কি বন্ধুরা ফেসবুক বন্ধ হয়ে যাওয়াতে মন খারাপ। আমি আবার মানুষের মন খারাপ থাকা দেখতে পারি না। তাই চট জলদি করে তোমাদের সেবাই হাজির হয়ে গেলাম।
বেশী কথা না বলে কাজ শুরু করি। আর কেউ বুঝতে না পারলে তাদের জন্য থাকবে ভিডিও টিউটোরিয়াল।প্রথমে দেখতে হবে তুমি কি দিয়ে ফেসবুক ব্যবহার করবে কম্পিউটার না কি মোবাইল।
কম্পিউটারের জন্য :
প্রথমে এখান থেকে এই সফটওয়ারটা ডাউনলোড কর। সুন্দর ভাবে ইনিষ্টল কর।
ইনিষ্টল করার পর সফটওয়ারটি ওপেন হলে এই রকম উইন্ডো পাবে। এটা চিহ্ন দেয়া স্থানটিতে ক্লিক কর।
ক্লিক করার পর ঠিক এই রকম তিনটি অপশন পাবে। SELECTED SITES, SMART এবং FULL
এখানে ফুল অপশন টিতে ক্লিক কর। ১ মিনিট অপেক্ষা কর। এখন
ফেসবুক.কম এ ঢুকে অনলিমিডে ভাবে ফেসবুক চালাও। কোন দিন বন্ধ হবে না। বাংলাদেশে নেই এমন বিদেশী ওয়েব সাইট ও ভিজিট করতে পারবে।
এতক্ষন দেরী করানোর জন মোবাইল ব্যবহার কারীদের কাছে মাফ চেয়ে নেই।
মোবাইল : তোমরা প্রথমে
এই সফটওয়ারটা ডাউনলোড কর। ইনেষ্টল করে সফটওয়ার টা ওপেন কর। সফটওয়ারটা ওপেন হলে তুমি দেখতে পাবে এখানে একটি দেশ সিলেক্ট করতে বলবে। বাংলাদেশ ছাড়া যে কোন একটি দেশ সিরেক্ট কর। এবার সফটওয়ারটা মিনিমাইজ করে ওপেরা মিনি, ইউসি ব্রাউজার, ফেসবুক লাইট এবং ফেসবুক এপ সক সকল ব্রাউজার দিয়ে অনলিমিটেড ফেসবুক চালাও।
টিউমেন্টের জন্য ধন্যবাদ