নাম : ফেইসবুক মেসেঞ্জার
লাইসেন্স : ফ্রি
প্ল্যাটফর্ম : উইন্ডোজ
কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।
আমরা চ্যাটিং-এর জন্য বিভিন্ন ধরনের মেসেঞ্জার ব্যবহার করি। ফেইসবুক মেসেঞ্জার বেশি জনপ্রিয়। কিন্তু ফেইসবুক মেসেঞ্জার আমরা মোবাইল ছাড়া কম্পিউটারে ব্যবহার করতে পারি না। তাই আমি আপনাদের জন্য লেটেস্ট ভার্সন ফেইসবুক মেসেঞ্জার নিয়া আসলাম।আজ আপনাদের সাথে শেয়ার করব আপনার কম্পিউটারের /ল্যাপটপ ডেস্কটপ এর জন্য ফেসবুক মেসেঞ্জার।
এখন থেকে সহজে চ্যাট,ভয়েস কল,ভিডিও কল করতে পারবেন আপনার কম্পিউটারের / ল্যাপটপ ডেস্কটপ থেকে। ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাবেন এ ছাড়া আরো অনেক কিছু।
ফীচার :-
- নোটিফিকেশন শব্দ (অফ করতে পারবেন)
- ডেক্সটপ নোটিফিকেশন
- ভয়েস কল
- ভিডিও কল
- অটো লঞ্চ করে
- ৩টি থিম
- উইন্ডোজ ১০ সাপোর্টেড
- সুপার স্পিড
কিভাবে ব্যবহার করবেন ?
- ডাউনলোড করুন
- ইনস্টল করুন
- লগ ইন করুন
-উপভোগ করুন
বিঃদ্রঃ ডাউনলোড সাইটে ডাউনলোড এর জন্য ক্লিক করুন ” Create download link”
অল্টারনেটিভ লিঙ্কে “Use our download manager” থেকে টিক চিহ্ন unchecked (আনচেক) করে ডাউনলোড বাটনে ক্লিক করুন যদি ঐটা শো করে। অথবা আপনি ডাউনলোড ম্যানেজার use করে ও ডাউনলোড করতে পারবেন।
যে কোন সমস্যায়
অথবা এখানে
এই টিউনটি সর্ব প্রথম আমার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আরো অনেক টিপস ও টিউনস পাবার জন্য আমার ওয়েবসাইটে দাওয়াত রইল।
ধন্যবাদ সকলকে।ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ সকলকে।ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ সকলকে
আমি শাহরিয়ার মুস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা ছাড়া ও পিসিতে গুগল ক্রোম দিয়ে দিব্যি মেসেঞ্জার ইউজ করা যায়, 😀
http://www.messenger.com এই লিঙ্ক দিয়ে। এটা ফেসবুকের ই একটা ফিচার।