকশন থেকে। ছবিগুলোও সেখান থেকে নেয়া। লিঙ্ক

* "মুক্ত উৎসে অংশগ্রহণ" অংশটি কপি করেছেন একই লিঙ্কের "মুক্ত উৎসে অংশগ্রহণ" সেকশন থেকে। লিঙ্ক

* "ফেসবুকের বর্ণনা" নামের সম্পূর্ণ অংশটি তিনি কপি করেছেন একই লিঙ্কের "ওয়েবসাইট" সেকশন থেকে। লিঙ্ক

* "গোপনীয়তা" অংশটি কপি করেছেন একই লিঙ্কের "গোপনীয়তা" সেকশন থেকে। লিঙ্ক

* "ফেসবুক বাগ বাউন্টি কর্মসূচি" অংশটি তিনি কপি করেছেন একই লিঙ্কের "ফেসবুক বাগ বাউন্টি কর্মসূচি" সেকশন থেকে। ছবিটিও সেখান থেকে নেয়া। লিঙ্ক

* "বিশ্বব্যাপি অভ্যর্থনা" অংশটি কপি করেছেন একই লিঙ্কের "বিশ্বব্যাপি অভ্যর্থনা" সেকশন থেকে। ছবিটিও সেখান থেকে নেয়া। লিঙ্ক

* "সমালোচনা এবং বিতর্ক" অংশটি তিনি কপি করেছেন একই লিঙ্কের "সমালোচনা এবং বিতর্ক" সেকশন থেকে। লিঙ্ক

* "প্রভাব" অংশটি তিনি কপি করেছেন একই লিঙ্কের "প্রভাব" সেকশন থেকে। লিঙ্ক

* "জনপ্রিয় সংস্কৃতিতে" অংশটি তিনি কপি করেছেন একই লিঙ্কের "জনপ্রিয় সংস্কৃতিতে" সেকশন থেকে। ছবিগুলোও সেখান থেকে নেয়া। লিঙ্ক

* "প্রতিযোগী" অংশটি তিনি কপি করেছেন একই লিঙ্কের "প্রতিযোগী" সেকশন থেকে। লিঙ্ক

* আর "শেষ কথা" নামের যে উপসংহার টি রয়েছে তা কপি করেছেন আমাদের সকলের প্রিয় টিউনার সানিম ভাইয়ের যেকোনো টিউনের শেষ থেকে। তার প্রমানও থেকে গিয়েছে। কারন সব চোর কোন না কোন সুত্র রাখে। আর তা নিচে ছবি রূপে দেয়া হল।

আমি সব সময় কপি পেস্টের বিরুদ্ধে ছিলাম এখনো আছি। কিন্তু আপনাদের মত গণ্য মান্য টিউনারদের কাছ থেকে এটা আশা করি নি। অনেকেই তার টিউনের সুনাম করেছেন। বিশেষ করে mahmudkoliশাহিদ আক্তার, তাহসান হাসানসাহাফীন আহম্মেদ ও ফাহিম শারিয়া ভাইয়ের টিউমেন্টটি আমাকে বেশি কষ্ট দিয়েছে। আশা করি আপনারা আপনাদের ভুল বুঝতে পারবেন এবং এই টিউনারকে উপযুক্ত শাস্তি দিবেন।

Level 0

আমি আবু হাসান রুমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখে ভাল লাগছে যে, টিউনটি অপসারন করা হয়েছে। ধন্যবাদ টেকটিউন এডমিনদের।