ফেসবুক ম্যাজিক অথবা অন্যকিছু!! পর্বঃ- ০১

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন! অনেক দিন পড় ফিরলাম টিটিতে! যাই হক এইবার ভেবেছি ফেসবুক ম্যাজিক নিয়ে কয়টা পর্ব লিখব! যদি আপনাদের সহোযগিতা পাই তাহলে পরবর্তী টিউন লিখব!

চলুন শুরু করি টিউন :_

ফেসবুক ম্যাজিক টিউন বলতে কি? আসলে এটা থেমন কোন ম্যাজিক নয় আবার কোন কোডিং! ও নয়, অনেকে এই সব বিষয় জানে আবার অনেকে জানে না! যারা জানে না তাদের জন্য এই টিউন বা পর্ব গুলা।

আমরা সবাই ফেসবুক ইউজ করি? কিন্তু যেমন ধরেন হটাত আমাদের কোন আইডিতে ১০০০ ফ্রেন্ড রিকুয়েস্ট আসলো এখন যদি আমরা একটা একটা করে এক্সপেট  করি তাহলে অনেক সময় এবং হাতে ব্যাথা হবে! কিন্তু আমরা চাইলে তা এক ক্লিকে করতে পারি! আর এই এক ক্লিক যা যা করা যাবে তা নিয়ে আমি পর্ব গুলা সাজাবো।

আজকের পর্বে কি থাকছে?

আজকের পর্বে আমি আপনাদের দেখাব কিভাবে এক ক্লিকে যাদের আপুনি ফ্রেন্ড রিকুয়েস্ট পাটিয়েছেন তাদের রিকুয়েস্ট ডিলেট করবেন।

প্রথম আপুনি আপনার ফেসবুকে ডুকুন। তারপর এই আইকনে ক্লিক করুন Screenshot_105 তারপর নিচের দিক থেকে see all লিখাতে ক্লিক করুন। Screenshot_106 তারপর view sent request  এ ক্লিক করুন Screenshot_107 তারপর আপুনি যাদের ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়েছেন তাদের লিস্ট দেখতে পাবেন। সরাসরি যেতে এইখানে ক্লিক করুন।  তারপর মাউস এর রাইট বটন ক্লিক করে আপুনি একে একে ডিলেট দিতে পারবেন Screenshot_108

এখন প্রশ্ন হল কিভাবে এক সাথে ডিলেট দিব? এর জন্য জাভা কোড ইউজ করা যায়। কিন্তু আমি আপনাদের দেখাব গুগল ক্রুম এর মাধ্যমে কিভাবে এই কাজ করা যায়!

গুগল ক্রোম এই কাজ করতে হলে আপনাকে প্রথম এই এক্সটেশন টা ডাউনলোড দিতে হবে! ডাউনলোড করুন এখান থেকে 

তারপর এটা স্বাভাবিক ভাবে ইন্সটল করুন। এখন আপুনি আবার ফেসবুকের হোম পেইজে ডুকুন http://www.facebook.com এই ঠিকানায়। তারপর গুগল ক্রোম এর পাসে এই আইকন দেখতে পাবেন!  Screenshot_109 এখন এই আইনকে ক্লিক করেন!

নোটঃ- http://www.facebook.com এই ঠিকানায় এই লিংকে ডুকতে হবে কিন্তু! 

এখন কনফার্ম করুন। তারপর  এই রকম দেখতে পাবেন Screenshot_111 ! ব্যাস আপনার কাজ শেষ! এখন দেখুন নাই ঃ_ সব ডিলেট হয়ে গেছে! Screenshot_112!!!!!

বেশি ফ্রেন্ড  রিকুয়েস্ট দিলে আইডির অবস্তা কি হয়! তা সবার জানা! তাই আজই সবাইকে পাঠানো   রিকুয়েস্ট ডিলেট দিয়ে দিন! এবং  নিজের আইডি সরংক্ষিত রাখুন।

আসা করি বুঝতে পেরেছেন! না বুঝলে টিউমেন্ট করবেন!

আমায় পাবেন ফেসবুকে  আমার ওয়েবসাইট  

লিখাটি প্রথম প্রকাশিত হয়েছে বাংলাদেশের নব নির্মিত উন্মুক্ত ব্লগিং সাইট জানতে ও জানাতে ডট কমে

নতুন কিছু জানতে ও জানাতে জানতে ও জানাতে ডট কম এর সাথে থাকুন। ফেসবুকে লাইক দিয়ে জানতে ও জানতে ডট কম এর সাথে থাকুন!

ফেসবুক সম্পর্কিত আরো কিছু টিউন।

ফেসবুক হ্যাকিং এর সেরা ৫ উপায়!

মাত্র ১-২ মিনিটে তৈরি করুন নতুন স্টাইলে ফেসবুক ফিশিং সাইট! তা ও আবার সম্পূর্ণ বাংলায় ফিশিং এখন ডিজিটাল স্টাইলে!

আজকের মত এখানে বিদায়! দেখা হবে আরো কোন পর্ব নিয়ে।

বানান ভুল হতে পারে এর জন্য দুঃখিত  

কম্পিউটার, ব্লগিং, এডসেন্স, এসিও এসব বিষয়ের আরও ইনফরমেশন পাবেন Blogging Tips ওয়েবসাইট এ।

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস